ফটোগ্রাফি : টাইম ফুলের ফটোগ্রাফি।

in blurt-188398 •  2 days ago  (edited)

হ্যালো বন্ধুরা
কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম। তবে আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আপনারা জানেন আমি ফটোগ্রাফি পছন্দ করি। সেজন্য আমি সবসময় ফটোগ্রাফিতে নতুন কিছু করার চেষ্টা করি। নতুন কিছু দেখলে ফটোগ্রাফী করতে ভীষণ ভালো লাগে। আজ আমি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছি। আশা করি আপনারা আমার ফটোগ্রাফি পছন্দ করবেন।
আজ আমি আপনাদের মাঝে খুবই চমৎকার একটি টাইম ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। টাইম ফুল আমার কাছে খুবই পছন্দের একটি ফুল। সকালে ফুল ফুটার কারণে এটি দেখতে খুবই চমৎকার লাগে। সকালে ঘুম থেকে ওঠার পর যখন ঘরের ছাদের উপর যায় তখন মাঝেমাঝে এই টাইম ফুল দেখি। আমাদের এলাকায় আমরা এই ফুলটাকে নয়টার ফুল বলা হয়। এ বিষয়টা আমার কাছে খুবই চমৎকার লাগে। এছাড়াও বর্তমানে হাইব্রিড জাতের অনেক টাইম ফুল পাওয়া যায় যা দেখে মুগ্ধ হই। কিছু কিছু কালারের টাইমফুল রয়েছে যেগুলো দেখে যে কেউই মুগ্ধ হয়ে যাবে। এবং ফটোগ্রাফি করার জন্য ইচ্ছে করবে। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRove19c1AN2q7tmLH9KtCE8rT76LceLebFMs5i5QQ1bg1Esa8fGBzrnsw87QEdaxAXjqTjZ4qUL1WmnM7qQ21k6FdG.jpeg

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovVuSiv7Jp82UDsdwtHD9pbujKikFjXHzaBwR1NT4eF3QVtDnhixgYMosAbMmqNSsrSKYUY5ab8iHcd21RtUdxutJ.jpeg

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovoJoBTdje2ULSjsVaReJNVdar5HfrkExArWZTKumYwervfdvSKFYPsQcse5Tx3PXfrf1eFhPFpBTwo6J7xe1oJuk.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!