Three afternoons in winter are a different kind of beautiful time in nature.

in blurt-188398 •  last month 

Actually we like and find a nice weather from nature. In nature we find beautiful moments and live beautifully. Freedom is like a different kind of friend to us today that it knows no bounds. It is very nice if we can have a beautiful environment and live beautifully. Some people really enjoy the beautiful winter days and decorate their lives beautifully. Some people like summer time and some people like winter time.

1000037106.jpg

1000037105.jpg

1000037104.jpg

But the nature of the winter days becomes a little different and lovely. I like winter better. Some lovely times come in our winter days and we enjoy the tummy days beautifully. I am ready for winter. Another beautiful sport in winter is playing badminton. Now the water in the river has receded due to which this dam is not looking so beautiful. This dam looks beautiful when there is plenty of water in this river.

There is no beautiful moment like the sun blooming in the afternoon on the day of Eid. If we want to enjoy some beautiful moments then we must travel from early morning. Eyes fell on the field of beautiful mustard flowers. It seemed to me how beautiful the flowers are, I see them and come closer to see very beautiful flowers. These flowers are abundantly seen in our country during winters and the farmers benefit a lot from this crop. After getting closer, I took a beautiful photograph of the mustard flower. Mustard flower photography is beautiful in the afternoon as you can see.
1000037103.jpg

1000037102.jpg
This mustard flower is planted in abundance in various places and a large amount of mustard is extracted from this mustard plant. A lot of oil is made from this mustard. This mustard oil is a very popular oil in our Bangladesh. These flowers were dark yellow in color when I picked them. On that day, these flowers will die and the beauty of these flowers will be lost. We love the beautiful sight of mustard flowers on the day of Eid and such a sight becomes very pleasing to us.

আসলে আমাদের ভালো লাগে এবং প্রকৃতি থেকে আমরা সুন্দর একটি আবহাওয়া খুঁজতে পাই। প্রকৃতির মাঝে আমরা সুন্দর মুহূর্ত খুঁজে পাই এবং সুন্দরভাবে বাঁচতে পারি। মুক্তি যেন আজ আমাদের এক অন্যরকম বন্ধু যে এটার কোন সীমা নেই। খুবই ভালো লাগে যদি আমরা সুন্দর পরিবেশ থাকতে পারি এবং সুন্দরভাবে বাঁচতে পারি তাহলে। কিছু কিছু মানুষ শীতের দিনে সুন্দর প্রকৃত উপভোগ করে এবং নিজেদের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলে। কিছু মানুষের কাছে গরমের সময়টা ভালো লাগে আবার কিছু মানুষের কাছে শীতের সময়টা ভালো লাগে।

তবে শীতের দিনের প্রকৃতিটা একটু অন্যরকম ভালোলাগার মতো হয়ে যায়। আমার কাছে শীতের সময়টাই বেশি ভালো লাগে। ভালোলাগার মত কিছু সময় আমাদের শীতের দিনে এসে যায় এবং পেটের দিনটাকে আমরা সুন্দরভাবে উপভোগ করি। আমি শীতের জন্য প্রস্তুত।শীতের মধ্যে একটা অন্যরকম সুন্দর খেলা সেটা হচ্ছে ব্যাডমিন্টন খেলা হয়।এখন নদীর পানি কমে গেছে যার কারণে এই বাঁধ তেমন একটা সুন্দর দেখা যাচ্ছে না। যখন এই নদীতে প্রচুর পরিমাণে পানি থাকে তখন এই বাঁধ সুন্দর দেখা যায়।

ঈদের দিনে বিকেল বেলা সূর্য ফুল করার মত সুন্দর মুহূর্ত আর থাকে না। আমরা যদি সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে চাই তাহলে আমাদের অবশ্যই সকালবেলা থেকে সময় ঘোরাফেরা করতে হবে। করে চোখ পড়ে গেল সুন্দর সরিষা ফুলের ক্ষেতের দিকে। মনে হচ্ছিল কত সুন্দর ফুল সেই ফুলগুলো আমি দেখি এবং কাছে যায় দেখে খুব সুন্দর ফুল। শীতের সময় এই ফুলগুলো আমাদের দেশে প্রচুর পরিমাণে দেখা যায় এবং এই ফসল থেকে প্রচুর পরিমাণে লাভবান হয় কৃষক। কাছে যাওয়ার পর সরিষা ফুলের সুন্দর ফটোগ্রাফি করলাম। সরিষা ফুলের ফটোগ্রাফি বিকেল বেলা সুন্দর হয় যা দেখে আপনারা বুঝতে পারছেন।

বিভিন্ন জায়গায় এই সরিষা ফুল প্রচুর পরিমাণে লাগানো হয় এবং এই সরিষা গাছ থেকে প্রচুর পরিমাণে সরিষা আহরণ করা হয়। এই সরিষা থেকে প্রচুর পরিমাণে তেল তৈরি করা হয়।এই সরিষার তেল আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি তেল।এই ফুলগুলো যখন আমি তুলি তখন গারো হলুদ রঙের ছিল। সেদিন গেলে এ ফুলগুলো মরে যাবে এবং এই ফুলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।ঈদের দিনে সরিষা ফুলের সৌন্দর্যময় দৃশ্য আমাদের খুবই ভালো লাগে এবং আমাদের কাছে এরকম দৃশ্য খুবই লাগার মত হয়ে যায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  28 days ago  ·  

আমি আপনার পোস্ট পরে অনেক মজা পেলাম . আর এই দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ.