My daily activities on travel

in blurt-188398 •  3 months ago 

Hello .. !!
My dear Blurt friends,
I am @samadbro08 from Bangladesh



Assalamu Alaikum. Community members. Hope everybody is well. Today I am going to present to you my diary and all daily activities. Let's get started.

Picture of Coconut garden

This is a picture of a coconut garden. Hey Coconut Garden is behind my house. This morning when I woke up. After getting up, he goes to the side of this garden to brush his teeth. Then this picture was taken. The trees are quite old and many years old. The garden is said to belong to my grandfather's time. It is very old. It can be called a zamindar garden. The fruits that grow in this garden are eaten by our local people. And they see and hear it. The garden is quite large, there are many trees here. The trees are very tall and very beautiful

এটি একটি নারকেল বাগানের ছবি। আরে নারিকেল বাগান আমার বাড়ির পিছনে। আজ সকালে যখন ঘুম ভাঙল। ঘুম থেকে ওঠার পর সে এই বাগানের পাশে দাঁত মাজতে যায়। তারপর এই ছবি তোলা হয়। গাছগুলো বেশ পুরনো এবং বহু বছরের পুরনো। বাগানটি আমার দাদার আমলের বলে জানা যায়। এটা অনেক পুরানো। একে জমিদার বাগান বলা যেতে পারে। এই বাগানে যে ফল হয় তা আমাদের স্থানীয় লোকেরা খায়। এবং তারা তা দেখে এবং শুনে। বাগানটা বেশ বড়, এখানে অনেক গাছ আছে। গাছগুলো অনেক লম্বা এবং খুব সুন্দর

ghj.jpg

For the madrasa, a brick donation box is being built above the village market

Recently a madrasa has been built in our village. And for the donation collection of that madrasa, several people of the village have taken initiative to make a big size donation box out of the village market. And after taking that initiative, today he has called some mechanics for that work and started the work. And this is the time when the donation box was being made. This picture was taken then. This is the donation box of our village madrasa. The village madrasa can be further developed with money here. And for this this donation box is being made

সম্প্রতি আমাদের গ্রামে একটি মাদ্রাসা নির্মিত হয়েছে। আর ওই মাদ্রাসার দান সংগ্রহের জন্য গ্রামের বেশ কয়েকজন মিলে গ্রামের বাজার থেকে বড় আকারের দানবাক্স তৈরির উদ্যোগ নিয়েছেন। আর সেই উদ্যোগ নেওয়ার পর আজ তিনি ওই কাজের জন্য কয়েকজন মেকানিকে ডেকে কাজ শুরু করেছেন। আর এই সময়েই দানবাক্স তৈরি করা হচ্ছিল। এই ছবিটি তখন তোলা। এটা আমাদের গ্রামের মাদ্রাসার দান বাক্স। এখানে টাকা দিয়ে গ্রামের মাদ্রাসার আরও উন্নয়ন করা যায়। আর এ জন্য তৈরি করা হচ্ছে এই দানবাক্স।
kkk.jpgklkl.jpg

Picture of Banana garden

This is a picture of a banana orchard. And this orchard is my uncle. Today I went to the banana garden. To buy and bring some bananas to this orchard. Especially bananas are sold from here. I went to this garden to collect bananas. So that I can take a good looking banana from this garden. Bananas are available here very cheaply, especially if the price of multiple bananas is around 400 rupees. From here I bought bananas for my home. And this is the picture of the banana garden. From where quite good quality bananas are available here .

এটি একটি কলা বাগানের ছবি। আর এই বাগান আমার মামার। আজ কলা বাগানে গিয়েছিলাম। এই বাগানে কিছু কলা কিনে আনতে। বিশেষ করে এখান থেকে কলা বিক্রি হয়। এই বাগানে গিয়েছিলাম কলা সংগ্রহ করতে। যাতে আমি এই বাগান থেকে একটি সুন্দর কলা নিতে পারি। এখানে খুব সস্তায় কলা পাওয়া যায়, বিশেষ করে যদি একাধিক কলার দাম হয় 400 টাকার কাছাকাছি। এখান থেকে আমি আমার বাড়ির জন্য কলা কিনেছি। আর এই কলা বাগানের চিত্র। যেখান থেকে এখানে বেশ ভালো মানের কলা পাওয়া যায়।


mm.jpg

Picture of village road

This is our village road. Pictures of our village streets taken just before dusk. I usually go for a walk in the afternoon. I took a picture of the road while walking on the street. I like to hang out. Especially in the afternoon time, when walking around the body has good fitness. And that's why I do this all the time. Moreover, the village roads are quite good. Because there are not many cars coming and going here. For which there is a lot of peace. It feels good to walk on the village streets.

এটা আমাদের গ্রামের রাস্তা। সন্ধ্যার আগে তোলা আমাদের গ্রামের রাস্তার ছবি। আমি সাধারণত বিকেলে হাঁটতে যাই। রাস্তায় হাঁটতে হাঁটতে রাস্তার ছবি তুললাম। আমি আড্ডা দিতে পছন্দ করি। বিশেষ করে বিকেলের সময়টাতে হাঁটলে শরীর ভালো থাকে। আর সেজন্যই আমি সব সময় এটা করি। তাছাড়া গ্রামের রাস্তাঘাটও বেশ ভালো। কারণ এখানে খুব বেশি গাড়ি আসা-যাওয়া নেই। যার জন্য অনেক শান্তি। গ্রামের রাস্তায় হাঁটতে ভালোই লাগে।

IMG_20240831_094639.jpg

Picture of myself

My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!