অ্যাস্টার ফুলের ফটোগ্রাফি

in blurt-188398 •  12 days ago  (edited)

বিভিন্ন রকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে এই ফুলটি দেখতে খুব ভালো লাগে। বেগুনি কালারের অ্যাস্টার ফুল গুলো আমার একটু বেশি পছন্দের। এই ফুল গুলোর পাপড়ি অনেক ছোট ছোট আর দেখতেও খুব সুন্দর লাগে। বিভিন্ন রকম নার্সারিতে গেলে আমরা এরকম সুন্দর ফুলগুলো অনেক বেশি দেখে থাকি। বেশ কয়েকদিন আগে আমি যে ছিলাম একটা নার্সারিতে। নার্সারিতে ঘুরাঘুরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি যখন নার্সারিতে ঘুরাঘুরি করছিলাম হঠাৎ করে এই ফুলটা দেখলাম। ফুলটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, ফটোগ্রাফি করা ছাড়া তো আমি থাকতেই পারিনি। এজন্যই তো সাথে সাথে আমি ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আমি আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে।

20240118_154441.jpg

20240118_154416.jpg

20240118_154413.jpg

20240118_154411.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  12 days ago  ·  

I think the photographs of this flower are truly extraordinary and I feel happy to see it take me to my garden for a moment. Best wishes to you.