ছবি তোলা আমার কাছে অনেকটা নেশার মত ব্যাপার, তাইতো যেখানেই যাই সব সময় ছবি তোলার চেষ্টা করি। বিড়াল আমার সব থেকে পছন্দের প্রাণী গুলির মধ্যে একটি। বিড়াল দেখলেই ছবি তুলতে ইচ্ছে করে। হঠাৎ করে এই বিড়ালটির দেখা পেয়ে একটু থমকে দাঁড়ালাম।
আসলে বিড়ালটিকে বিষন্ন দেখাচ্ছিল তাই তো আমার মোবাইলের ক্যামেরা বের করে তার বেশ কিছু ছবি তুললাম।
বিড়ালটি আপন মনে বিষন্ন চোখে অন্যদিকে তাকিয়ে ছিল। আমি যতটা সম্ভব নিঃশব্দে তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম। অবাক করা ব্যাপার হলো সে আমাকে খেয়ালই করছিল না। আমি তার ছবি তোলা শেষ করে বেশ কিছুটা সময় সেখানেই দাঁড়িয়ে ছিলাম। এরপর আমার হঠাৎ করেই একটি কাজ পরে যাওয়ায় সেখান থেকে চলে যেতে বাধ্য হলাম।
কিন্তু দূর থেকে তখনো থাকিয়ে দেখলাম সে বিষন্ন দৃষ্টিতে দূরে কোথাও তাকিয়ে আছে। যাই হোক আমি ধীরে ধীরে আমার কর্মস্থলের দিকে এগিয়ে যেতে থাকলাম।
এই ছিল আমার আজকের আয়োজন, আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন এবং আপনাদের মূল্যবান সাপোর্ট সত্যিই প্রয়োজন।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।