মোরগের সাথে সখ্যতা। || Affinity with the rooster.

in blurt-188398 •  14 days ago 
মোরগের সাথে সখ্যতা

BeautyPlus_20250316223359382_save.jpg

আমি ভীষণ ব্যস্ত মানুষ এবং এই ব্যস্ততার পাশাপাশি আমি বেশ কিছু পাখি পালন করে আসছি। আমার দুটি মুরগি, একটি মোরগ, এক ডজন কোয়েল পাখি এবং দুটো হাঁস রয়েছে। তাছাড়াও দু জোড়া কবুতর রয়েছে। আমি প্রতিনিয়ত তাদের দেখভাল করার চেষ্টা করি। মূলত সৌখিনতা থেকে আমি এই সমস্ত পাখি পালন করার চেষ্টা করে যাচ্ছি। সত্যি বলতে ওদের পালন করতে পেরে আমার নিজের কাছেও ভীষণ ভালো লাগে এবং আমি যখন মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্থ থাকি তখন পাখিগুলোর কাছে গেলে ভীষণ ভালো লাগে।

আমার ছেলে ইয়ান আমার পাখিগুলোকে ভীষণ পছন্দ করে এবং আমি মাঝে মাঝে তাদের ছাদের উপর ছেড়ে দেই। সেদিন হঠাৎ করেই মোরগটিকে যখন খাঁচা থেকে বের করলাম আমার ছেলে ইয়ান মোরগটিকে তার কোলে তুলে নেয়। আসলে এরকম দৃশ্য আমি প্রায়ই দেখতে পাই। আমার ছেলে যখনই ছাদে যায় তখনই মোরগটিকে সে আদর করতে চায় এবং মোরগটি স্বাচ্ছন্দে তার কোলে উঠে যায়। আসলে এই দৃশ্যটি দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমি আনন্দিত কারণ আমার পাখিগুলো দেখতে পেয়ে আমার বাচ্চারা ভীষণ খুশি হয় এবং মাঝে মাঝেই তাদের নিয়ে খেলায় মেতে ওঠে।

I am a very busy person and besides this busyness, I have been raising several birds. I have two chickens, a rooster, a dozen quails and two ducks. In addition, I have two pairs of pigeons. I try to take care of them constantly. I am trying to raise all these birds mainly out of hobby. To be honest, I also enjoy raising them very much and when I am mentally worried, I feel very happy to go to the birds.

My son Ian is very fond of my birds and I sometimes release them on the roof. That day, when I suddenly took the rooster out of the cage, my son Ian picked the rooster up in his lap. In fact, I often see such a scene. Whenever my son goes to the roof, he wants to pet the rooster and the rooster easily climbs into his lap. In fact, I really like to see this scene. I am happy because my children are very happy to see my birds and sometimes play with them.

BeautyPlus_20250316223457006_save.jpg

আমি আমার পাখিগুলোকে ফিড কিংবা কৃত্রিম খাবার দেই না। আমি তাদের গম, ভুসি, শাকসবজি ইত্যাদি খাবার দিয়ে থাকি। তারা প্রতিনিয়ত এই খাবারগুলো খেয়ে বড় হচ্ছে এবং আমি তাদের বৃদ্ধি দেখে ভীষণ আনন্দিত হই।

I don't feed my birds any feed or artificial food. I feed them wheat, bran, vegetables, etc. They are constantly growing by eating these foods and I am very happy to see their growth.

BeautyPlus_20250316223553352_save.jpg

আরো একটি আনন্দের খবর হচ্ছে আমার দেশি মুরগিগুলো ইদানিং ডিম পাড়া শুরু করেছে। তারা মোটামুটি একটানা প্রায় প্রতিদিনই ডিম পেরে যাচ্ছে। এটা সত্যি ভীষণ আনন্দের একটা ব্যাপার। আমার বাচ্চারা এই সুস্বাদু এবং পুষ্টিকর দেশী ডিম খেতে পছন্দ করে। তাদের প্রতিনিয়ত এই ডিমগুলো খেতে দেওয়া হয়। যাইহোক এত ব্যস্ততার মাঝেও আমি আমার ছোট্ট খামারে কিছুটা হলেও সময় দেয়ার চেষ্টা করি। সত্যি বলতে এই কাজটিতে আমি ভীষণ আনন্দ পাই এবং আমার পরিবারের ডিমের চাহিদা পূরণ করতে পারছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আমার এই ছোট্ট খামারটি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি এবং আমার সন্তানদের ডিমের চাহিদা পূরণ করতে পারি।

Another good news is that my local chickens have started laying eggs recently. They are laying eggs almost continuously almost every day. This is really a matter of great joy. My children love to eat these delicious and nutritious local eggs. They are given these eggs every day. However, despite all this busyness, I try to spend some time on my small farm. Honestly, I find great joy in this work and I am able to fulfill the egg needs of my family. Please pray for me so that I can maintain my small farm well and fulfill the egg needs of my children.

যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মধ্যে জানাবেন।

Anyway, this was my plan for today. I hope you liked my post. If you liked it, then definitely let me know in the comments.

IMG-20250314-WA0060.jpg

IMG-20250314-WA0061.jpg

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprNwBZoigdjFeJnSKzvPg7WgCQfuvirgKNwdfP1zH9visNakn7aiz5tQ93srT63fEXq6osFuFWuKcx9VNzn41M9PSVdYmsbZ62yAkKE4W4NeZne2.png

ছোট্ট পরিসরে পরিচিতি

860bc18a-1fca-4b04-bf77-f6c09dd5a8dd~2.jpg

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprNwBZoigdjFeJnSKzvPg7WgCQfuvirgKNwdfP1zH9visNakn7aiz5tQ93srT63fEXq6osFuFWuKcx9VNzn41M9PSVdYmsbZ62yAkKE4W4NeZne2.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!