Bengali drama reviewed Bandhu Amra three

in blurt-188398 •  last month 

Hello .. !!
My dear Blurt friends,
I am @samadbro08 from Bangladesh



Assalamu Alaikum. Community members. Hope everybody is well. Today I will review a Bengali drama among you. The name of the Bengali drama I reviewed is "Bandhu Amra three".

🎥"বন্ধু আমরা তিনজন "🎥


Screenshot_20211201-202220.png

স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে

গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ


|নাটকের নাম| বন্ধু আমরা তিনজন। |
|---|---|
পরিচালক| শামীম জামান। |
অভিনয় |মোশাররফ করিম, আ খো মো হাসান, শামীম জামান, অহনা,। |
দৈর্ঘ্য | ৪১ মিনিট। |
ভাষা |বাংলা। |
মুক্তির তারিখ |২৫.০২.২০১৬ইং।|

Name of the playWe are three friends.
DirectorShamim Zaman
ActingMosharraf Karim, A Kho Mo Hasan, Shamim Zaman, Ahana,.
Length41 minutes.
LanguageBengali.

Release Date: 25.02.2016


নাটকের সারসংক্ষেপঃ


Screenshot_20211201-201101.png


এই নাটকটি একটি হাসির নাটক। নাটকটিতে যে বন্ধু তিন জনের কথা বলা হয়েছে তারা তিনজন হচ্ছে শারীরিক প্রতিবন্ধী। নাটকে একজন হলো বোবা, কালা, আর একজনের কন্ঠ বাচ্চাদের মত। বোবা চরিত্রে অভিনয়কারী শামীম জাহান, আর কালা চরিত্রে অভিনয় করে মোশারফ করিম এবং বাচ্চা চরিত্রে অভিনয় করে আ খো মো হাসান। নাটকের শুরুতে দেখা যায় যে বোবা চরিত্রে অভিনয়কারী শামীম জাহান আর কালা চরিত্রে অভিনয়কারী মোশারফ করিম এক জায়গায় বসে দুজন হাসাহাসি করছে, পরে দেখা যায় আরেকজন এসে যখন জিজ্ঞেস করো কেন তুমি হাসাহাসি করছো তখন সে জানায় বোবা চুটকি বলে আর এর জন্য আমি হাসাহাসি করছি। তখন সে একটু বিরক্ত হয়। এবং বলে বোবা কথা বলতে পারেনা তার কাছ থেকে তুমি চুটকি শোনো কেমন করে। তখন সে বলে আমি বুঝি কারণ সে আমার বন্ধু।

This drama is a laugh drama. The three friends in the play are physically challenged. In the drama, one is dumb, black, and the other has a childlike voice. Shamim Jahan played the role of Boba, while Musharraf Karim played the role of Kaala and A Kho Mo Haasan played the role of the child. In the beginning of the play, it is seen that Shamim Jahan who plays the role of dumb and Musharraf Karim who plays the role of Kala are sitting together and laughing, later it is seen that when another person comes and asks why you are laughing, he says dumb chutki and that's why I am laughing. Then he got a little annoyed. And how can you hear a peep from a dumb person who can't talk. Then he says I understand because he is my friend.


Screenshot_20211201-201515.png


এবার পরের দৃশ্য দেখে যে তারা তিন বন্ধু একটি জায়গায় বসে গল্প গুজব করছে বিশেষ করে যে বোবা আছে সে একটি গল্প বলছে, আর পাশে বসা কালা তার কথা শুনে হাসতে তখনই আরেকটি বন্ধু জিজ্ঞেস করছিল কী বলে আমি তো কিছু বুঝিনা, তুই আমাকে একটু বোঝা বল তখন সে শুধু হাসি এই নিয়ে তাদের মধ্যে অনেকক্ষণ যাবত কথাবার্তা হয়। তবে একসময় বাচ্চাদের মতো যে ছিল সে কিছু বুঝতে না পেরে সেখান থেকে চলে যায়।

Now the next scene sees that three friends are sitting in one place gossiping especially the one who is dumb is telling a story, and Kala sitting next to him is laughing and another friend is asking what is he saying I don't understand anything, you tell me a little bit. He just smiled and they talked for a long time. But he who was once like a child goes away without understanding anything.


Screenshot_20211201-201746.png


এবার দেখা যায় এই তিন বন্ধু চায়না নামের একটি মেয়েকে ভালোবাসে। তবে তারা আলাদা আলাদা ভাবে মেয়েটিকে প্রস্তাব দেয়। প্রথমে দেখা যায় বাচ্চাদের মত গলা যার সে প্রথমে এসেই চায়নাকে প্রেমের আফার দেয়। এরপর মেয়েটিকে কালা যে আছে সে একবার বিয়ের অফার দেয়। আবার বোবা যে আছে সেও একবার অফার দেয়। কিন্তু মেয়েটির রাজি হয়না। তবে তারা আলাদা ভাবে মেয়েটিকে প্রেমের অফার দিয়েছে। বিষয়টি তারা তিনজনই জানেনা।

Now it is seen that these three friends love a girl named China. But they propose the girl separately. First seen is the childlike voice that he first offers love to Chyna. Then the girl who has black hair offers marriage once. Again the one who is dumb also offers once. But the girl did not agree. But they separately offered love to the girl. All three of them do not know this.


