Competitive football game between two villages.

in blurt-188398 •  last month 

Hello!!
My dear blurt friends,
I am @samadbro08 from Bangladesh
Today is Tuesday, October 22/2024


Assalamu Alaikum. Hope everyone is well. Today I will present to you a competitive football game between two villages.


Jugirgofa vs Maheshpur




dfg.jpg



Best Elephant Football Player

গ্রামপর্যায়ে এখন মৌসুম চলছে ফুটবলের খেলা । আর এই সিজনে সাধারণত গ্রামপর্যায়ে ফুটবল ম্যাচ বা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমাদের পাশে একটি গ্রাম চাঁদপুর। তারা একটি ফুটবল টুনামেন্ট এর আয়োজন করেছে। আর টুনামেন্টে অনেকগুলো দল অংশগ্রহণ করে থাকে। এই বার এই প্রতিযোগিতা করার জন্য আমাদের গ্রাম অংশগ্রহণ করেছে। আর আমাদের গ্রাম হল জুগিরগোফা। আর আমাদের গ্রামের সাথে খেলা ছিল মহেশপুর নামে আরেকটি গ্রামের। এই ছবিটা হচ্ছে আমাদের গ্রামের বেস্ট এলিফ্যান্ট ফুটবল প্লেয়ারের ছবি।

The season of football is now going on in the village. And during this season, football matches or competitions are usually organized at the village level. A village next to us is Chandpur. They organized a football tournament. And many teams participate in the tournament. This time our village participated in this competition. And our village is Jugirgofa. And another village called Maheshpur was playing with our village. This picture is the picture of the best elephant football player of our village.



IMG_20210917_162236.jpg



When the players of the two teams are together

খেলা শুরুর আগ মুহূর্তের ছবি। যখন মাঠের মধ্যে দুই টিমের খেলোয়ার দের মাঠে এভাবে দাঁড়িয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ তারা তাদের নিয়মকানুনগুলো বলে দিয়েছিল। এবং যাতে খেলার মধ্যে অবৈধ ধরনের ধাক্কা, মারামারি না হয়। সেই বিষয়গুলো তাদের বুঝিয়ে দিয়েছিল। ঠিক সেই মুহূর্তের ছবি এটি।

Photo of the moment before the start of the game. When the players of the two teams stood on the field like this, the village dignitaries told them the rules. And so that there is no illegal pushing, fighting in the game. Those things explained to them. This is the picture of that moment.


Shamsul Chacha in the role of coach



iop.jpg



As a coach

দুটি টিমের প্লেয়ারদের সাক্ষাৎ হওয়ার পর। এবার খেলা শুরুর আগ মুহূর্তে আমাদের গ্রামের বড় মুরুব্বি। বিশেষ করে শামসুল চাচা। তিনি আমাদের সকল প্লেয়ার দের একত্রিত করে এবং কিছু পরামর্শ ও কে কোথায় খেলবে এবং কি করবে সেই বিষয়টি বুঝিয়ে দেন অর্থাৎ একজন কোচের ভূমিকায় তিনি পালন করছিলেন। এবং সেই বিষয়গুলো তাদের সামনে উপস্থাপন করেছিল। আর এটি ঠিক সেই মুহূর্তেই ছবি।

After the meeting of the players of the two teams. This time, before the start of the game, the elder Murubbi of our village. Especially Uncle Shamsul. He brought all our players together and gave some advice and explained who would play where and what, i.e. he was playing the role of a coach. And presented those things before them. And this is the picture at that very moment.


