My diary and all daily activities

in blurt-188398 •  3 months ago 

Hello .. !!
My dear Blurt friends,
I am @samadbro08 from Bangladesh



Assalamu Alaikum. Community members. Hope everybody is well. Today I am going to present to you my diary and all daily activities. Let's get started.

IMG_20241019_103430.jpg

Today I will share with you something about Kalai. You know we eat it as dal. Kale is believed to have many nutritional properties and percent deficiency is filled by this kala. Today, when I go to the field, I see one of the blacks doing this. Hey friend, uncle planted these kala trees on the sheep, they grew big and got colorful flowers. All the freedom we eat as down. A lot of vitamins are available during the time. About three months after planting, the kalai are fully ripe and they are brought home and processed. Kala prices are very high in today's ka bazaar especially per kg kaala is sold at around Tk 120 to 30 per kg which seems to be the amount from which he will get about 5 to 6 maunds of kalai.

আজ আমি আপনাদের সাথে কালাই সম্পর্কে কিছু কথা শেয়ার করব। জানো তো আমরা ডাল হিসেবে খেয়ে থাকি। কালের অনেক পুষ্টিগুণ বিশ্বাস করে শতকরার ঘাটতি এই কালার দ্বারা পূরণ করা হয়। আজ আমি যখন মাঠে যাই ঠিক সেই সময় দেখি এক উপরে কালা এরকম করেছে। আরে পরিচিত চাচাতো আর ভেড়ির উপরে এই কালায় গাছ রোপন করেছে তারা এগুলো বেশ বড় হয়েছে এবং কালারফুল ধরেছে কালাই ফুল হলুদ রঙের হয় এবং ফুল আসার ১০ থেকে ১৫ দিন পরে কালা কেন ভাবে ধরে থাকে। সবাইকে স্বাধীনতা আমরা ডাউন হিসেবে খেয়ে থাকি কালের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন পাওয়া যায় রোপন করার প্রায় তিন মাস পর কালাই পরিপূর্ণভাবে হয়ে পেকে সেগুলো বাড়িতে এনে ধারায় করা হয়। বর্তমান সময়ের কা বাজারে কালার মূল্য অনেক বিশেষ করে প্রতি কেজি কালাহে প্রায় ১২০ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হয় যে পরিমাণ করেছে মনে হচ্ছে যেখান থেকে সে প্রায় ৫ থেকে ৬ মন কালাই পাবে।

IMG_20241019_153720.jpg
This is a picture of a paddy field. This photo was taken from the side while I was eating my rice this afternoon. The rice paddies are almost mature especially the paddy and almost a grain of rice has started emerging from each paddy. The ends will look very beautiful. All the ends come out together and create a very beautiful environment. It looks like a very beautiful and pleasant environment. It is about 2 months to plant this paddy, 2 months and only one month and after only one month, the paddies will be almost full and ready to be harvested, but there is a problem here. So much water has accumulated. It seems that paddy planting will not happen this time because if the paddy procession is not possible, a lot of money will be lost here because the price of the paddy field will be BCD for the cow, but if the water is tied to the end of the paddy then it will not be sold, only the paddy heads will be sold at home. must brin.
এটি হলো ধান ক্ষেতে ছবি। আজ বিকালে আমি যখন আমার ধান খেতে যাই, ঠিক সেই সময় ধান খেতে পাশ থেকে এই ছবিটি তোলা হয়েছে। ধানগুলোর প্রায় পরিপক্ক বিশেষ করে ধানে প্রায় ধরে এসেছে এবং তার প্রতিটি ধানের থেকে প্রায় ধানের শীষ বের হতে শুরু করেছে। শেষ গুলো দেখতে বেশ সুন্দর লাগবে সবগুলো শেষ একসাথে বের হয়ে একটা দারুন সুন্দর পরিবেশ তৈরি করেছে দেখতে বেশ সুন্দর ও মনোরম পরিবেশের মত লাগছে। এই ধান রোপন করা প্রায় ২ মাস হল ২ মাস আর মাত্র একমাস আর একমাত্র মাসের পর ধানগুলো প্রায় পরিপূর্ণ হয়ে যাবে এবং কাটার উপযুক্ত হয়ে যাবে তবে এখানে একটা সমস্যা আছে ধান খেতে এখনো অনেক বছর পরিমাণ পানি জমাট বেঁধে আছে কারনে বছর পর দিয়ে পরিমাণ বৃষ্টি হয়েছে এর জন্য তো পরিমাণ পানি জমে আছে। দেখে মনে হচ্ছে যে ধনের বিচি পাড়া এবার হবে না কারণ ধানের মিছিলে যদি না পারে এখানে অনেক টাকা লস হয়ে যাবে কারণ ধানের বীথিতে পরিমাণ দাম যে গরুর জন্য বিসিডি করবো তবে যদি পান শেষ পর্যন্ত পানি বেধে থাকে তাহলে বিক্রি করা হবে না শুধুমাত্র ধনের মাথা ধানগুলো ঘরে আনতে হবে।

IMG_20241019_170834.jpg
This is a picture of the sunset in the afternoon when the sun is about to set. This picture was taken just before the sun set. It was a beautiful and pleasant atmosphere all day today but the atmosphere was even more beautiful in the afternoon. This picture was taken when I was leaving the field for home. I like to walk in a pleasant environment. I go to see them every afternoon after drinking. This photo was taken just as the sun was rising and setting. Anyway how amazing was the atmosphere today I had a good day today quiet calm not that hot so the atmosphere was quite chilly anyway I had a good day and spent time between work.

এটি হলো সেই বিকেলের সূর্য অস্ত যাওয়ার একটা ছবি সূর্য যখন প্রায় ডুবে যাওয়ার অবস্থায় ঠিক সেই সময় সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তে এই ছবিটি তোলা হয়েছে বেশ সুন্দর ও মনোরম পরিবেশ ছিল আজকে এর সারাটা দিন তবে বিকেলের দিকে পরিবেশটা আরো অনেক সুন্দর ছিল। মাঠ থেকে যখন আমি বাসার দিকে রওনা হয় আসার জন্য ঠিক সেই সময় এই ছবিটি তোলা হয়েছে মনোরম পরিবেশে আমার হাঁটতে বেশ ভালো লাগে বিশেষ করে প্রতিদিন বিকেল টাইমে পান খেয়ে পুকুরপাড় এগুলো এগুলো দেখতে যায় তাই সেই রুটিন অনুযায়ী আজও গিয়েছিলাম গিয়ে সেগুলো দেখে আসার পথে দেখি এমন সুন্দর হয়ে আছে সূর্য উঠে ঠিক সেই সময় সূর্য ডুবে যাওয়ার অবস্থা এই ছবিটি তোলা হয়েছে। যাই হোক আজকের পরিবেশটা কেমন মুগ্ধকর ছিল আজকের দিনটা আমার বেশ ভাল গেছে নিরিবিলি শান্ত তেমন একটা গরম পড়ে নাই তাই পরিবেশ বেশ ঠান্ডা ছিল যা হোক আমার কাছে দিনটি বেশ পার করেছি এবং কর্মব্যস্ততার মাঝে সময় কাটিয়েছি।


IMG_20240831_094639.jpg

Picture of myself

My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!