A few moments on a rainy day

in blurt-188398 •  3 months ago 

IMG_20240914_174435.jpg

Hello .. !!
My dear Blurt friends,
I am @samadbro08 from Bangladesh
Today is Thursday , September 26/2024

Assalamu Alaikum. Blurt Community members. Hope everybody is well. Today I am going to present to you A few moments of a rainy day. Let's get started.

IMG_20240914_174435.jpg
Our region has been receiving a lot of rain for the past three days. No time to go out in the rain. I am sharing with you some rain wet pictures even in this lazy time. This is the first picture, this picture was taken while I was in school.

গত তিন দিন যাবত আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে বেরোনোর সময় হচ্ছে না। এই অলস সময়ের মধ্যেও বৃষ্টি ভেজা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে প্রথম ছবি, স্কুল বসেছিলাম ঠিক সেই সময় এই ছবিটি তোলা হয়েছে।
IMG_20240916_100542.jpg

This picture was taken from inside the village union parishad. In the afternoon time of the Union Parishad when the light rain was decreasing. At that time I went for a walk near the council. I went and saw that there was a lot of rain and I captured the scene of the place through this picture.

এই ছবিটা তোলা হয়েছে গ্রামের ইউনিয়ন পরিষদের ভেতর থেকে। ইউনিয়ন পরিষদের বিকেল টাইমে যখন হালকা বৃষ্টি কম হছিল। ঠিক সেই সময়ে পরিষদের পাশে বেড়াতে গিয়েছিলাম। গিয়ে দেখি সেখানেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং জায়গাটির অবস্থা কেমন ছিল তারই দৃশ্য এই ছবিটির মাধ্যমে ধারণ করেছি।

IMG_20240916_103117.jpg

This is a picture of a pond. There has been so much rain in the pond. The pond is full of water and is sinking. The condition of the pond is due to heavy rains. Anyway this photo was taken right when I went to the pond. Don't bat around it, the fish can escape from here. Anyway, rainy day conditions are very bad. No work, just sitting around all day.

এটি হলো একটা পুকুরের ছবি। পুকুরে এত পরিমান বৃষ্টি হয়েছে। যে পুকুর পানি পরিপূর্ণ হয়ে ভাটিয়ে যাবার অবস্থায়। অতি বৃষ্টির কারণে এই অবস্থা হয়েছে পুকুরের। যাইহোক আমি যখন পুকুর পাড়ে যাই ঠিক সেই সময় এই ছবিটি তোলা হয়েছে। এর চারিপাশে ব্যাট দেবে না এখান থেকে মাছগুলো বেরিয়ে যেতে পারে। যাই হোক বৃষ্টির দিনের অবস্থা খুবই খারাপ। কোন কাজ কাম নেই সারাদিন শুধু অলসতা করে বসে থাকা।

IMG_20240916_103123.jpg

This is the village street picture. I was out on the road just as the rain stopped a bit. This photo was taken right after the rain when I was walking out. Hands felt pretty good after sitting idly all day when the rain stopped.
এটি হলো গ্রামের রাস্তা ছবি। বৃষ্টি যখন কিছুটা থেমেছিল ঠিক সেই সময় আমি রাস্তায় বেরিয়ে ছিলাম। বেরিয়ে যখন হাঁটতে থাকি ঠিক সেই সময় বৃষ্টির পরে তোলা এই ছবিটি। সারাদিন অলসতা ভাবে বসে থাকার যখন বৃষ্টি থামে তখন হাত বেশ ভালই লাগছিল।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Bro your post is very nice thanks for sharing with us rain