Photograph of some beautiful flowers lying in disorderly places on the banks of the river.

in blurt-188398 •  13 days ago 

Come to the riverside and see the beautiful nature. A different kind of joy can be found in the middle of Eid. From outside, I see a beautiful flower blooming near another mature one. But these flowers are arranged in a messy place when we see them most of the time. If we keep the flowers carefully, we can expect good things from them. But a different feature of this flower is that in this flower many flowers bloom on one plant and many flowers are seen together.

1000035153.jpg

1000035154.jpg

You will be very happy to know that these flowers are very small when they bloom. These flowers look very beautiful when they are mature but they are in messy places. But generally we see these flowers in the forest or in different places. A special aspect of this flower is that it is eaten by different queens and used as food by different animals.

Now when you raise cows, these grasses are the favorite food of cows but especially goats eat these foods more. They do not have much demand for this flower in Bangladesh so it is used in good quantities as food in Bangladesh. You will be surprised to know that these flowers look very beautiful and you will be able to notice them differently from the evening. What can I say, the flowers are in a messy place on the banks of the river. I also love the country. So this is a different beauty of nature.

1000035155.jpg

1000035156.jpg

In nature, a different kind of love can be found. One lesson we learn is that time keeps everything and creates a beautiful environment. Create a beautiful environment and then we will get some good gifts from the environment. And if we create bad things, we get bad things. By saying that this country can never be mistreated, I mean that the environment can never be destroyed. Come our friend, we will always protect the environment. Time will protect the environment.

1000035157.jpg

নদীর পাড়ে এসে দেখি সুন্দর প্রকৃতি। ঈদের মাঝে যেন একটা অন্যরকম আনন্দ খুঁজে পাওয়া যায়। বাইরে থেকে দেখি সুন্দর একটা ফুল ফুটে আছে একটা সপরিপক্কর কাছে। তবে এই ফুলগুলো সাজানোর মত অগোছালো জায়গায় হয়ে থাকে এই ফুলগুলো আমরা বেশিরভাগ সময় যখন জায়গায় দেখি। ফুলগুলো যদি আমরা যত্ন সহকারে রেখে দিতে হলে এই ফুল থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি। তবে এই ফুলের একটা অন্যরকম বৈশিষ্ট্য হচ্ছে এই ফুল একটা গাছে অনেকগুলো ফুল ফোটে এবং একসাথে অনেকগুলো ফুল দেখা যায়।

উনি জেনে অনেক খুশি হবেন এই ফুলগুলো যখন ফোটে তখনই ফুলগুলো খুবই ছোট থাকে। যখনই ফুলগুলো পরিপক্ক হয় তখন এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর দেখায় তবে এই ফুলগুলো অপরিচ্ছন্ন জায়গায় হয়। তবে সাধারণভাবে দেখলে দেখা যায় এই ফুলগুলো আমরা সাধারণত জঙ্গলে বা বিভিন্ন প্রকার জায়গায় দেখে থাকি। এই ফুলের একটা বিশেষ দিক রয়েছে সেটা হচ্ছে এই ফুল বিভিন্ন রকম রানী খেয়ে থাকে এবং বিভিন্ন রকম প্রাণীর খাবার হিসেবে ব্যবহৃত হয়।

এখন আপনি গরু লালন পালন করবেন তখন এই ঘাসগুলো গরুর খুবই প্রিয় একটি খাবার তবে বিশেষ করে ছাগল এই খাবারগুলো বেশি খেয়ে থাকে। ওদের বাংলাদেশে এই ফুলের চাহিদা তেমন নেই তো এটি খাবার হিসেবে ভালো পরিমাণে ব্যবহার করা হয় বাংলাদেশে। উনি জেনে অবাক হবেন এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর দেখায় এবং তুমি বিকেল বেলা থেকে অন্যরকম লক্ষ্য করতে পারবে। কি বলবো নদীর পাড়ে অগোছালো জায়গায় ফুল গুলো পড়ে থাকে আমারও দেশকে মায়া লাগে। তো এটাই হচ্ছে প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য।

প্রকৃতির মাঝে যেন একটা অন্যরকম ভালোবাসা খুঁজে পাওয়া যায়। আমাদের একটা শিক্ষা দেয় সেটা হচ্ছে সময় সবকিছুকে আগলে রাখো এবং সুন্দর পরিবেশ তৈরি কর। সুন্দর পরিবেশ তৈরি করবে তখন আমরা ভালো কিছু উপহার পাবো পরিবেশ থেকে। আর যদি আমরা খারাপ কিছু তৈরি করি তাহলে আমরা খারাপ কিছুই পাবো। এ দেশের সাথে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না বলতে আমি বুঝেছি কখনো পরিবেশ নষ্ট করা যাবে না। এসেছে আমাদের বন্ধু আমরা সব সময় পরিবেশ রক্ষা করব। সময় পরিবেশ রক্ষা করব।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!