If you want to make the life of a woman beautiful, then you should find yourself in that nature and run to nature yourself. This experience is also beneficial for our mental health. While in nature, we can relate to ourselves and our surroundings, which brings a new perspective to our lives. But if we keep our perspective, we can learn from the representatives.
Nature is the living environment around us, which is diverse. Mountain peaks, wide rivers, cool forests, and flower gardens all together, nature is a wonderful beauty. If we judge within friendship, then no beauty of man can be found with the beauty of nature. Allah's best creatures should accept it because Allah has made us beautiful. Nature is the object of love, the human race is the object that is beautiful.
If we want to find the beauty of nature, we have to go deep into nature. Nature's colors and smells fascinate us. But the color of nature, the form of nature changes all the time. Don't expect anything else from nature. Nature is our real education. But we can realize with some beauty from nature that we have to be calm if we want to learn from nature. If we become restless we will find no match for nature.
প্রকৃতি মাঝে যেন এখন ভালোবাসা খুঁজে পাওয়া যায় অন্যরকম দুনিয়া হারিয়ে যায়। প্রকৃতি এমন একটা বিষয় যে বিষয়টা আমাদের সবার উপরে প্রয়োজন এবং এই জিনিস সাথে উপলব্ধি করে রাখতে হবে। যেন এক অন্যরকম মানুষ অন্যরকম প্রকৃতির মাঝে এক নিজেকে খুঁজে পাই। প্রকৃতির মাঝে ঘোরাফেরা করা মানে একটি সজীব পরিবেশে সময় কাটানো। পাহাড়, নদী, বন, কিংবা সমুদ্রের ধারে হাঁটলে আমরা নতুন মাত্রায় সৃষ্টির সৌন্দর্য অনুভব করি। আপনাদের অনুভব এক অন্যরকম শক্তি যোগিয়ে দেয় আমাদের মনে।
দুশ্চরিতার জীবনটাকে সুন্দর করতে চাই তাহলে যেন সেই প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে বেড়াই এবং নিজেই যেন প্রকৃতির কাছে ছুটে যায়। এই অভিজ্ঞতা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী। প্রকৃতির মাঝে থাকার সময়, আমরা নিজের সাথে এবং চারপাশের সাথে সম্পর্ক গড়তে পারি, যা আমাদের জীবনে একটি নতুন দৃষ্টি আনে।তবে আমাদের দৃষ্টি যদি আমরা সম্মুখীন রাখি তাহলে আমরা প্রতিনিধি থেকে নানা রকম শিক্ষা গ্রহণ করতে পারি।
প্রকৃতি হল আমাদের চারপাশের জীবন্ত পরিবেশ, যা নানা রকম বৈচিত্র্যময়। পাহাড়ের শৃঙ্গ, বিস্তীর্ণ নদী, সুশীতল বন, এবং ফুলের বাগান সবকিছু মিলিয়ে প্রকৃতি এক অপরূপ সৌন্দর্য।বন্ধুত্বের ভিতরে যদি আমরা বিচার করি তাহলে প্রকৃতির সৌন্দর্যের সাথে মানুষের কোন সৌন্দর্যের মিল পাওয়া যাবে না। আল্লাহতালার শ্রেষ্ঠ জীব এটা মানতে হবে কারণ আমাদের আল্লাহ যেন সুন্দর করে বানিয়েছে। প্রকৃতি হচ্ছে ভালোবাসার বস্তু মানুষের গোত্রটাকেই ভালবাসি যে বস্তুটা সুন্দর আছে।
আমরা যদি প্রকৃতি সৌন্দর্য খুঁজতে চাই তাহলে আমাদেরকে প্রকৃতির গভীরে চলে যেতে হবে। প্রকৃতির রং ও গন্ধ আমাদের মুগ্ধ করে। তবে প্রকৃতির রং প্রকৃতির রূপ প্রকৃতির সব সময় বদলায়। প্রকৃতি থেকে অন্য কিছু পাওয়া যায় এই আশা করবোনা। প্রকৃতি আমাদের আসল শিক্ষা। তবে প্রকৃতি থেকে কিছু সুন্দর্যের সঙ্গে উপলব্ধি করতে পারি সেটা হচ্ছে প্রকৃতি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হলে আমাদের শান্ত থাকতে হবে। আমরা অশান্ত হয়ে গেলে আমাদের সাথে প্রকৃতির কোন মিল পাওয়া যাবে না।
আপনার পোস্টটি পড়ে আমি অনেক মজা পাইলাম এবং আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর। আমি আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছি। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
I really enjoyed your post. And Tetul's photography is very beautiful.