কসমস ফুলের ফটোগ্রাফি

in blurt-188398 •  12 hours ago  (edited)

BLURT 22.2.25

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম। তবে আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আপনারা জানেন আমি ফটোগ্রাফি পছন্দ করি। সেজন্য আমি সবসময় ফটোগ্রাফিতে নতুন কিছু করার চেষ্টা করি। নতুন কিছু দেখলে ফটোগ্রাফী করতে ভীষণ ভালো লাগে। আজ আমি অনেক সুন্দর কসমস ফুলের ফটোগ্রাফি করেছি। আশা করি আপনারা আমার ফটোগ্রাফি পছন্দ করবেন।

1663317476938.jpg

device : Redme note 9

লোকেশন

এই ফুলের বাংলা নাম : কসমস ফুল
এই ফুলের বৈজ্ঞানিক নাম : Cosmos bipinnatus

কচমচ ফুল নিশ্চয়ই আপনাদের পরিচিত ‌ এই ফুলটি আমার নিজের কাছেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে এই ফুলের কালার কম্বিনেশনটা এত সুন্দর দেখতে একদম মুগ্ধ হওয়ার মতো। কসমস ফুলের মধ্যে প্রায় অনেকটা জাত রয়েছে। এর আগে আমি অন্য কালারের কসমস স্কুল দেখেছিলাম। আসলে এর ফুলের রং এমন কি ফুলের ভেতরের অংশটা দেখতে সত্যিই অসাধারণ। এমনকি এই ফুলটা দূর থেকে ভীষণ আকৃষ্ট করে।

কিছুদিন আগে আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সেখানে প্রায় কয়েকটা ফুল গাছ দেখলাম। দূর থেকেই ফুল গুলো যেন অনেকটা আকৃষ্ট করছে। তাই ধীরে ধীরে ফুলগুলোর কাছে গেলাম। দেখলাম ফুলগুলো সত্যিই দেখতে অনেক সুন্দর। আর আমার নিজের কাছেও ভীষণ ভালো লাগলো ‌‌। এজন্য ফুলগুলো দেখামাত্রই আমি অনেকটা ফটোগ্রাফি করার চেষ্টা করি। দেখলাম প্রায় অনেক সুন্দর ফটোগ্রাফি হয়েছে।

আজকের ফটোগ্রাফির মধ্যে এই ফটোগ্রাফি গুলো বেছে নিলাম। আপনাদের মাঝে শেয়ার করতে পেরে বেশ ভালই লাগলো। আশা করি ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকবেন।

1663317476685.jpg

1663317476896.jpg

1663317476856.jpg

1663317476755.jpg

1663317476978.jpg

1663317476815.jpg


Post details

CategoryPhotography
CameraRedme note 9
Post Createdtasonta
LocationBangladesh

💖 THANKS 💖

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!