আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই?
সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আসলে যখন থেকে ব্লুর্টে কাজ শুরু করেছে সত্যিই ভীষণ ভালো একটা অনুভূতি হচ্ছে। এছাড়াও এই কমিটিতে মোটামুটি সবাই আমার ভীষণ পরিচিত মানুষ তাই এখানে কাজ করতে ভীষণ স্বাচ্ছন্দ বোধ করছি। আমি এখানে নিয়মিত কাজ করার জন্য অঙ্গীকার করেছি এবং যেভাবেই হোক আমার কাজের ধারাবাহিকতা বজায় রাখবো।
আমি আজকে আবারো চমৎকার কিছু কচুরিপানা ফুলের ছবি নিয়ে হাজির হলাম। সত্যি বলতে এই ফুলটি ভীষণ অবহেলিত কিন্তু এর সৌন্দর্য চোখ জুড়ানো।
আসলে যে যাই বলুক আমি ফুল ভীষণ ভালোবাসি এবং প্রতিনিয়ত ফুলের ছবি তোলার চেষ্টা করি। আমাদের এখানে পাশেই ছোট্ট একটি নদী রয়েছে আমি সেদিন নদীর ধারে ঘুরতে গিয়ে চমৎকার কিছু কচুরিপানা ফুলের ছবি সংগ্রহ করলাম। নিঃসন্দেহে এটা আমার ভীষণ ভালো লাগার মত কাজ।
বিধাতার সব সৃষ্টি সুন্দর এবং বৈচিত্র্যপূর্ণ। আমি যখনই এই ফুলটির দিকে তাকাই তখনই নতুন কিছু সৌন্দর্য চোখের সামনে ভেসে ওঠে। অজস্র কচিরাপানা ফুল যখন চোখের সামনে থাকে তখন বেশ ভালো একটা অনুভূতি হয়। আমি নদী ধারে বেশ খানিকটা সময় এই কচুরিপানা ফুলের সাথে কাটালাম, সত্যিই সময়টা ভীষণ ভালো কেটেছে।
এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আমার তোলা ছবিগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।