If we can sell and travel after a hundred hardships, our mind will surely be good and we will be very happy to see such good times. In the afternoon the heat of the day subsides, and there is a kind of calmness in the air. But there is a different feeling in the mind during the afternoon. Kerala Lottery is a time that is very important to all of us. But if we spend the afternoon in a different way then it is a beautiful thing for us.
The best part of enjoying our afternoon is hanging out together. But if we move around in the afternoon, our body and friends are good. In the afternoon of taking nice pictures, we will all go around from the pictures. I will leave some memories of love in some places. This time the war looks pretty good when you go home and see some cute kids. Just as the child walked away, his mother called him. Animals call them with the sound of birds. But our cows are calm.
If you can you will definitely see some goats doing something. There is a cow that is very mischievous, when we go to feed it, it spoils the food and comes towards us. But the age of the cow is two years now. A special room is kept in our house for rearing cows. Part nature teaches us to live differently and we can learn a lot in life. We like how beautiful the river looks.
এত সুন্দর ভাবে কেটে যায় যদি আমার নদীর পাড়ে যাই তাহলে বুঝতে পারি। আমাদের উপভোগ করার সময় যদি বিকেল বেলা অন্যরকম ভাবে এই সময়টুকু ভোগ করতে পারি যেটা আমাদেরকে একটু আনন্দ দিবে অন্যরকম। পরে বলতে আমরা তো দেখি ব্রিজের উপর থেকে অথবা নদীর কিনারে তাকিয়ে কিছু সময় উপভোগ করলে আমাদের ভালো লাগবে। নদীর পারে ব্রিজে বসে সুন্দর সময় উপভোগ করা আমাদের সকলের একটা সুন্দর বিষয় হিসেবে পরিচিত। সুন্দর সময় অতিবাহিত করতে এবং সুন্দর সময় পার করতে।
শত কষ্টের পরেও যদি আমরা বিক্রি করে ঘুরতে যেতে পারি আমাদের মন অবশ্যই ভালো হবে এবং আমাদের খুবই ভালো লাগবে এরকম সুন্দর সময় দেখে। বিকেল বেলায় দিনের উত্তাপ কমে আসে, এবং বাতাসে এক ধরনের প্রশান্তি বইতে থাকে।তবে মনে এক অন্যরকম অনুভূতি তৈরি হয় বিকেল বেলায়। কেরালা লটারি এমন একটা সময় যে সময়টা আমাদের সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। তবে বিকেলবেলা যদি আমরা অন্যরকম ভাবে কাটাই তাহলে এটা আমাদের জন্য একটা সুন্দর বিষয়।
আমাদের বিকেল বেলাটা উপভোগ করার সবচেয়ে বেশি সুন্দর বিষয়টা হচ্ছে সকলে মিলে ঘোরাফেরা করা। তবে বিকেল বেলায় ঘোরাফেরা করলে আমাদের শরীর এবং বন্ধুদের ভালো থাকে। ভালো লাগার ছবি তোলার বিকেল বেলায় আমরা সবাই কি ছবি থেকে ঘুরতে যাব আমি কিছু কিছু জায়গায় ভালোবাসার স্মৃতি রেখে আসি। বাড়ি গেলে কিছু সুন্দর করার বাচ্চা দেখা যেতখন এইবার যুদ্ধ খুবই সুন্দর দেখায়। তখনই এই বাচ্চাটা দূরে চলে যায় তখন তার মা তাকে ডাকতে থাকে। পশু পাখির আওয়াজে তাদের ডাকে। তবে আমাদের গরু শান্ত বললেই চলে।
আপনি যদি পারেন তাহলে অবশ্যই কিছু করবা কিছু ছাগল দেখতে পাবেন। একটা গরু আছে খুবই দুষ্টু সেই গরুটাকে যখন আমরা খাবার দিতে যাই তখন সেই গরুটা খাবার নষ্ট করে এবং আমাদের দিকে তেড়ে আসে। তবে গরুটার বয়স দুই বছর এখন বর্তমানে। আমাদের বাড়িতে গরুর লালন পালন করার জন্য একটা নির্দিষ্ট ঘর রেখে দেওয়া হয়েছে। একটা অংশ প্রকৃতি নিজেদেরকে অন্যরকম ভাবে বাঁচতে শেখায় এবং আমরা জীবনে অনেক কিছু শিখতে পারি। নদীর সুন্দর লাগছে আমাদের ভালো লাগে।
A beautiful sight.