Bangladesh, the country of six seasons

in blurt-188398 •  19 days ago 

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @tammanna from Bangladesh

How are your friends? I hope everyone is well and I am well too, Alhamdulillah. Today I am back with a new post for you. So let's start without further delay,

pexels-cansu-hangul-464804780-29987341.jpg
pexels

pexels-eberhardgross-29985442.jpg
pexels
Currently, winter season prevails in Bangladesh, but Bangladesh is a country of six seasons and we get six weather conditions of the six seasons through our seasons and through the six seasons we like to decorate our country colourfully. Sometimes it is cold, sometimes it is hot, and sometimes it is rainy. We can see our nature in a new way and we like to decorate our nature in a new way. We also like to decorate ourselves with nature. When nature takes the form it takes, we decorate ourselves in that way because we cannot do the same in summer as we do in winter. But in summer we decorate ourselves with clothes of pride, just like we wear clothes suitable for the monsoon during the monsoon or we decorate ourselves with makeup like that, so we can decorate ourselves with nature.

pexels-lucien-schreiber-2148200512-29968980.jpg
pexels

pexels-anastasia-haritonov-898480-29987198.jpg
pexels
Allah loves His servants so much that He has not only given us different types of nature at different times, but also given us different types of flowers, fruits, vegetables, and all kinds of fruits that we get in winter. We get vegetables in the summer and during the rainy season, we get different types of vegetables or fruits. We also have spring and autumn which are more pleasant for us. It is said that these are the seasons of love because this time is almost in between winter and summer and due to the high wind, many people like to feel happiness in these seasons. Just as the Nabanna festival is celebrated among the farmers of the village in the fall due to the new rice growing in the fields, similarly, when the winter leaves behind and the summer season falls, spring comes among us. New leaves fall nearby, new leaves sprout again, and flowers bloom on every tree. It is very nice to see many birds in nature come and sing to us. And my favourite season is spring. I love it when spring comes. That's why it's said that the season is very necessary for us. I hope everyone likes today's post again. I will show you in a new post. Until then, everyone stays well. May Allah Hafez protect you.

বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের জন্য একটি নতুন পোস্ট নিয়ে ফিরে এসেছি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক,

বর্তমানে বাংলাদেশে শীতকাল বিরাজ করছে, তবে বাংলাদেশ ছয়টি ঋতুর দেশ এবং আমরা আমাদের ঋতুর মাধ্যমে ছয়টি ঋতুর ছয়টি আবহাওয়া পাই এবং ছয়টি ঋতুর মাধ্যমে আমরা আমাদের দেশকে রঙিন সাজাতে চাই। কখনো ঠাণ্ডা, কখনো গরম, আবার কখনো বৃষ্টি। আমরা আমাদের প্রকৃতিকে নতুনভাবে দেখতে পারি এবং আমরা আমাদের প্রকৃতিকে নতুনভাবে সাজাতে চাই। আমরাও প্রকৃতির সঙ্গে নিজেকে সাজাতে পছন্দ করি। প্রকৃতি যখন রূপ নেয়, তখন আমরা নিজেদেরকে সেভাবে সাজাই কারণ আমরা শীতকালে যেমন করি গ্রীষ্মে তেমনটা করতে পারি না। কিন্তু গ্রীষ্মকালে আমরা নিজেদেরকে গর্বের পোশাক দিয়ে সাজাই, যেমন বর্ষাকালে বর্ষার উপযোগী পোশাক পরিধান করি বা সেরকম মেকআপ দিয়ে নিজেকে সাজাই, তাহলে প্রকৃতির সঙ্গে নিজেকে সাজাতে পারি।

আল্লাহ তাআলা তাঁর বান্দাদেরকে এতটাই ভালোবাসেন যে, তিনি আমাদেরকে বিভিন্ন সময়ে প্রকৃতির বিভিন্ন রকমের দানই করেননি বরং শীতকালে পাওয়া বিভিন্ন ধরনের ফুল, ফল, সবজি, সব ধরনের ফলও দিয়েছেন। আমরা গ্রীষ্মকালে সবজি পাই এবং বর্ষাকালে বিভিন্ন ধরনের সবজি বা ফল পাই। আমাদের বসন্ত এবং শরৎও রয়েছে যা আমাদের জন্য আরও আনন্দদায়ক। বলা হয়ে থাকে যে, এই সময়টা প্রেমের ঋতু, কারণ এই সময়টা প্রায় শীত ও গ্রীষ্মের মাঝামাঝি এবং প্রবল বাতাসের কারণে এই ঋতুতে অনেকেই আনন্দ অনুভব করতে পছন্দ করেন। ক্ষেতে নতুন ধান জন্মানোর কারণে শরৎকালে যেমন গ্রামের কৃষকদের মধ্যে নবান্ন উৎসব উদযাপিত হয়, তেমনি শীত পিছিয়ে গ্রীষ্মকাল এলেই আমাদের মাঝে বসন্ত আসে।

কাছাকাছি নতুন পাতা ঝরেছে, আবার নতুন পাতা ফুটেছে এবং প্রতিটি গাছে ফুল ফোটে। প্রকৃতিতে অনেক পাখি এসে আমাদের কাছে গান গাইতে দেখে খুব ভালো লাগে। আর আমার প্রিয় ঋতু বসন্ত। বসন্ত এলে আমি এটা পছন্দ করি। সেজন্যই বলা হয় ঋতু আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। আশা করি আজকের পোস্টটি আবারও সবার ভালো লাগবে। আমি আপনাকে একটি নতুন পোস্টে দেখাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ আপনাকে হেফাজত করুন।

Deviceoppo 11 pro
Photographer@tammanna
Thanks everyone for reading my post

Regards

@tammanna

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!