Jugirgofa vs Maheshpur match starts



IMG_20210917_164915.jpg



A moment in the game

উপদেশ দেয়ার কিছুক্ষণের মধ্যে খেলা হয়ে যায় শুরু । বিশেষ করে মহেশপুর বনাম জুগিরগোফা। প্রথম বেশ ভালো খেলছিল আমাদের টিম। তবে হঠাৎ করে ডিফেন্সের একটি ভুলের কারণে প্রথম হাপে আমাদের টিমে জুগিরঘোফা একটি গোল খেয়ে যায়। এবং তার কিছুক্ষণ পর হাফ টাইম হয়ে যায়। তবে প্লেয়ারদের কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল প্রথম হাপে গোল খেয়ে জাবার জন্য। তারপরও আবার কোচে ভূমিকা এখানে আসেন চাচা তিনি তাদেরকে আরো ভালভাবে বোঝা। এবং তিনি আরো ভালো আইডিয়া দেন। প্রথম হাপে গোল খেয়েছি এতে করে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখনো খেলা অর্ধেক বাকি আছে। ভালো খেললে আমরাই জিতবো । এবং এরপর শুরু হয় দ্বিতীয় হাপ টাইমের খেলা। হাফটাইমের খেলা শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে আমাদের টিম আরো অধিক বেশি ভাল খেলতে শুরু করে। এবং তারা চমৎকারভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে মহেশপুরের দেওয়া প্রথম গোলটি পরিশোধ করে দেয়। এতে চারিদিকে দর্শকের মধ্যে এক আনন্দ বিরাজ করে। যে তারা এবার খুব ভালো খেলছিল বলে। দর্শকদের মধ্যে এমন উত্তেজনা দেখে জুগিরগোফা টিমের খেলোয়াররা আরো অত্যাধিক ভালো খেলতে থাকে। এবং খেলার একপর্যায়ে তারা একতরফা করে নেয় এবং তারা খুবই ভালো খেলছিল এবং লাস্ট পর্যায় যখন আর মিনিট চারেক বাকি ছিল ঠিক সেই মুহূর্তে জুগিরগোফা টিম আরেকটি গোল করে দেয়। তখন খেলা সমতা দাঁড়ায় মহেশপুর ১ এবং জুগিরগোফা টিম 2 এবং এরপর আর মিনিট চারেক খেলা বাকি থাকে। ৪ মিনিট খেলার পর এবার ফাইনাল হুইসেল বাজিয়ে দেয় রেফারি। তখন জুগিরগোফা ২ vs ১ গোলে বিজয়ী হয়ে যায়। আর এভাবে খেলাটি শেষ হয়।

After giving advice, the game starts. Especially Maheshpur v. Jugirgofa. Our team was playing very well at first. But suddenly, due to a mistake by the defense, Zugirghofa conceded a goal to our team in the first half. And after a while it was half time. However, the players were a bit too weak to concede a goal in the first half. Yet again the role of the coach came here uncle he understood them better. And he gives better ideas. Having scored in the first half, there is no reason to be disappointed. There is still half of the game left. If we play well, we will win. And then the second half time game begins. Within five minutes of halftime, our team started playing more and more well. And they brilliantly paid off Maheshpur's first goal within five to six minutes. There was a joy in the audience all around. That they were playing very well this time. Seeing such excitement in the audience, the players of the Zugirgofa team continued to play even better. And at one stage of the game they took it one sided and they were playing very well and in the last stage when there were four minutes left, the Džugirgofa team scored another goal. Then Maheshpur 1 and Jugirgofa team 2 tied the game and then four minutes were left to play. After 4 minutes of play, the referee blew the final whistle. Then Zugirgofa won 2 vs 1. And thus the game ends.


At the end of the game, the excitement of the audience on the field.



sdfg.jpg



The excitement of the audience in the field.

জুগিরগোফা টিম খুব ভালো খেলে বিজয় হয়েছে বলে মাঠে দর্শকের খুব উত্তেজিত হয়ে পড়ে ।এবং ফাইনাল হইছেল দেওয়া সাথে সাথে মাঠে চারিদিক থেকে সকল দর্শক তাদেরকে অভিনন্দন জানানোর জন্য মাঠে প্রবেশ করে। এবং তাদেরকে মাথায় তুলে নাচতে শুরু করে। এটা দেখার মত একটা দৃশ্য ছিল। আসলে আমি খুবই ভালভাবে খেলাটি দেখে আনন্দ উপভোগ করেছি। যারা মাঠে গিয়ে এমন খেলা দেখে তারা বুঝবে খেলা দেখার মজা এবং আনন্দ ও উত্তেজনার বিষয়টি কেমন পর্যায়ে হয়ে থাকে। প্রথম পর্যায়ের যখন গোল খেয়ে গেছিলাম তখন ভেতরে একটু দুরুদুরু ভাবছিল। তবে যখনই দ্বিতীয় ধাপে গোল পরিষদ করে। আবার আরেকটি গোল করে টিম লিড নিয়ে থাকে তখন ভেতরে একটা অন্য রকমের এক্সাইটমেন্ট বিরাজ করছিল। যেটি বলে বোঝানোর মত নয়। তারপরও আমি চেষ্টা করেছি পুরো খেলার বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।

The Zugirgofa team played very well and the crowd in the field was very excited for the victory. And as soon as the final was over, all the spectators from around the field entered the field to congratulate them. And started dancing on their heads. It was a sight to behold. Actually I enjoyed watching the game very well. Those who go to the field and watch such games will understand the level of fun and joy and excitement of watching the game. When I scored a goal in the first stage, I was feeling a little rough inside. However, whenever the council scores in the second phase. When the team took the lead by scoring another goal, there was a different kind of excitement inside. Which is not to say. Still I have tried to present the entire game to you.



IMG_20240831_094639.jpg

Picture of myself

My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!