![]() |
---|
আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে! যেটা আমরা মনে করি সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে! কিন্তু আসলেই কি সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যায়! নাকি আমরা সেটাকে মানিয়ে নিতে অভ্যস্ত হয়ে পড়ি।
সময়ের সাথে কোন কিছুই ঠিক হয়ে যায় না!শুধু আমরা মানিয়ে নেই কিংবা মেনে নিতে অভ্যস্ত হয়ে যায়! |
---|
আমার জায়গা থেকে আমি যদি বলি! তাহলে আমি বলব কখন ওই সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যায় না! শুধুমাত্র আমরা সেই ঘটনাটি মানিয়ে নিতে অভ্যস্ত হয়ে যাই! জীবনের সাথে তাল মিলিয়ে চলতে থাকে,,, কখনোই সবকিছু একেবারে সমাধান হয়ে যায় না।
আজকে আমরা তেমনি একটা মেয়ের কথা বলব আপনাদের সাথে,,, মেয়েটা খুবই শান্ত সৃষ্ট গ্রামের একটা মেয়ে দেখতে অসম্ভব সুন্দর।
মেয়েটা এসএসসি পাস করার পরে,,,, তার বাবার খুব ইচ্ছে ছিল তাকে বড় একটা কলেজে পড়াশোনা করাবে! কিন্তু আর্থিক দুর্বলতার কারণে,, তেমন বড় কোন কলেজে তাকে পড়াতে সক্ষম হয়নি তার বাবা।
Image source
তবুও মেয়েটার যোগ্যতার কারণে সরকারি একটা কলেজে ভর্তি হতে পেরেছে! তবে কলেজ ছিল তাদের বাড়ি থেকে,, প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার দূরে।
প্রতিদিন কলেজে যাওয়া মেয়েটার পক্ষে সম্ভব ছিল না! কেননা প্রতিদিন কলেজে গেলে তার খরচ হতো যাওয়া আসায়,, গাড়ি ভাড়া! যেটা দেয়ার মত সামর্থ্য তার বাবার ছিল না! তবুও মেয়েটা সপ্তায় দুই থেকে তিন দিন ক্লাস করার চেষ্টা করত।
এভাবে করে সে তার পড়াশোনা কন্টিনিউ করা শুরু করে! একটা সময় মেয়েটাকে একটা ছেলে পছন্দ করে! ছেলেটা একটু গুন্ডা টাইপের ছিল! পড়াশোনা তেমন একটা করতো না! কলেজে আসত শুধু মেয়েদেরকে রেগিং করার জন্য।
যদি ও ছেলেটার বাবা খুবই টাকা পয়সা ওয়ালা একজন মানুষ! যার কারণে তাকে কেউ কিছু বলার সাহস পেত না! একটা সময় ছেলেটি মেয়েটাকে প্রপোজ করে! কিন্তু মেয়েটা ভয় পায়,,, কারণ ছেলে অনেক বড়লোক! তার উপরে ছেলেটা তেমন একটা ভালো না নেশা করে! এসব দিক চিন্তা করে মেয়েটা ছেলেটাকে কিছুই বলে না।
সে তার মতো করেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে! কিন্তু ছেলেটা রোজ মেয়েটার সামনে এসে তাকে জিজ্ঞেস করছে! কিছু বলার জন্য! মেয়েটা সব সময় চুপ থাকতো, এরপরে ছেলেটা সিদ্ধান্ত নিল! মেয়েটাকে একটা শিক্ষা দেবে যাতে করে,,, সে তার প্রেমে পড়ে।
সে মেয়েটার মুখে হঠাৎ একদিন অ্যাসিড মেরে দিল। মেয়েটার মুখের একটা সাইট প্রচন্ডভাবে পোড়ে গেল! যেটা দেখার পরে মেয়েটার বাবার সাথে সাথে স্টক করল।
এরপরে মেয়েটা বোরকা পড়ে মুখে মাক্স ব্যবহার করে কলেজে আসা যাওয়া করত! যদি ও এই ঘটনার পরে মেয়েটা প্রায় তিন মাস কলেজে আসা-যাওয়া করতে পারেনি! কিন্তু তারপরেও সে তার পড়াশোনাটা চালিয়ে গেছে।
বর্তমান সময়ে মেয়েটা খুব ভালো একটা কোম্পানিতে চাকরি করে! বেশ ভালো টাকা মাইনে পায়! কিন্তু মেয়েটার মুখের অবস্থা এখনো আগের মতোই রয়ে গেছে! যদি ও মেয়েটা আগে মুখে মার্কস পড়ে রাখত,,, কিন্তু সময়ের সাথে সাথে সে তার মার্কস পরাটা ও বন্ধ করে দিয়েছে! সে মনে করে নিয়তি তাকে যেখানে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে,,, সেটাই হয়তো বা ঠিক।
এই ঘটনা থেকে আমি বুঝতে পারলাম! সময়ের সাথে কখনোই সবকিছু ঠিক হয় না! কখনোই আগের মত ফিরে পাওয়া যায় না! হয়তো বা মেয়েটা এখন ভালো চাকরি করছে! তার বাবা-মাকে বেশ ভালো একটা পজিশনে সে নিয়ে এসেছে! কিন্তু তার সেই চেহারা,,, তার সেই সৌন্দর্য! সে কি কখনো আগের মত করে ফিরে পেয়েছে।
![]() |
---|
যদি ও হয়তো বা সে তার ভালো ইনকাম করা টাকা দিয়ে,, প্লাস্টিক সার্জারি করে নেবে! কিন্তু আগের মতো তো আর,,, সে তার চেহারাটা খুজে পাবে না।
আর এখান থেকে আমি মেনে নিয়েছি! সময়ের সাথে কখনোই কোন কিছুর পরিবর্তন হয় না! সঠিকভাবে যদি ও কিছু পরিবর্তন হয়! তবে পুরো পুরি টা পরিবর্তন হওয়া অসম্ভব,,,, শুধুমাত্র আমরা সেটাকে মানিয়ে নিতে সক্ষম হয়।
আজ আর লিখছি না! এ পর্যন্তই থাক! সবাই ভালো থাকুন সুস্থ থাকুন! এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি! আল্লাহ হাফেজ।
