My Introduction Post

in blurt-188398 •  22 days ago 

Assalamu Alaikum. How are all?I am fine by the grace of almighty. Hope all are well also.

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মহান আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন।

First of all I want to say that I am new user in this platform. This is my first post. In this post I want to introduce myself.

প্রথমে আমি বলতে চাই যে আমি এই প্ল্যাটফর্মের নতুন ব্যবহারকারী। এটা আমার প্রথম পোস্ট. এই পোস্টে আমি আমার পরিচয় দিতে চাই।

About me and my family.

আমার এবং আমার পরিবার সম্পর্কে

My name is Saimoon Bijoy. I am a student. My family has five members. My parents and we are three brothers and sisters.We are one brother and two sisters. I have an elder sister and a younger sister. I am the only son in my family. My elder sister is married and I have a beautiful nephew.

আমার নাম সাইমুন বিজয়। আমি একজন ছাত্র। আমার পরিবারে পাঁচজন সদস্য আছে। আমার বাবা-মা এবং আমরা তিন ভাই-বোন। আমরা এক ভাই ও দুই বোন। আমার একটি বড় বোন এবং একটি ছোট বোন আছে। আমার পরিবারের একমাত্র ছেলে আমি। আমার বড় বোন বিবাহিত এবং আমার একটি সুন্দর ভাগ্নে আছে।

About my study

I was in Dudhmukha high school. I studied in K.B Model Academy from play till 5th standard. I am a student science student. Now I am In College which is called Iqbal Memorial Government College. We are many students in science department. All are very talented. I have many friends. Some of them are from science department. I had a best friend from primary who no longer attends our Dudmukha High School. He now attends Ataturk High School. After many years I talked to him for a while. It was very nice. I met a friend after many years.

দুধমুখা হাইস্কুলে পড়তাম। আমি কেবি মডেল একাডেমিতে খেলা থেকে ৫ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। আমি একজন ছাত্র বিজ্ঞান ছাত্র. এখন আমি কলেজে পড়ি যাকে বলা হয় ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ। আমরা বিজ্ঞান বিভাগের অনেক শিক্ষার্থী। সবাই খুব মেধাবী। আমার অনেক বন্ধু আছে। তাদের মধ্যে কয়েকজন বিজ্ঞান বিভাগের। প্রাইমারী থেকে আমার এক বেস্ট ফ্রেন্ড ছিল যে আর আমাদের দুদমুখ হাই স্কুলে পড়ে না। সে এখন আতাতুর্ক হাই স্কুলে পড়ে। অনেক বছর পর তার সাথে কিছুক্ষণ কথা হলো। এটা খুব সুন্দর ছিল. অনেক বছর পর বন্ধুর সাথে দেখা হলো।

Currently having a best friend is very good. We both stay together in College and tuition, sit together and study together. Our class activities last six days. There are 4 subjects daily. Among them, the biology teacher teaches very well and loves us all very much. I am one of her favorite students. He is expecting very good result from us.

বর্তমানে একজন ভালো বন্ধু থাকা খুবই ভালো। আমরা দুজনে কলেজে আর টিউশনিতে একসাথে থাকি, একসাথে বসে পড়ি। আমাদের ক্লাসের কার্যক্রম ছয় দিন ধরে চলে। প্রতিদিন 4টি বিষয় থাকে। তাদের মধ্যে জীববিদ্যার শিক্ষক খুব ভালো পড়ান এবং আমাদের সবাইকে খুব ভালোবাসেন। আমি তার প্রিয় ছাত্রদের একজন। তিনি আমাদের কাছ থেকে খুব ভালো ফলাফল আশা করছেন।

About my Hobbies

Besides studies, I have various hobbies. Currently I ride a bicycle but I wish one day to ride a very nice bike. And I am doing it now. Many times I Have riden bike. I travel to different places with the bike. I will run Apple computers and mobile phones. I play almost all sports. I play Cricket, Football, Badminton, Carrom, Ludo occasionally.

