অসাধারণ ম্যাক্রো ফটোগ্রাফি ||

in blurt-188398 •  8 days ago  (edited)

6-3-25

1666448937106.jpg

device : Redme note 9

লোকেশন

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম। তবে আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আপনারা জানেন আমি ফটোগ্রাফি পছন্দ করি। সেজন্য আমি সবসময় ফটোগ্রাফিতে নতুন কিছু করার চেষ্টা করি। নতুন কিছু দেখলে ফটোগ্রাফী করতে ভীষণ ভালো লাগে। আজ আমি অনেক সুন্দর ম্যাক্রো ফটোগ্রাফি করেছি। আশা করি আপনারা আমার ফটোগ্রাফি পছন্দ করবেন।

ম্যাক্রো ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ। যদিও আমি সব ধরনের ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এই ফটোগ্রাফি টা আমি প্রায় অনেক কষ্ট করে করেছিলাম। আসলে এই ধরনের ফটোগ্রাফি গুলো করা খুবই কঠিন কাজ। কিন্তু তারপরেও আমি ফটোগ্রাফি গুলো করতে পছন্দ করি। আমি একটা বাগানে গিয়েছিলাম ঘুরতে। সেখান থেকেই আমি এই ফটোগ্রাফি টা করার চেষ্টা করলাম।

আমি চাই অনেকটা সময় নিয়ে এই ফটোগ্রাফিটা করেছিলাম। বলতে গেলে পোকাটা অনেক বেশি নড়াচড়া করছিল। এমনকি এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে বসছিল। তখন আমি অনেক কষ্ট করে ওর পিছন পিছন দিয়ে ফটোগ্রাফি করেছিলাম। বিশেষ করে এগুলো অনেক সুন্দর কিছু পাতার উপরে বসে ছিল। পাতা গুলো দেখতে ভীষণ সুন্দর ছিল। পাতার উপরে পোকাটা বসার পরে দেখতেও ভীষণ সুন্দর লেগেছে।

আজকে অনেকগুলো ফটোগ্রাফি থেকে দিয়েছি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন

1666448937219.jpg

1666448936995.jpg

1666448937162.jpg

1666448937048.jpg

1666448937276.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!