Gifts from loved ones are much more special.

in blurt-188398 •  22 days ago 

IMG_20241230_163527_973.jpg

Hello friends Assalamu Alaikum how are you all? I hope you are all very well by the infinite mercy of the Almighty God. I am also very well by your prayers and the infinite mercy of Allah. I hope you are also very well. Gifts received from loved ones are very special for us. Today I received a gift from my loved one which is very special for me, although it is small, but still there were some very happy moments for me.

We have to live our life as it is meant to be lived, only then can we enjoy life properly and to enjoy this you always try to be good to your loved ones and your family, if you try to be good to them then at the end of the day you will get a little success. Today I never imagined that I would get such a beautiful and special moment from my loved one, in fact every moment spent with him is very precious for me, I try to enjoy every moment a lot, I want to be happy a lot.

I tried to give myself some time today, as I woke up in the morning and became very busy with my own activities. In fact, we have to deal with everything: family, life, religion, children, and while giving time to everything, we forget that we have a life of our own. We completely forget to give ourselves time. This is not right at all. At the end of the day, when you realize that you did not give yourself time, you will regret it. There will be no use in regretting it. The more you can take care of yourself, the more you will refrain from regretting it at the end of the day.

Of course, at some point we understand the importance of giving ourselves time and giving ourselves importance, and we forget these words at some point when our mind turns to the world, we forget about scratching our heads, a girl forgets to eat her own food while working, I also do this myself, so maybe I can share it with you. Today when my loved one brought me flowers, I was actually very happy. I don't usually do that, but today I don't know why he suddenly did it.

When I woke up, I saw two flowers lying in front of me, then I asked, "Let's go for a walk." Actually, walking in the morning has become one of my habits, but today, I would go out with my loved ones. It was beyond my imagination. Then we went straight to the school in front of us. The field is actually very big, where we can have a lot of fun. Apart from having fun, we can also spend time and winter mornings are much happier. Many people like to spend this morning sleeping, but I don't like to sleep at all.

IMG_20241230_163528_706.jpg

IMG_20241230_163528_191.jpg

IMG_20241230_163528_006.jpg

I think you should definitely enjoy your time, one by one, but time is passing by. It is not right to do this. As long as you are alive, try to enjoy your time happily. The more you can enjoy life, the more you will find the real meaning of life. The moments spent with your loved ones are very sweet memories and to keep them as memories, we take many types of photography, but sometimes it happens that they get deleted due to changing our mobile phones.

Keep the moments spent with your loved ones in a place where they will be safe and sound, and be sure to take care of them, because over time, our bodies change, our looks change, and our relationships change too. Never forget this fact. And of course, to keep your love strong, keep the right perspective on each other. May everyone be well and healthy. I am leaving here like today, may Allah protect us.

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলামীনের অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আপনারাও আশা করি অনেক ভাল আছেন। প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া উপহারগুলো আমাদের জন্য অনেক বেশি স্পেশাল হয়ে থাকে। আজকে আমি আমার প্রিয় মানুষের কাছ থেকে একটা উপহার পেয়েছি যেটা আমার জন্য খুবই স্পেশাল যদিও সেটা ছোট হয়ে থাকে কিন্তু তারপরেও আমার জন্য খুবই আনন্দের কিছু মুহূর্ত ছিল।

আমাদের জীবনটাকে বেঁচে থাকার মত বেঁচে থাকতে হবে তাহলেই কিন্তু আমরা জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারব আর এই উপভোগ করার জন্য আপনি আপনার প্রিয় মানুষ এবং আপনার পরিবারকে নিয়ে সর্বদা ভালো থাকার চেষ্টা করেন আপনি যদি তাদেরকে নিয়ে ভালো থাকার চেষ্টা করেন তাহলে কিন্তু দিন শেষে আপনি একটু হলেও সফলতা পাবেন। আজকে আমি কল্পনাও করিনি আমার প্রিয় মানুষের কাছ থেকে আমি এত সুন্দর এবং একটা স্পেশাল মুহূর্ত পাব আসলে তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জন্য খুবই মূল্যবান আমি চেষ্টা করি প্রতিটা মুহূর্তে অনেক বেশি উপভোগ করার জন্য আমি অনেক বেশি আনন্দ করার জন্য।

সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কার্যক্রম নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যাওয়া মানুষটা আজকে একটু নিজেকে সময় দেয়ার চেষ্টা করেছিলাম আসলে সংসার জীবন ধর্ম সন্তান সবকিছু নিয়ে আমাদের চলতে হয় আর সবকিছুর পেছনে সময় দিতে গিয়ে আমরা ভুলে যায় নিজেদের একটা জীবন আছে নিজেদেরকে সময় দেয়ার কথা আমরা একেবারেই ভুলে যাই এটা করা মোটেও ঠিক না। দিনশেষ আপনি যখন বুঝতে পারবেন আপনি আপনাকে সময় দেননি তখন কিন্তু আপনি আফসোস করবেন তখন আফসোস করেও কোন লাভ হবে না আপনি যত বেশি আপনার যত্ন নিতে পারবেন দিনশেষে আপনি আফসোস করা থেকে তত বেশি বিরত থাকবেন।

IMG_20241230_163528_761.jpg

IMG_20241230_163528_757.jpg

অবশ্যই একটা সময় আমরা নিজেদেরকে সময় দেয়ার পাশাপাশি নিজেদের গুরুত্ব দেয়ার কথা বুঝতে পারি আর এই কথাগুলো আমরা একটা সময় ভুলে যাই যখন সংসারের প্রতি আমাদের মন চলে আসে তখন আমরা ভুলে যাই আমরা মাথা আঁচড়ানোর কথা একটা মেয়ে কাজ করতে করতে ভুলে যায় তার নিজের খাবার খাওয়ার কথা এটা আমিও নিজে করে থাকি তাই হয়তোবা আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আজকে যখন আমার প্রিয়জন আমার জন্য ফুল নিয়ে এসেছে আসলে আমি অনেক বেশি খুশি হয়েছি সচরাচর সেই কাজটা করে না কিন্তু আজকে হঠাৎ করে কেন করল সেটা আমি জানিনা।

ঘুম থেকে উঠেই দেখি আমার সামনে দুইটা ফুল পড়ে আছে তারপর জিজ্ঞেস করলাম বললে চলো একটু ঘুরে আসি আসলে সকালবেলা ঘুরাঘুরি করাটা আমার একেবারেই অন্যতম একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে কিন্তু আজকে প্রিয় মানুষের সাথে ঘুরতে বের হব এটা কল্পনার বাহিরে ছিল তারপর আমরা সোজা চলে গেলাম আমাদের সামনে যে স্কুল রয়েছে সেটাতে আসলে তার মাঠ অনেক বড় যেখানে আমরা অনেক বেশি আনন্দ করতে পারি। আনন্দ করার পাশাপাশি আমরা কিন্তু সময় কাটাতে পারি আর শীতের সকালটা অনেক বেশি সুখময় হয়ে থাকে এই সকালটাকে অনেকেই ঘুমিয়ে কাটাতে পছন্দ করে তবে আমি ঘুমিয়ে কাটাতে মোটেও পছন্দ করি না।

আমি মনে করি অবশ্যই আপনি আপনার সময়টাকে উপভোগ করুন আমাদের জীবন থেকে একটা একটা করে কিন্তু সময় চলে যাচ্ছে এটা করা মোটেও ঠিক না আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনি আপনার সময়টাকে আনন্দের সাথে উপভোগ করার চেষ্টা করুন আপনি যত বেশি আনন্দ করতে পারবেন জীবনটাকে উপভোগ করতে পারবেন তত বেশি জীবনের আসল মানেটা খুঁজে পাবেন প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্তগুলো অনেক বেশি স্মৃতি মধুর হয়ে থাকে আর সেগুলোকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য আমরা অনেক ধরনের ফটোগ্রাফি করে থাকি কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমাদের মোবাইল চেঞ্জ করার কারণে সেগুলো ডিলিট হয়ে যায়।

প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্তগুলো এমন একটা জায়গায় বন্দি করে রাখুন যেখানে সুরক্ষিত থাকবে ভালো থাকবে আর সেটা অবশ্যই খেয়াল রাখবেন কারণ সময়ের সাথে সাথে আমাদের শরীরের পরিবর্তন হয় আমাদের চেহারার পরিবর্তন হয় আমাদের সম্পর্কের মধ্যেও কিন্তু পরিবর্তন হয় এ বিষয়টা কখনোই ভুলে যাবেন না আর অবশ্যই নিজেদের ভালোবাসা অটুট রাখার জন্য একে অন্যের প্রতি যে দৃষ্টি রয়েছে সেটা অবশ্যই সঠিক রাখুন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!