Don't lose courage, friend.

in blurt-188398 •  15 days ago 
20230410_233012_0000.png

[ছবিটি এডিট করা হয়েছে canva apps দিয়ে]

সাহস হারিয়ে ফেলোনা বন্ধু,তোমাকে অনেক দূর এগিয়ে যেতে হবে।তোমার চার পাশে যারা সব সময় তোমাকে অপদার্থ বানিয়ে রাখতে চায়। আজ তুমি একটা কাজ কর, নিজেকে সফল বানিয়ে, বাকি সবাই কে তুমি অপদার্থ প্রমাণ করে দাও।

তুমি যখন আজকে থেকে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকবে, সাফল্যের অনেক দামি সেই ট্রফি টা দেখবে, কালকে তোমার হাতেই চলে এসেছে।

আপনার চার পাশের মানুষের কথায়, কখনোই কান দেবেন না। তবে একটা কথা মনে রাখবেন, আজকে যারা আপনাকে নিয়ে সমালোচনা করছে।

কালকে আপনার সফলতা অর্জন করা দেখে, তারাই আবার দেখবেন হাতে তালি দিচ্ছে।

একটা কথা কি জানেন তো, আমাদের জীবনে আমরা যে জিনিসটা খুব সহজেই পেয়ে যাই, আমরা সেই জিনিসটা মূল্যবান বলে কেউ মনে করি না।

আবার আমি এমনটাও দেখেছি, যে জিনিসটা সব কিছু থেকে আলাদা। সেটাকেই সবাই পাওয়ার জন্য জেদ ধরে বসে থাকি।

আমাদের প্রত্যেকেরই জীবনে, জিতে যাওয়ার মজাটা ঠিক তখনই হয়। যখন আমাদের আশে পাশের মানুষ গুলো। আমাদের হেরে যাওয়াটা দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করে।

আপনার জীবনে কষ্ট আসবে, দুঃখ আসবে, জীবনে অনেক বড় বড় বাধা আসবে। আপনাকে শুধু একটু ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে।

দিনশেষে দেখবেন, আগামীকাল সবার সামনে, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন।

একটা কথা সবসময় মনে রাখতে হবে, কখনোই নেশা করা যাবে না। বরং আপনি নিজেই একটা নেশা হয়ে যান। যেন আপনাকে ব্যবহার করে। এই পৃথিবীর স্বার্থপর মানুষগুলো একেবারে ই ধংস হয়ে যায়।

আপনাকে নিয়ে যদি দেখেন আপনার আশে পাশের মানুষ গুলো সমালোচনা শুরু করে। তবে কখনোই মন খারাপ করবেন না। আপনাকে সব সময় মনে রাখতে হবে সমালোচনা আর আলোচনার যোগ্যতা সব মানুষের থাকে না।

মাঝে মাঝে যদি আপনি কিছু জিনিস খুব করে চাওয়ার পরেও। সেই জিনিসটা আপনার একান্ত করে পাওয়া হবে না। তবে আপনাকে বুঝতে হবে যে সেই জিনিসটা কখনোই আপনার যোগ্য ছিল না।

আপনার আর আমার ভাগ্যে কি লেখা আছে সেটা আমাদের সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই কখনো বলতে পারবে না।

আর তাইতো আমাদের সবাইকে চেষ্টা করে যেতে হবে, আমাদের চেষ্টার মধ্যে যদি দম থাকে, তার সাথে যদি থাকে কঠোর পরিশ্রম, তবে আমাদের সবাইকে মনে রাখতে হবে।

আল্লাহ আমাদের সবার জন্য এমন দামি কিছু উপহার রেখে দিয়েছি,যা আমি আপনি কখনোই কল্পনাও করিনি।

মানুষ আমাদের বুঝতে পারেনা এটা নিয়ে কখনোই নিজেকে দোষারোপ করবেন না,এটা কখনোই আপনার দোষ নয়। আসল কথাটা হচ্ছে যেই মানুষের বুঝার ক্ষমতা যতটুকু সে ততটুকু ই বুঝতে পারবে। এর বেশি সে কখনোই বুঝতে পারবে না।

আপনি সবার বিপরীতে গিয়ে আপনার জীবনে কিছু একটা করতে চাইছেন। আবার আপনি মনে মনে এই কথাটা ও চিন্তা করতে শুরু করছেন, মানুষ আপনাকে নিয়ে আবার কি মনে করবে।

তবে একটা কথা মনে রাখবেন আপনি যদি কিছু না করে চুপচাপ বসে থাকবেন। তখন সেই মানুষ গুলো কি বলবে। তবে মনে রাখতে হবে মানুষ তো কথা বলবেই।

আর আপনি যদি তাদের কথা গুলো শুনে, আপনার কাজ বন্ধ করে দেন। একটু খেয়াল করে দেখবেন তবুও তাদের কথা কখনোই বন্ধ হবে না।

experiment-5594881_1280.jpg

ছবির উৎস কপিরাইট মুক্ত

আর তাই আমাদের উচিত মানুষের কথা শুনা,আর তাদেরকে খুশি করার চাইতে আমাদের নিজেদের কাজের প্রতি গুরুত্ব দেয়া উচিত।

Don't lose courage, my friend, you have a long way to go. There are always people around you who want to make you useless. Do one thing today, make yourself successful, and prove everyone else useless.
As you slowly move forward from today, you will see that precious trophy of success, which is in your hands tomorrow.

Never listen to the people around you. But remember one thing, those who are criticizing you today.

They will be the ones clapping their hands again when they see you succeed tomorrow .

door-673000_1280.jpg
Image source is copyright free.

Do you know one thing? No one considers the things we get very easily in our lives to be valuable.

I have also seen that everyone insists on getting something that is different from everything else.

In each of our lives, the joy of winning comes when the people around us are eagerly waiting to see us lose.

There will be hardships, sorrows, and many big obstacles in your life. You just have to move forward with a little patience.

At the end of the day, you will see that tomorrow, you will be able to stand in front of everyone.

One thing should always be remembered, never be addicted. Rather, you yourself become an addict. As if you are being used. The selfish people of this world are completely destroyed.

ear-2973126_1280.png

ছবির উৎস কপিরাইট মুক্ত

If you see people around you start criticizing you, never get upset. You always have to remember that not all people have the ability to criticize and discuss.

ear-2973126_1280.png
Image source is copyright free.

Sometimes, even if you ask for something very much, you won't get that thing for yourself. But you have to understand that you never deserved that thing.

No one except our Creator can ever tell what is written in your and my destiny.

And that's why we all have to keep trying, if there is any spirit in our efforts, if there is hard work with it, then we all have to remember that.

God has left us all with such precious gifts that I could never have imagined.

Never blame yourself for people not understanding you, it is never your fault. The truth is that a person can only understand as much as they are capable of understanding. They can never understand more than that.

earth-2129001_1280.jpg
Image source is copyright free.

You're trying to do something with your life, going against everyone else. And you're starting to think about what people will think of you.

But remember one thing, if you sit quietly and do nothing, what will those people say? But remember, people will talk.

And if you listen to their words, stop your work. Even if you pay attention, their words will never stop.

experiment-5594881_1280.jpg
Image source is copyright free.

And so we should listen to people, and focus on our own work rather than pleasing them.

@rubina203

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!