BLURT 21.2.25
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম। তবে আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আপনারা জানেন আমি ফটোগ্রাফি পছন্দ করি। সেজন্য আমি সবসময় ফটোগ্রাফিতে নতুন কিছু করার চেষ্টা করি। নতুন কিছু দেখলে ফটোগ্রাফী করতে ভীষণ ভালো লাগে। আজ আমি অনেক অসাধারণ একটি ফুলের ফটোগ্রাফি করেছি। আশা করি আপনারা আমার ফটোগ্রাফি পছন্দ করবেন।
device : Redme note 9
এই ফুলের সঠিক নাম আমার জানা নেই। কিন্তু ফুলটি আমার কাছে দেখে অসম্ভব ভালো লাগলো। বিশেষ করে সাধারণের যেকোনো ফুল আমার ভীষণ পছন্দের। আর এর মধ্যে এই ফুলের পাপড়িগুলো অসম্ভব সুন্দর দেখতে। ফুলের কলি গুলো ছোট ছোট দেখতে ভীষণ ভালো লাগে। সবকিছু মিলিয়ে আমার কাছে এই ফুলগুলো সত্যি সতেজ একটা ফুল মনে হয়েছে। আমি ইদানিং নতুন নতুন ফুল খুঁজে বেড়াই ফটোগ্রাফি করার জন্য।
কিছুদিন আগে একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি অনেক সুন্দর একটা ফুল গাছ। ফুল গাছটা দেখেই আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে গেলাম। দূর থেকে আমার কিন্তু বেশি সুন্দর লাগলো। এমনকি বেশ আকর্ষণীয় লেগেছে। তখনই আমি দাঁড়িয়ে ফুল গাছ থেকে কিছু ফটোগ্রাফি করলাম। ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই আমার মন ভরে গেল । আমি প্রায় অনেকটা সময় নিয়ে অনেকগুলো ফটোগ্রাফি করলাম।
আমার করা প্রায় অনেকগুলো ফটোগ্রাফি থেকে আজকের এই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি বেছে নিলাম। আশা করি আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
Post details
Category | Photography |
---|---|
Camera | Redme note 9 |
Post Created | tasonta |
Location | Bangladesh |
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.