We like the beauty of nature more in the village. If any animal dies here we must bury it underground. We must get them out of the earth to save the beautiful environment. The chirping of the birds, the mellowness that lingers until the afternoon slowly fades away. But in the morning another kind of love like the rising sun we see beautifully.
You have such a beautiful face and canal bill that we love so much. The rivers are flowing beautifully and the banks are flowing in front of our eyes. At this time the joy of being one with nature is the best. Our only job is to have a beautiful environment. We want to live in a beautiful environment and live a beautiful life. Such a view and such a feeling. We have a different education. We get learning moments from nature.
The pleasure of sitting is actually related to feelings of peace and tranquility. But there is a different kind of love in the afternoon that is when we go for a walk somewhere in the afternoon but no one goes for a walk in the morning. If we spend any time in any work, we must see to it that we spend it on you and that it turns out to be a good work for us.
প্রকৃতির মাঝে ছোট ছোট প্রাণীর কিছু আলোড়ন আমাদের একান্ত রকম অনুভূতি এনে দেয়।যেন এক নতুন শিক্ষামন্ত্রীকে নিয়ে যায়। এর মাঝে ছোট প্রাণী যেমন এক সুন্দর দেশের অপর। পিপীলিকা তো খুবই ভালো লাগে আমাদের এবং পিপীলিকা দেখতে খুবই সুন্দর দেখায়। পিপীলিকা গুলো দেখতে খুবই সুন্দর দেখায় এবং লাল পেতে গুলো প্রকৃতির মাঝে উড়ে বেড়া। গ্রামের পরিবেশ বা শহরের পরিবেশ দুইটা পরিবেশের মধ্যে একটা পার্থক্য হচ্ছে গ্রামের পরিবেশ সুন্দর কিন্তু শহরে পরিবেশ সুন্দর না।শহরে বা গ্রামে বায়ু দূষণ রোধ করার একমাত্র উপায় হচ্ছে আমাদের পরিবেশ টাকে ঠিক রাখতে হবে এবং আমাদের পরিবেশ অন্য কোনভাবেই নষ্ট না হয় সে যদি খেয়াল রাখতে হবে।
প্রকৃতির সৌন্দর্য গ্রামের মধ্যে বেশি ফুটে উঠে যায় আমাদের খুবই ভালো লাগে। আমাদের এখানে যদি কোন প্রাণী মারা যায় তাহলে অবশ্যই আমরা সেটাকে মাটির নিচে চাপা দেই।সুন্দর পরিবেশ রক্ষার জন্য আমাদের অবশ্যই এগুলো কার থেকে বেরিয়ে আসতে হবে। পাখির কিচিরমিচির, ধীরে ধীরে বেলা ফুরানোর আগ পর্যন্ত সেই স্নিগ্ধতা বজায় থাকে। তবে সকালবেলার মধ্যে অন্য এক রকম ভালোবাসা যেমন সূর্য উদিত হচ্ছে আমরা সুন্দরভাবে দেখছি।
তোদের এখন ওরকম সৌন্দর্যময় দিক হচ্ছে এবং খাল বিল যেটা আমাদের খুবই ভালো লাগে। নদীগুলো সুন্দরভাবে বয়ে যাচ্ছে এবং আমাদের চোখের সামনে যে ধার প্রবাহিত হয়ে যাচ্ছে।এই সময়ে শুধু প্রকৃতির সাথে একাত্ম হওয়ার আনন্দই সেরা।আমাদের একটাই কাজ আমরা হচ্ছে সুন্দর একটা পরিবেশ চাই আমরা সুন্দর পরিবেশে বাঁচতে চাই এবং সুন্দরভাবে জীবন যাপন করতে চাই।এরকম দৃশ্য এবং এইরকম অনুভূতি আমাদের অন্যরকম শিক্ষাই মিলে। পড়ালেখার মুহূর্ত আমরা প্রকৃতি থেকেই পাই।
বসে থাকার মজা আসলে শান্তি ও প্রশান্তির অনুভূতির সঙ্গে সম্পর্কিত। তবে বিকেল বেলায় একটা অন্যরকম ভালোবাসা পাওয়া যায় সেটা হচ্ছে আমরা যখন কোন জায়গায় ঘুরতে যাই যখন বিকেল বেলায় ঘুরতে যাই কিন্তু সকাল বেলা কেউ ঘুরতে যায় না। যদি কোন কাজে ব্যয় করি কোন সময় তাহলে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেন সেটা তোমায় ব্যয় করি এবং আমাদের জন্য যেন সেই কাজটা ভালো কাজ হিসেবে পরিণত হয়।
Thank you for sharing a very nice post with us
The picture of the ant is very beautiful. And well done on your post too. Many thanks for sharing this with us.