We all love flowers, sadness in the heart is beautiful, it must be known. For some time these flowers bring us a different kind of love. Of course you will get some insight into the crops and be sure of how the crops have fared. But sometimes we have to protect them with care but if we cultivate at home then we have to take care of them. I hope you like the pictures but I see these vegetables every day.
But if we collect some flowers from time to time, we will get an introduction to a very beautiful thing. Time is good and sometimes I think that these vegetables are being wasted unnecessarily. But if we do something that we like in our hearts, then you are very beautiful to me. Beautiful yellow colors are not seen in any other father-in-law's land. Hello if you want to live your life beautifully then you must come into your nature. If we take a different teaching which is mustard proof.
We like a different weather with mustard flowers all around. We all go to traditional places and sometimes it is good for us if we go to different places of sightseeing without different essential bags. The thing about horses is that we can go anywhere we want, we don't need a traditional place. If our mind is good, we will be happy everywhere. All kinds of flowers are our favorite and we like to see the most beautiful things.
The joy is found in the rotation. After going there, I liked the game very much. After writing we go to play volleyball. After Asr prayer, I watched the cricket game and went to play volleyball. After the cricket game, I came home early today. I move around the house all the time and prepare for Maghrib prayer. I finished the prayer in a very beautiful way. It is natural that everyone falls in love with flowers.
ফুল আমরা সবাই ভালবাসে মনের দুঃখ এটাই সুন্দর বুঝতেই হবে পরিচিত। কিছু সময়ের জন্য এই ফুলগুলো আমাদের জন্য এক অন্যরকম ভালোবাসা এনে দেয়। ফসলের জন্য অবশ্যই আপনি কিছু উপলব্ধি করতে পারবেন এবং ফসল গুলো কেমন হয়েছে এ বিষয়টা নিশ্চিত হতে পারবেন। তবে কিছু সময় আমাদের যত্ন সহকারে এগুলোকে রক্ষা করতে হবে তবে আমরা যদি বাড়িতে চাষ করি তাহলে আমাদের এগুলো যত্ন করতে হবে। ছবিগুলো আশা করি আপনাদের খুবই ভালো লাগে তবে আমি এসব সবজি প্রত্যেকদিনই দেখি।
তবে সময় মত কিছু ফুল আমরা যদি আহরণ করি তাহলে আমাদের খুবই সুন্দর বিষয়ে একটি পরিচিতি পাবে। সময় ভালো লাগে আবার কিছু সময় ভাবি এসব সবজি অযথাই নষ্ট হয়ে যাচ্ছে।তবে মনের মাঝে যদি আমাদের ভালো লাগে কিছু করে তাহলে আমাকে তুমি খুবই সুন্দর।চারদিকে সুন্দর হলুদের মতো রং অন্য কোন শ্বশুরের জমিতে দেখা যায় না। হ্যালো আপনি যদি আপনার মত করে সুন্দরভাবে জীবন যাপন করতে চান তাহলে অবশ্যই আপনার প্রকৃতির মধ্যে আসতে হবে। যদি আমরা অন্যরকম শিক্ষা গ্রহণ করি যেটা হচ্ছে সরিষা তার প্রমাণ।
চারদিকে সরিষা ফুলের এক অন্যরকম আবহাওয়া আমাদের খুবই ভালো লাগে।আমরা সবাই তো যাই ঐতিহ্যবাহী জায়গায় ঘুরতে কিছু সময় যদি আমরা বিভিন্ন প্রকার দর্শনীয় স্থান বাতিল বিভিন্ন প্রকার প্রয়োজনীয় ব্যাগে ঘুরতে যাই তাহলে আমাদের জন্য এটা ভালো হয়। আসলে ঘোড়া বিষয়টা হচ্ছে আমরা যদি ইচ্ছে করি সব জায়গায় ঘুরতে পারবে আমাদের জন্য ঐতিহ্যবাহী জায়গার প্রয়োজন নেই। আমাদের মন ভাল থাকে তাহলে আমরা সব জায়গায় গিয়ে আনন্দ পাব। সব ধরনের ফুল আমাদের পছন্দ এবং আমাদের কাছে ভালো লাগে দেখেছো সবচাইতে সুন্দর বিষয়।
ঘোরা ফেরার মধ্যেই আনন্দ পাওয়া যায়।সেখানে গিয়ে আগে শুয়ে পর সেই খেলা কাছে খুবই ভালো লেগেছে। লেখা শেষ করে আমরা চলে যাই ভলিবল খেলার জন্য। আসরের নামাজ শেষ করে ক্রিকেট খেলা দেখি ক্রিকেট খেলা দেখে ভলিবল খেলার জন্য চলে যাই।ক্রিকেট খেলার শেষ করে আজকে আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসি। বাড়িতে সবকিছু সময় ঘোরাফেরা করি এবং মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। নামাজ খুব সুন্দর ভাবে শেষ করলাম।ফুলের প্রেমে সবাই পড়ে এটাই স্বাভাবিক।