This cute animal named Mosley was sold to a bad man. The man did not let Mosley eat properly and made him do a lot of hard work every day. Initially, Mosley tolerated all the whippings thinking of his family. But how long can an animal tolerate this? You tell me. So one day, all the animals started a movement to get rid of human oppression. So what was the final outcome of all of them. In today's movie expression, I will share that with you.
This man usually sells wild animals and today he has come to sell some of those animals. He keeps telling everyone that he has some animals that people can use for every job. Generally speaking, people can use these animals like servants. Then the man brings some strange animals in front of everyone which look a lot like horses and elephants.
These are called Thori fans. Then a small Thori fan named Mosley is brought on stage. And everyone is very surprised to see him because this animal can also talk. Then the man starts selling Thori fans one by one. He sells Mosley to another person for a high price. Mosley is separated from his family forever.
Exactly twenty-five years after this incident, Mosley now has a family of his own. He has a wife and a son. The man named Simon who bought him twenty-five years ago still has Mosley with him. The man used to torture Mosley a lot. He would make him do a lot of work all day long, and even then, if Mosley made any mistakes, he would beat him. He wouldn't even let him eat properly.
But Mosley endured everything for his family, and he did all the work for his master day after day. One day, the man who had sold Mosley to Simon twenty-five years ago came there. The man's name was John. We see an old Thorney fan near John. His name was Torfin.
Torfin has been here before as John's driver. So Torfin and Muslim are very good friends. Meanwhile, John now sells various types of medicines by deceiving people. Which, far from being beneficial, harm people. John came to Simon to sell a medicine but Simon said that he doesn't have the money now. Then a devilish idea came to John's head and he told him if you want.
You can sell Mosley's son Ruh and with that money you can buy the medicine and you can also make the land next to it your own. Hearing these words, Mosley got scared. He came forward and said that the land you are talking about is not good and there is no cultivation on that land. Hearing this, Simon got angry and threw a stone at Mosley and chased him away from there.
Later that night, when Mosley returned home after finishing his day's work, his son came to him and said, "Dad, come with me quickly, I have found a cave." But Mosley told his son, "Dad, I am very tired from working all day. I cannot go now." However, because of his son's insistence, he agreed to go with him. While they were going, they saw some fireflies.
The fireflies went with them into the cave. Mosley was very surprised when he went into the cave because the cave was very old and there were many pictures of Thori fans painted on the walls of the cave. But the surprising thing is that the Thori fans in the pictures are standing on two legs. And they are working with their hands, then Mosley remembered his friend Turpin.
He told him that many years ago, the Thori fans used to walk on two legs and they could do all the things like humans. But over time, due to human oppression, all the Thori fans have moved north. And those who remain here are treated like servants by humans.
Then Mosley returned home with his son, then Mosley overheard his owner Simon and John talking, here Simon said Mosley's wife is pregnant, when she has another child, I will sell their son. Hearing this, John was very happy. The next day we see that Mosley's owner has got that land.
He takes Mosley to cultivate the land, but the soil has become too hard because it has not been cultivated for many years, making it impossible to cultivate. But Simon gets very angry. He starts torturing Mosley. Mosley tries his best, but in the end, the plow he is using breaks into two pieces.
Seeing this, Simon becomes even more angry. Mosley feels very bad because he has tried his best. He starts thinking that he has suffered so much for this animal-like person. Who is cruelly torturing him for one of his mistakes, so Mosley decides that he will go to the North. There, he will contact the two-legged Thori fans and rescue his family from here.