পড়াশোনার পাশাপাশি আমার নানা শখ আছে। বর্তমানে আমি একটি সাইকেল চালাই কিন্তু আমি একদিন খুব সুন্দর সাইকেল চালাতে চাই। এবং আমি এখন এটা করছি. অনেকবার বাইক চালিয়েছি। আমি বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরি। আমি অ্যাপল কম্পিউটার এবং মোবাইল ফোন চালাব। আমি প্রায় সব খেলাই খেলি। আমি মাঝে মাঝে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ক্যারাম, লুডো খেলি।

Some of my experience

I love matching magic cubes. I have different types of magic cubes. I have cubes of different designs. But I am trying to make a cube that is so hard to solve. All of which I can solve. I have read various books and have become familiar to everyone through various social media to know about various events in different places and many great scientists and philosophers.

আমি ম্যাচিং ম্যাজিক কিউব পছন্দ করি। আমার কাছে বিভিন্ন ধরনের ম্যাজিক কিউব আছে। আমার কাছে বিভিন্ন ডিজাইনের কিউব আছে। কিন্তু আমি একটি ঘনক্ষেত্র তৈরি করার চেষ্টা করছি যা সমাধান করা এত কঠিন। যার সব আমি সমাধান করতে পারি। বিভিন্ন স্থানের বিভিন্ন ঘটনা এবং অনেক বড় বড় বিজ্ঞানী ও দার্শনিকদের সম্পর্কে জানতে বিভিন্ন বই পড়েছি এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে পরিচিত হয়েছি।

Others about me

I am a member of Kishore Kishori Club. It is an initiative of Bangladesh Ministry of Education. Various sports including Gun Hard Cup are taught here. I watch different types of Hollywood movies in my free time. Also I saw many reels and music vedio. I have seen many popular Hollywood movies so far. I like many Hollywood stars.

আমি কিশোর কিশোরী ক্লাবের সদস্য। এটি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের একটি উদ্যোগ। এখানে গান হার্ড কাপ সহ বিভিন্ন খেলা পড়ানো হয়। আমি আমার অবসর সময়ে হলিউডের বিভিন্ন ধরনের মুভি দেখি। এছাড়াও আমি অনেক রিল এবং মিউজিক ভিডিও দেখেছি। আমি এ পর্যন্ত অনেক জনপ্রিয় হলিউড মুভি দেখেছি। আমি হলিউডের অনেক তারকাকে পছন্দ করি।

I also love photography. I have seen everyone taking beautiful pictures since I was very young. From there my inspiration for photography arose. One very important thing is that all the pictures of my sister's wedding were taken by me with my camera.

আমি ফটোগ্রাফিও ভালোবাসি। আমি খুব ছোট থেকেই সবাইকে সুন্দর ছবি তুলতে দেখেছি। সেখান থেকেই আমার ফটোগ্রাফির অনুপ্রেরণা জন্মে। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল আমার বোনের বিয়ের সব ছবি আমার ক্যামেরা দিয়ে তোলা।

I thanks to everybody in advance for seeing my first introducing post. I have showed my everything and my identity here. Here I share about my hobbies, my family, my experiences. Everyone will be fine, stay healthy. Many thanks to all.

আমি আমার প্রথম পরিচিতি পোস্ট দেখার জন্য আগাম সবাইকে ধন্যবাদ. আমি এখানে আমার সবকিছু এবং আমার পরিচয় দেখিয়েছি। এখানে আমি আমার শখ, আমার পরিবার, আমার অভিজ্ঞতার কথা শেয়ার করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  22 days ago  ·  

Welcome to Blurt! 🙂

I invite you to take part in our survey to tell us how did you find a blurt:

https://blurt.blog/blurt/@khrom/how-did-you-come-across-blurt-take-part-in-the-survey-and-get-strong-upvotes-1719947984376

  ·  22 days ago  ·  

Thanks for inviting me. I have commented there. You can see it.

  ·  22 days ago  ·  

Congratulations on sharing your familiar post in the blurtspace community.