Mustard flowers and beautiful nature in the morning.

in blurt-188398 •  8 days ago 

flower is a popular flower and is very popular as a winter flower. Every season many people come from far away to see the mustard flower in the village where mustard flower is available. In fact when I picked this flower it was afternoon when I went for a walk with one of my younger brothers. But a flower that I like very much and like very much. Your time was not going, then I came home and slept for some time and bought some food from the store and played. Had biscuits and some shop food. Goes to the river to bathe in order to perform Zohr prayer. ![1000038473.jpg]()

1000038474.jpg
It would be nice to enjoy some time after taking a bath in the morning, but there is a lot of cold. I finished the Zohar prayer after taking bath. Now I finished my complete work after finishing work I came home. I sat at home for some time. Then I finished my work. Eyes fell on the field of beautiful mustard flowers. It seemed to me how beautiful the flowers are, I see them and come closer to see very beautiful flowers.
1000038475.jpg

1000038476.jpg
But if we enjoy it nicely and I am afternoon and nice for him it must be accepted. These flowers are abundantly seen in our country during winters and the farmers benefit a lot from this crop. After getting closer, I took a beautiful photograph of the mustard flower. Mustard flower photography is beautiful in the afternoon as you can see. Then we can profit from this vegetable and we can expect a lot of profit from this crop.

But now that it's winter time these crops have to be cultivated very carefully. If we want we can use this vegetable in different ways like when it is fruit we can use it as cow feed. Cows eat a lot of these foods. For example, if we see how beautifully bananas grow on a banana tree. We can never forget such a beautiful sight of mustard flowers.

সরিষা ফুল একটি জনপ্রিয় ফুল এবং শীতকালীন ফুল হিসেবে এটি খুবই জনপ্রিয়। প্রত্যেক মৌসুমে অনেক মানুষের সরিষা ফুল দেখতে অনেক দূর থেকে চলে আসে গ্রামে বা সরিষা ফুল পাওয়া যায় সেখানে আসলে এই ফুলটা আমি যখন তুলি তখন ছিল বিকেল বেলা আমি তখন ঘুরতে গিয়েছিলাম আমার এক ছোট ভাইয়ের সাথে। তবে আমার কাছে খুবই পছন্দের এবং খুবই ভালো লাগার একটি ফুল।তোদের সময় যাচ্ছিল না এরপর বাড়িতে এসে কিছু সময় শুয়ে থাকলাম এবং কিছু দোকানের খাবার কিনে নিয়ে এসে খেলাম। বিস্কুট খেয়েছি এবং কিছু দোকানের খাবার খেয়েছি। যোহরের নামাজ পড়ার উদ্দেশ্যে গোসল করার জন্য নদীতে যায়।

সকালবেলা গোসল শেষ করে সুন্দরভাবে কিছু সময় উপভোগ করি তাহলে ভালো লাগবে কিন্তু প্রচুর শীত পাওয়া যায়। গোসল শেষ করে জোহরের নামাজ শেষ করলাম। এবার আমি আমার সম্পূর্ণ কাজ শেষ করলাম কাজ শেষ হলে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে কিছু সময় বসে থাকলাম। এরপর আমি আমার কাজ শেষ করি।চোখ পড়ে গেল সুন্দর সরিষা ফুলের ক্ষেতের দিকে। মনে হচ্ছিল কত সুন্দর ফুল সেই ফুলগুলো আমি দেখি এবং কাছে যায় দেখে খুব সুন্দর ফুল।

তবে আমরা যদি সুন্দরভাবে ভোগ করি এবং আমি তার জন্য বিকেল বেলা এবং সুন্দর হয় এটা অবশ্যই মেনে নিতে হবে। শীতের সময় এই ফুলগুলো আমাদের দেশে প্রচুর পরিমাণে দেখা যায় এবং এই ফসল থেকে প্রচুর পরিমাণে লাভবান হয় কৃষক। কাছে যাওয়ার পর সরিষা ফুলের সুন্দর ফটোগ্রাফি করলাম। সরিষা ফুলের ফটোগ্রাফি বিকেল বেলা সুন্দর হয় যা দেখে আপনারা বুঝতে পারছেন।তাহলে আমরা এই সবজি থেকে লাভ করতে পারবে এবং এই ফসল থেকে আমরা প্রচুর পরিমাণে লাভ আশা করতে পারি।

তবে এখন যেহেতু শীতের সময় এই ফসলগুলো খুবই আপনার সহকারে যত্ন নিয়ে চাষ করতে হবে। আমরা চাইলে এই সবজিটাকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি যেমন যখন এটি ফলমান হবে তখন এটি গরুর খাবার হিসেবে ব্যবহার করতে পারি। গরু এই খাবারগুলো প্রচুর পরিমাণে খেয়ে থাকে।যেমন আমরা যদি দেখি কলা গাছে কত সুন্দর ভাবে কলা তৈরি হয়।সরিষা ফুলের এরকম সুন্দর দৃশ্য আমরা কখনোই ভুলতে পারিনা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  7 days ago  ·  

Wow this is a great post you Have shared. Thanks for sharing.