মোসলি নামের এই কিউট প্রাণী টাকে বিক্রি করে দেয়া হয় একটি খারাপ মানুষের কাছে লোকটা মুসলি কে ঠিক মত খেতে দিত না আর প্রতিদিন তাকে দিয়ে অনেক কষ্টের কাজ করাত মুসলি প্রথম দিকে তার পরিবারের কথা ভেবে সব চাবুকের আঘাত সহ্য করে নিত। কিন্তু একটা প্রাণী এভাবে আর কতদিন সহ্য করবে আপনারাই বলুন। তাই একদিন সকল প্রাণীরা মানুষের অত্যাচার থেকে মুক্তি পেতে আন্দোলন শুরু করে। তো তাদের সবার শেষ পরিণতি কি হয়েছিল। আজকের মুভির এক্সপ্রেশনে আমি সেটাই শেয়ার করব আপনাদের সাথে।
এই লোকটা সাধারণত বন্যপ্রাণী বিক্রি করে থাকে আজকেও সে ওই ধরনের কিছু প্রাণী বিক্রি করতে এসেছে। সে সবাইকে বলতে থাকে আমার কাছে এমন কিছু প্রাণী আছে যেটা মানুষ তার প্রত্যেকটা কাজে ব্যবহার করতে পারবে। সাধারণ কথা যদি বলি তাহলে মানুষ এই প্রাণী গুলোকে একজন কাজের লোকের মতো ব্যবহার করতে পারবে। এরপর লোকটা সবার সামনে কিছু অদ্ভুত ধরনের প্রাণীদেরকে নিয়ে আসে যেগুলো দেখতে অনেকটা ঘোড়া এবং হাতির মতো।
এগুলো কে থোরি ফ্যান বলা হয় এরপর মোসলি নামের একটা ছোট্ট থোরি ফ্যান কে স্টেজে আনা হয়। আর সবাই তাকে দেখে খুব অবাক হয়ে যায় কারণ এই প্রাণীটা কথা বলতেও পারে। এরপর সেই লোকটা থোরি ফ্যান গুলোকে এক এক করে বিক্রি করতে শুরু করে।সে মোসলি কে ও একজনের কাছে চওড়া দামে বিক্রি করে দেয়। মোসলি কে চিরদিনের জন্য তার পরিবারের কাছ থেকে আলাদা করে দেয়া হয়।
এই ঘটনার ঠিক পঁচিশ বছর পরের কথা এখন মোসলির নিজের একটা পরিবার হয়েছে। তার বউ এবং তার একটা ছেলে আছে। সেই পঁচিশ বছর আগে সায়মন নামের যেই লোকটা তাকে কিনে নিয়ে এসেছিল। মোসলি এখনো পর্যন্ত তার কাছেই আছে। লোকটা মোসলির উপর অনেক অত্যাচার করত। সে সারাদিন তাকে দিয়ে অনেক কাজ করাতো তার পরেও মোসলি কোন রকম ভুল করলে তাকে মারধর করত। তাকে ঠিকমত খেতেও দিত না।
কিন্তু মোসলি তার পরিবারের জন্য সব কিছু সহ্য করে নিত এভাবে সে দিনের পর দিন তার মালিকের সব কাজ করত। একদিন সেখানে সেই লোকটা আসে যে পঁচিশ বছর আগে সায়মন এর কাছে মোসলি কে বিক্রি করে দিয়েছিল। লোকটার নাম ছিল জন।জন এর কাছে আমরা পুরোনো একটা থোরি ফ্যান কে দেখতে পাই। যার নাম হলো টরফিন।
টরফিন জন এর গাড়ি চালানোর কাজ করে সে আগেও এখানে এসেছে। তাই টরপিন আর মুসলিম একে অপরের খুব ভালো বন্ধু। এদিকে জন এখন মানুষদেরকে ধোকা দিয়ে বিভিন্ন ধরনের ঔষধ বিক্রি করে। যেগুলো উপকার তো দূরে থাক আরো মানুষের ক্ষতি করে। জন সায়মন এর কাছে একটা ঔষধ বিক্রি করতে এসেছে কিন্তু সায়মন বলে আমার কাছে তো এখন টাকা নেই। তখন জন এর মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে সে তাকে বলে তুমি চাইলে।
