If you go for a tour, you will definitely see how beautiful the nature is. Along with the beautiful nature, we understand that taking pictures of some beautiful scenery is very beautiful and very good for us. What are these enemy scenes we usually capture beautifully and photograph them beautifully. We like beautiful afternoon view but if we want to see differently then we must see afternoon pictures. In the morning I looked at the flowers of the pumpkin plant that we cultivated and it looked very beautiful, so I waited for a while and then I thought about something.
Beautiful photography of afternoon tea and different types of flowers bro we all know this and we all love such photography. The only reason if like is the red part of the sun and give our mind a different kind of fun. We love seeing these photographs. I thought I would photograph this flower today, so after some time I tore the flower and took it. I could not live without the flower, but I realized that the flower is a torn house. It looked very beautiful, I sat with the flower in my hand for a while and then took some photographs with my phone. I hope you will like it.
যদি আপনি ঘুরতে যান তাহলে অবশ্যই আপনি দেখতে পারবেন কত সুন্দর প্রকৃতি। সুন্দর প্রকৃতির পাশাপাশি আমরা বুঝি কিছু সুন্দর দৃশ্যের ছবি তুলে তাহলে খুব সুন্দর হয় এবং আমাদের জন্য খুবই ভালো হয়। এই শত্রু কি কি দৃশ্য আমরা সাধারণত সুন্দরভাবে তুলে থাকি এবং সুন্দরভাবে এগুলো দৃশ্যমান ফটোগ্রাফি করি। ভালো লাগে বিকেল বেলা সুন্দর দৃশ্য আমাদের কাছে কিন্তু যদি আমরা অন্যভাবে দেখতে চাই তাহলে অবশ্যই আমাদের দেখতে হবে বিকেল বেলার ছবি। সকালবেলা নিজেদের চাষ করা কুমড়ো গাছের ফুলের দিকে তাকালাম দেখে খুবই সুন্দর দেখাচ্ছে তাই কিছুক্ষণ অপেক্ষা করলাম এরপর কিছু চিন্তা করলাম।
বিকেল বেলা কচুরিপানা এবং বিভিন্ন প্রকার ফুলের সুন্দর ফটোগ্রাফি ভাই এটা আমরা সবাই জানি এবং এরকম ফটোগ্রাফি আমাদের সবারই পছন্দের। পছন্দ হলে একমাত্র কারণ হচ্ছে সূর্যের লাল অংশ এবং আমাদের মনকে অন্যরকম মজা আনন্দে এনে দে। এসব ফটোগ্রাফি দেখলে আমাদের খুবই ভালো লাগে। ভাবলাম আজকে এই ফুলের ফটোগ্রাফি করবো তাই কিছু সময় পর সেই ফুলটাকে ছিঁড়ে হাতে নিলাম। ফুলটা ছাড়া আমার ঠিক হয়নি তবে আমি ফুলটা ছেঁড়া ঘর বুঝতে পারলাম। খুবই সুন্দর দেখাচ্ছিলো ফুলটা কিছুক্ষণ হাতে নিয়ে বসে থাকলাম এরপর ফোন দিয়ে কিছু ফটোগ্রাফি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে।
Sometimes we have to take the photography of the afternoon sun in a different way and present these photographs to you in a different way. It's a subject we love and love because we've always loved photography. It is very beautiful for us when we do these photography in the afternoon. But these photographs are usually beautiful in the afternoon, I took these photographs in the morning. These are very popular foods of our Bangladesh especially when winter days come we eat these foods in abundance.
These foods are very good food for everyone. We all love flowers, everyone likes to look at flowers, but flowers teach us another good lesson that we should never be proud of our beauty, flowers hide their beauty even after being beautiful. However, you may like afternoon photography because everyone likes these photography. This is the time photography is a little bad for us but most of the time photography is better in the afternoon.
কিছু সময় আমাদের বিকেলবেলা সূর্যের ফটোগ্রাফি অন্য রকম ভাবে তুলতে হয় এবং অন্যরকম ভাবে এসব ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করতে হয় । বিষয়ে আমাদের ভালো লাগে এবং ভালো লাগার মত একটি বিষয় এটি কারণ আমরা সবসময় ফটোগ্রাফি করতে ভালোবাসি। আমাদের জন্য খুবই সুন্দর হয় যখন ৌআমরা বিকেল বেলা এসব ফটোগ্রাফি করি। তবে এসব ফটোগ্রাফি সাধারণত বিকেলবেলা সুন্দর হয় আমি সকালবেলা এসব ফটোগ্রাফি করেছি। এসব আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় খাবার বিশেষ করে আমরা যখন শীতের দিন আসে এখন এই খাবারগুলো প্রচুর পরিমাণে খেয়ে থাকি।
সবার জন্য এই খাবার গুলো খুবই ভালো লাগার খাবার। ফুল আমরা সবাই ভালবাসি ফুল দেখতে সবাই পছন্দ করি কিন্তু ফুল আমাদেরকে একটা অন্যরকম ভালো শিক্ষা দেয় সেটা হচ্ছে আমরা কখনোই নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করবে না ফুল এত সুন্দর তার পরেও নিজের সৌন্দর্য লুকিয়ে রাখে। যাইহোক বিকেলবেলা ফটোগ্রাফি আপনাদের কাছে হয়তো ভালো লাগবে কারণ এসব ফটোগ্রাফি সবাই পছন্দ করে । এটা সময় ফটোগ্রাফি আমাদের জন্য একটু খারাপ হয় তবে বেশিরভাগ সময় ফটোগ্রাফি ভালো হয় বিকেল বেলা।
These pictures are very beautiful.
আপনার blurt এর পাওয়ার গুলো ফেলে না রেখে আমাদের ডেলিগেশন একাউন্টে ডেলিগেশন করতে পারেন। এটা করলে আমাদের সকলের জন্যই অনেক বেশি ভালো হবে।
আমাদের ডেলিগেশন একাউন্ট এর নাম @blurtspace
প্রত্যেক সপ্তাহে আপনার ডেলিগেশন অনুসারে রিওয়ার্ড আপনার একাউন্টে পৌঁছে যাবে।
আমি ডেলিগেশন দিতে চাই। কিন্তু কিভাবে দেবো।
https://blurt.blog/blurt-188398/@fizz.vai/5rfhyb-how-to-delegation-your-blurt
okk
আমি ডেলিগেশন দিয়েছি ৪ হাজার।