Some beautiful photographs and some beautiful moments of pitha on a winter morning.

in blurt-188398 •  5 days ago 

all love pitha in winter days and we all like them very much and we love them very much. In the morning of a winter day, it seems as if we have entered a different moment. But sometimes it seems to us that we have fallen into a different illusion. But today I finished Fajr prayer and sat at home for some time and then came towards Badh. On this day some type of pitha is loved by all of us and is very popular with everyone.

1000038692.jpg

1000038693.jpg
After wandering around for some time, I saw the sun rising. I was thinking what to do then. After a while I saw the sun's light turning red. It was very beautiful and very pleasant for the little children to walk along the banks of the Aray river and enjoy the afternoon in a different way. The children caught this fish in the river with a spear. I was there when the kids caught the fish and was in awe of the fish.

I thought what a beautiful fish. Then the children bring the fish beautifully out of the water. After that, it is removed from Barashi beautifully. Due to the small size of the fish, they were able to pick up the fish beautifully. The lemon fruit tree is small that's why I have shown this tree. This tree is very small but looks very beautiful that's why I have shared some of its photography with you. You will be surprised to know that the roots of these plants are very bare due to which these plants are not easily uprooted.
1000038691.jpg

1000038690.jpg
If he wants to grow these trees, he must apply more energy. But for us, these fruits are very useful and a very pleasant fruit. I sat at home for some time. Then I finish my work. Then we can profit from this vegetable and we can expect huge profit from this crop.

But now that it's winter time these crops need to be cultivated very carefully. If we want we can use this vegetable in different ways like when it is fruit we can use it as cow feed. Cows eat a lot of these foods. Hopefully we all like these pies on winter days and we will love this energy.

শীতের দিনে পিঠা আমরা সবাই পছন্দ করি এবং আমাদের সবার কাছে এগুলো খুবই ভালো লাগে এবং আমরা এগুলো খুবই পছন্দ করি। শীতের দিন সকাল বেলা মনে হয় যেন একটা অন্যরকম মুহূর্তে চলে এসেছি আমরা। তবে কিছু সময় আমাদের কাছে মনে হয় আমরা যেন এক অন্যরকম মায়ায় পড়ে গেছি। তবে আজকে আমি ফজরের নামাজ শেষ করে কিছু সময় বাড়িতে বসে থেকে এরপর চলে আসলাম বাধের দিকে। এই দিনে কিছু রকমের পিঠা আমরা সবাই পছন্দ করি এবং সকলের কাছে খুবই ভালো লাগে।

কিছু সময় ঘোরাফেরা করার পর দেখি সূর্য উঠছে। তখন কি করব ভাবছিলাম। কিছুক্ষণ পর দেখি সূর্যের আলো লাল হচ্ছে।ছোট ছেলেমেয়েরা আরে নদীর পাড়ে ঘুরে বেড়ায় এবং বিকেল বেলাটা একটু অন্যরকম ভাবে উপভোগ করে তাদের জন্য এই বিষয়টা খুবই সুন্দর এবং খুবই ভালো লাগার একটি বিষয়। বাচ্চারা বরশি নিয়ে নদীতে দিয়ে এই মাছটি ধরেছে। যখন বাচ্চারা মাছটি ধরে তখন আমি সেখানে ছিলাম এবং মাছটা দেখে খুবই আশ্চর্য হয়ে ছিলাম।

ভাবলাম কত সুন্দর মাছ। এরপর বাচ্চারা মাছটি সুন্দর ভাবে পানি থেকে তুলে নিয়ে আসে। এরপর বড়শি থেকে সুন্দর ভাবে ছাড়িয়ে নেয়। মাছটির ছোট আকৃতির হওয়ায় তারা মাছটি সুন্দর ভাবে তুলতে পেরেছিল।লেবু ফলের গাছ ছোট হয় যার কারণে এই গাছটি দেখিয়েছি এই গাছটি খুবই ছোট কিন্তু অনেক সুন্দর দেখায় যার কারণে এর কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা জানলে অবাক হবেন এই গাছগুলো শিকড় অনেক নিষ্পর পর্যন্ত যায় যার কারণে এই গাছগুলো সহজেই টেনে তোলা যায় না।

উনি যদি তুলতে চান তাহলে এই গাছগুলোকে অবশ্যই শক্তি প্রয়োগ করতে হবে বেশি পরিমাণে।তবে আমাদের কাছে এই ফলগুলো খুবই উপকারী এবং খুবই ভালো লাগার মত একটি ফল।বাড়িতে কিছু সময় বসে থাকলাম। এরপর আমি আমার কাজ শেষ করি।তাহলে আমরা এই সবজি থেকে লাভ করতে পারবে এবং এই ফসল থেকে আমরা প্রচুর পরিমাণে লাভ আশা করতে পারি।

তবে এখন যেহেতু শীতের সময় এই ফসলগুলো খুবই আপনার সহকারে যত্ন নিয়ে চাষ করতে হবে। আমরা চাইলে এই সবজিটাকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি যেমন যখন এটি ফলমান হবে তখন এটি গরুর খাবার হিসেবে ব্যবহার করতে পারি। গরু এই খাবারগুলো প্রচুর পরিমাণে খেয়ে থাকে।আশা করা যায় শীতের দিনে এইসব পিঠা আমাদের সকলের খুবই ভালো লাগে এবং এই শক্তিটা আমরা পছন্দ করব।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  5 days ago  ·  

You have shared with us a very nice post with some beautiful pictures and some beautiful moments of eating pita on a winter morning. And pictures of food you've shared. These dishes look very tempting but I don't know how delicious they will be. Anyway good luck to you all for sharing a post with us.

  ·  5 days ago  ·  

শীত কালিন সব লোভনীয় পিঠার ছবি শেয়ার করেছেন। দেখেই লোভ লেগে গেল।।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।