মোসলির ছেলে রুহ কে বিক্রি করে দিতে পারো সেই টাকা দিয়ে তুমি ওষুধটা ও কিনতে পারবে আর পাশে থাকা জমিটা ও নিজের করে নিতে পারবে। এসব কথা শুনে মোসলি ভয় পেয়ে যায়। সে সামনে এগিয়ে এসে বলে আপনারা যে জমিটার কথা বলছেন সে জমিটা তো ভালো না সেই জমিতে কোন চাষাবাদ হয় না। এই কথা শুনে সায়মন রেগে গিয়ে মোসলির দিকে একটা পাথর ছুড়ে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়।।
এরপর রাতে যখন মোসলি তার সারাদিনের কাজ শেষ করে ঘরে ফিরে আসে। তখন ছেলে তার কাছে আসে, আর তাকে বলে বাবা তাড়াতাড়ি আমার সাথে চলো আমি একটা গুহা খুঁজে পেয়েছি। কিন্তু মোসলি তার ছেলেকে বলে বাবা আমি সারাদিন কাজ করে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। এখন আমি যেতে পারব না তবুও তার ছেলের জোরাজোরির কারণে সে তার সাথে যেতে রাজি হয় যাওয়ার সময় তারা কিছু ফায়ার ফ্লাই দেখতে পায়।
সেই ফায়ার ফ্লাই গুলো তাদের সাথে গুহার ভিতরে চলে যায় মোসলি ওই গুহার ভেতরে গিয়ে অনেক অবাক হয়ে যায় কারণ গুহাটি ছিল অনেক পুরানো আর গুহার দেয়ালের মধ্যে অনেকগুলো থোরি ফ্যান এর ছবি আঁকা ছিল। কিন্তু অবাক করার বিষয় হল ছবি গুলোতে থোরি ফ্যান গুলো দুই পায়ে দাঁড়িয়ে আছে। আর তারা হাত দিয়ে কাজ করছে তখন মোসলি তার বন্ধু টরপিন এর কথা মনে পড়ে।
সে তাকে বলেছিল আজ থেকে অনেক বছর আগে থোরি ফ্যানরা দুই পায়ের উপর ভর করে চলাফেরা করতো আর তারা মানুষের মতো সব কাজও করতে পারতো। কিন্তু যুগের সাথে সাথে মানুষের অত্যাচারের কারণে সব থোরি ফ্যানরা নর্থের দিকে চলে গেছে। আর যারা এখানে থেকে যাচ্ছে তাদেরকে মানুষেরা চাকরের মত ব্যবহার করে।
এরপর মোসলি তার ছেলেকে নিয়ে ঘরে ফিরে আসে তখন মোসলি তার মালিক সায়মন আর জন এর কথাবার্তা শুনতে পায় এখানে সায়মন বলে মোসলির বউ প্রেগন্যান্ট যখন তার আরেকটা বাচ্চা হবে তখন আমি তাদের ছেলেকে বিক্রি করে দেব। এই কথা শুনে জন অনেক বেশি খুশি হয়ে যায় পরের দিন আমরা দেখতে পাই মোসলির মালিক সেই জমিটা পেয়ে গেছে।
সে মোসলি কে সেই জমিটা চাষ করতে নিয়ে যায় কিন্তু জমিতে অনেক বছর ধরে চাষাবাদ না হওয়ার কারণে সেখানকার মাটি অনেক শক্ত হয়ে গিয়েছে যার কারণে এখানে চাষ করা সম্ভব হচ্ছে না। কিন্তু এতে সায়মন খুব রেগে যায়। সে মোসলির উপর অত্যাচার শুরু করে দেয় মোসলি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে কিন্তু শেষমেষ হাল চাষ করার লাঙ্গলটা দুই টুকরো হয়ে যায়।
এটা দেখে সায়মন আরো বেশি রেগে যায় মোসলির অনেক খারাপ লাগে কারণ সে তার সাধ্যমত চেষ্টা করে গেছে। সে চিন্তা করতে থাকে সে এতদিন এই পশু রূপি মানুষের জন্য কষ্ট করে গেছে। যে কিনা তার একটা ভুলের জন্য তার ওপরে নির্মমভাবে অত্যাচার করে তাই মোসলি সিদ্ধান্ত নেয় সে নর্থে চলে যাবে। সেখানে গিয়ে সে দুই পায়ে চলাচল করা থোরি ফ্যানদের সাথে যোগাযোগ করে তার পরিবারকে এখান থেকে উদ্ধার করবে।