There are some things that happen in our lives! We think that everything will be fine with time! But does everything really get fine with time! Or do we get used to it and adapt to it?
Nothing gets fixed with time! We just adapt or get used to accepting it!
If I say from my place! Then I will say that everything does not get better with time! We just get used to adapting to that fact! Life goes on,,, everything is never completely resolved.
Today we will tell you about such a girl, she is a very calm and beautiful girl from a village.
After the girl passed her SSC, her father really wanted her to study in a big college! But due to financial weakness, her father was not able to send her to such a big college.
pexels-photo-4262010.jpeg
Image source
Nevertheless, the girl was able to get admission in a government college due to her qualifications! However, the college was about 7 to 8 kilometers away from their home.
It was not possible for the girl to go to college every day! Because if she went to college every day, she would have to spend money on transportation and car rental! Which her father could not afford! Still, the girl tried to attend classes two to three days a week.
This is how he started continuing his studies! Once upon a time, a girl liked a boy! The boy was a bit of a goon! He didn't study much! He used to come to college just to tease girls.
If that boy's father is a very rich man! Because of this, no one dared to say anything to him! One time, the boy proposed to the girl! But the girl was afraid,,, because the boy was very rich! On top of that, the boy was not very good and addicted! Thinking about these aspects, the girl did not say anything to the boy.
She continues her studies just like him! But the boy comes to the girl every day and asks her! To say something! The girl always remained silent, then the boy decided! He will teach the girl a lesson so that,,, she falls in love with him.
One day, he suddenly threw acid on the girl's face. A part of the girl's face was severely burned! After seeing this, the girl's father immediately took action.
After that, the girl used to wear a burqa and a mask to go to college! Even though after this incident, the girl could not go to college for almost three months! But even then, she continued her studies.
Currently, the girl works in a very good company! She gets paid quite well! But the condition of the girl's face is still the same as before! If that girl had worn marks on her face earlier,,, but with time, she has stopped wearing her marks! She thinks that where destiny has placed her,,, maybe that is right.
From this incident I realized! Time never fixes everything! It never goes back to the way it was before! Maybe the girl is doing a good job now! She has brought her parents to a pretty good position! But that look of hers,,, that beauty! Has she ever gotten back to the way she was before?
clock-2015460_1280.webp
Image source
Maybe he'll get plastic surgery with his good earnings! But he won't be able to find his face like before.
And from here I have accepted! Nothing ever changes with time! Even if something changes properly! Then it is impossible to change the whole thing,,,, only we are able to adapt to it.
I'm not writing anymore today! That's it for now! May everyone be well and healthy! With this wish, I'm saying goodbye here like today! May Allah protect us.