সৃষ্টিকর্তা প্রাণীদের প্রতি সদয় আচরণ করতে বলেছেন। জীবে দয়া করলে সৃষ্টিকর্তা তাকে দয়া করেন। কিন্তু একটা কথা বলতেই হচ্ছে আমরা দিন দিন পশুর থেকেও অধম হয়ে যাচ্ছি, কারন আমরা এখন আর প্রাণীদের প্রতি সদয় আচরণ করতে পারিনা। আমাদের হৃদয় ক্রমশ শক্ত এবং পাথুরে হয়ে যাচ্ছে। আমরা সুযোগ পেলেই প্রাণীদের হত্যাসহ আঘাত করে থাকি, যা অমানবিক আচরণে বহিঃপ্রকাশ।
কয়েকদিন আগে একটি ছোট্ট বিড়ালের বাচ্চা ঠান্ডায় কষ্ট পেয়ে আমাদের দরজার সামনের জুতার মধ্যে এসে আশ্রয় নিয়েছিল। তখন ভরপুর শীতকাল, স্পষ্ট বোঝা যাচ্ছিল সে শীতে কাতর হয়ে পরেছে। আসলে দৃশ্যটি দেখে আমার ভীষণ খারাপ লাগলো। তারাতাড়ি একটি মোটা কাপড়ের ব্যাবস্থা করে তাকে দিলাম যেন সে রাতটা ভালোভাবে কাটাতে পারে।
প্রথমে সে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পরে সে বুঝতে পারে আমি তাকে সাহায্য করতে চাইছি। সে ধীরে ধীরে এগিয়ে এসে গরম কাপড়ের উপর শুয়ে পরে। ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লাগলো এবং মন থেকে বেশ শান্তি পেলাম। পরবর্তী বেশ কদিন সে গরম কাপড়ের মধ্যেই এসে ঘুমিয়েছিল। যাইহোক এভাবেই চেষ্টা করেছি একটি বিড়ালকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে।
আশাকরি সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রাণীদের সেবা করার চেষ্টা করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।