Screenshot_20211201-201938.png


তবে একসময় দেখা যায় চায়না নামে যে মেয়েটা আছে সে মেয়েটির অন্য আরেক জায়গায় বিয়ে ঠিক হয়ে যায়। তখন তারা তিন বন্ধু একসাথে বসে এবং বসে একে অন্যের ভালোবাসার কথা বলে তখন তারা দেখেছে সবাই সেই মেয়েটিকে ভালোবাসে। তখন তাদের মধ্যে একটা ঝগড়া লেগে যায়।

But once it is seen that the girl named China gets married in another place. Then they three friends sit together and talk about their love for each other when they see that everyone loves that girl. Then a fight broke out between them.


Screenshot_20211201-202009.png


পরের দৃশ্য দেখি যে মেয়েটির বিবাহ ঠিক হয়ে গেছে। এবং মেয়েটির বিবাহ ঠিক হয়ে গেছে অন্য একটি ছেলের সঙ্গে, ঠিক সেই মুহূর্তে মেয়েটি বিবাহ হবে তখনই দেখা যায়। বিয়ের মন্ডলের পুলিশ আসে, পুলিশ এসে বলে যে আপনারা যে ছেলের সাথে মেয়ের বিয়ে ঠিক করেছে, এই মানুষটি হলো একজন দাগি আসামি। নাম পরিবর্তন করে আপনাদের গ্রামে বিয়ে করতে এসেছে এবং পুলিশে তাকে ধরে নিয়ে যায়।

The next scene shows that the girl's marriage is fixed. And the marriage of the girl is fixed with another boy, the moment the girl is to be married is seen. The police of the marriage hall comes, the police come and say that the boy with whom you have arranged the marriage of the girl, this man is a tainted accused. He changed his name and came to get married in your village and was arrested by the police.


Screenshot_20211201-202129.png


পুলিশ বরকে ধরে নেয়ার পর দেখা যায় বিবাহ ভেঙে যায়। তখন মেয়ের বাবা বলতে থাকে কে আমার মেয়েকে বিয়ে করবে। ঠিক সেই সময় প্রথমে কালা যে বন্ধু সে আসে এবং এসে বলে আমি বিয়ে করবো কিন্তু দেখা যায় পরক্ষণে তিনজন বন্ধু এসে বলে যে আমি বিয়ে করবো। তবে মেয়ের বাবা বলে তোমাদের মধ্যে যেকোনো একজনকে বিয়ে করতে হবে। তখন তারা একে অন্যের দিকে তাকায় এবং সিদ্ধান্ত নেয়।

The marriage broke up after the police caught the groom. Then the girl's father started saying who will marry my daughter. At that time the first friend who is Kala comes and says I will get married but then three friends come and say that I will get married. But the girl's father says that any one of you should marry. Then they look at each other and decide.


Screenshot_20211201-202123.png


তখন তারা তিনজন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা কেউ বিয়ে করতে পারবে না। কারণ হিসেবে তারা বলে আমরা তিনজন বন্ধু ওকে পছন্দ করি। একজন যদি বিয়ে করে তাহলে আর একজন কষ্ট পাবে। তাই আমরা কেউ তাকে বিয়ে করতে পারবে না।

Then the three of them decide that none of them can get married. Because they say we three friends like him. If one gets married, the other will suffer. So none of us can marry him.


Screenshot_20211201-202155.png


এরপর দেখা যায় তারা তিন বন্ধু সেখান থেকে চলে যায় এবং তারা আগের মতো একে অন্যের সাথে হাসি তামাশা করতে করতে গ্রামের রাস্তায় আনন্দ করতে থাকে। আর এভাবে নাটকের পরিসমাপ্তি ঘটে।

After that the three friends are seen leaving and they are enjoying the streets of the village laughing and joking with each other as before. And thus the play ends.


ব্যক্তিগত মতামতঃ


আমার মতামত অনুযায়ী নাটকটি প্রথম থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত পুরোটাই হাসির। তবে নাটকটির মধ্যে একটা শিক্ষাও আছে। তিন বন্ধুর বন্ধন নাটকের মূল শিক্ষা। তারা তিন জন প্রতিবন্ধী হল একে অন্যকে চরম বিশ্বাস করে, সব সময় পাশে থাকে এবং তাদের মধ্যে দেখা যায় একটি মেয়েকে সবায় ভালোবাসে তবে তারা তাদের বন্ধুত্ব টিকে রাখার জন্য তারা তাকে ছেড়ে দেয়। আমার মতে যারা এখনো নাটকটি দেখেন নি তারা নাটকটি দেখতে পারেন । আসলে ভালো লাগবে। খুবই সুন্দরভাবে পরিচালক শামীম জামান নাটকটি ফুটিয়ে তুলেছেন।

In my opinion the play is laughable from start to finish. But there is a lesson in the play. Bond of three friends is the main lesson of the play. They are three disabled people who trust each other deeply, are always there for each other and there is one girl they love the most but they give her up in order to keep their friendship. According to me, those who have not seen the drama can watch the drama. Really like it. Director Shamim Zaman has portrayed the play very beautifully.


IMG_20240831_094639.jpg

Picture of myself

My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!