device : Redme note 9
হ্যালো বন্ধুরা,
খুবই চমৎকার একটি ফুল অ্যাস্টার। এমনিতে বেগুনি কালারের ফুলগুলো অনেক বেশি চমৎকার হয়ে থাকে। আজকের এই ফুলটি বেগুনি কালারের হওয়ার কারণে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। প্রথমে আমি দেখে মনে করেছিলাম এটি চন্দ্রমল্লিকা ফুল। পরে গুগলে সার্চ দিয়ে জানতে পারলাম এই ফুলের নাম হল অ্যাস্টার। এই বিষয়গুলো আমার কাছে খুবই চমৎকার লাগে। যখন দেখি বিভিন্ন ফুলের নাম জানিনা তখন গুগল থেকে জানতে পারি। এছাড়াও বর্তমানে এই ফুলটির আরো অনেকগুলো কালারের পাওয়া যায়। এর আগেও আমি আরো কয়েকটি কালারের ফুলের ফটোগ্রাফি করেছিলাম। যা দেখলেই যে কেউ মুগ্ধ হয়ে যাবে। আমরা আশা করি আপনাদের সবার কাছেও আজকের চমৎকার অ্যাস্টার ফুলের ফটোগ্রাফি ভালো লাগবে। পরবর্তীতে আরো কোন সুন্দর ফুল নিয়ে হাজির হব।
পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
very beautiful photos, so colorful. Unfortunately, I cannot read your language and neither can my translator. Would it be possible to write in two languages? I would suggest English as it increases your reach enormously.
Greetings
Hornet on tour
Vote for my Witness: Blurt Witness Voting Page\
Telegram and Whatsapp
ফুলটা আমার অনেক পছন্দের।আর আপনি ফোটোগ্রাফি অনেক সুন্দর করে পোস্ট করেন ।যা আমাকে ভালো লাগে।