![]() |
---|
প্রজাপতি সৃষ্টিকর্তার কাছ থেকে,, অসম্ভব সৌন্দর্য নিয়ে এ পৃথিবীতে এসেছে! প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্যতম জিনিস! যেটা দেখার জন্য সবাই অনেক আগ্রহ নিয়ে থাকে! আজকে আমি আমাদের গ্রামের একটা জায়গায় ঘুরতে গিয়ে,,,, এই প্রজাপতি দেখতে পেয়েছি।
প্রজাপতির ফটোগ্রাফি এবং এর উপকারিতা |
---|
আমরা সাধারণত জানি,,, প্রজাপতির প্রধান কাজ হচ্ছে উদ্ভিদ এর পরাগায়ন করতে,,, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় আমরা প্রজাপতির আচরণ দেখে আমাদের প্রকৃতির পরিবর্তন বুঝতে পারে! আবার অনেকেই বলেছে প্রজাপতির পাখায়,,, যে উদ্ভিদ রয়েছে! সেটা দিয়ে সৌরশক্তি উৎপাদন করা সম্ভব! যেটা কিনা একটা সোলার প্যানেলের থেকে 10 গুণ বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
প্রজাপতি যে শুধু দেখতে সুন্দর তা কিন্তু নয়! প্রজাপতি বিভিন্ন গবেষণাগারে বিক্রি করা হয়ে থাকে! বিশেষ করে আমাদের দেশে প্রত্যেক বছর,, প্রায় কয়েক বিলিয়ন ডলার এই প্রজাপতি বিক্রি করা হয়ে থাকে। যার কারণে আমাদের দেশে অর্থনৈতিক মুদ্রা ও অর্জন করা হয়,,, এই প্রজাপতি দিয়ে।
![]() |
---|
![]() |
---|
প্রকৃতির এই অসম্ভব সৌন্দর্য আমরা খুব কাছ থেকেই উপলব্ধি করার চেষ্টা করলেও,,, কাছ থেকে উপলব্ধি করা সম্ভব নয়! কারণ প্রজাপতি এমন একটা প্রাণী! যার কাছে যাওয়ার সাথে সাথে সে উড়ে চলে যায় অন্য জায়গায়! তার এই সৌন্দর্য কাছ থেকে উপভোগ করার ভাগ্য প্রত্যেকের হয় না।
কিন্তু ভাগ্যক্রমে আজকে আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে,,, এই প্রজাপতির টার সৌন্দর্য খুব কাছ থেকে উপলব্ধি করলাম! দেখতে অসম্ভব সুন্দর লাগছিল।
প্রজাপতি দেখতে অনেকটা অদ্ভুত,,, এর শরীল অনেকটা বেলুনের মতো! বিভিন্ন আকৃতি দিয়ে তৈরি করা! শেষের যে দুই থেকে তিনটা অংশ আছে! সেখানে তাদের যৌনাঙ্গ ফিক্সড করা।
এ সকল প্রজাপতি যে সব ধরনের খাবার গ্রহণ করে থাকে! সেগুলোর নাম শুনলে আপনি অনেকটা অবাক হবেন! বিশেষ করে প্রজাপতির প্রধান খাদ্য হচ্ছে উদ্ভিদের রস,,, মানুষের ঘাম,,, আবার বিভিন্ন ধরনের পচা জিনিসের রস খেয়ে থাকে! যা শুনলেই আমাদের কাছে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি!
![]() |
---|
![]() |
---|
আমাদের অনেকেরই প্রশ্ন থাকে! এই প্রজাপতি গুলো দিনের শেষ অংশ থেকে পরবর্তী দিন সকাল হওয়া পর্যন্ত কোথায় থাকে! পরে আমি যখন একটু ঘাটাঘাটি করে জানতে পারলাম! যে এটা বিভিন্ন ধরনের বিল্ডিং এর বাজে,,, গাছের সরু কোন জায়গা,, কিংবা ঘরের সরু কোন জায়গায় অবস্থান করে! যার কারণে দিনের শেষ ভাগ থেকে পরবর্তী দিন সকাল পর্যন্ত,,, এদেরকে বেশিরভাগ দেখা যায় না।
আসলে সৃষ্টিকর্তা এ পৃথিবীতে যত ধরনের উদ্ভিদ যত ধরনের প্রাণী সৃষ্টি করেছে! প্রত্যেকটা উদ্ভিদ প্রত্যেকটা প্রাণী মানুষের কোনো না কোনোভাবেই উপকার করে থাকে! ঠিক তেমনি এই প্রজাপতি গুলোও আমাদের অনেক উপকার করে,,, এবং বৈদেশিক মুদ্রা অর্জনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আমি যে কয়টা প্রজাপতির ফটোগ্রাফি করেছি,,, প্রত্যেকটা ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করছি।
আজ আর লিখছি না! সবাই ভালো থাকুন সুস্থ থাকুন! এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি! আল্লাহ হাফেজ।
Device | Name |
---|---|
Android | vivo Y20G |
Camera | triple camera 1:2.2-2 2.4 asph |
Location | Bangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 |
Short by | @rubina203 |
The butterfly has come to this world with incredible beauty from the Creator! One of the things of natural beauty! Which everyone is very interested in seeing! Today, while visiting a place in our village,,,, I saw this butterfly.
Butterfly photography and its benefits
We generally know,,, The main function of butterflies is to pollinate plants,,, It plays an important role. Many times we can understand the changes in our nature by watching the behavior of butterflies! Again, many people have said that the plant that is in the wings of butterflies,,, It is possible to produce solar energy with that! Which plays a role 10 times more important than a solar panel.
Butterflies are not only beautiful to look at! Butterflies are sold to various research laboratories! Especially in our country, every year, about several billion dollars of these butterflies are sold. Due to which our country also earns economic currency,,, with these butterflies.
IMG_20230628_161141_295.jpg
IMG_20230628_161141_341.jpg
Even if we try to appreciate this incredible beauty of nature from very close,,, it is not possible to appreciate it from close! Because a butterfly is such an animal! As soon as you approach it, it flies away to another place! Not everyone is lucky enough to enjoy this beauty from close.
But luckily, today, while I was enjoying the natural beauty, I got to see the beauty of this butterfly up close! It looked incredibly beautiful.
Butterflies look very strange,,, their bodies are like balloons! Made of different shapes! The last two to three parts! Their genitals are fixed there.
You will be surprised to hear the names of all the types of food that these butterflies eat! Especially the main food of butterflies is plant sap,,, human sweat,,, and they also eat the sap of various rotten things! Although it may seem surprising to us to hear this, it is true!
IMG_20230628_161141_263.jpg
IMG_20230628_161140_938.jpg
Many of us have questions! Where do these butterflies stay from the end of the day until the next morning! Later, when I did a little research, I found out! That they are on the roofs of various buildings,,, a narrow place in a tree,,, or a narrow place in a house! Due to which, from the end of the day until the next morning,,, they are mostly not seen.
In fact, the Creator has created as many types of plants as there are animals on this earth! Every plant, every animal benefits humans in some way or another! Similarly, these butterflies also benefit us a lot,,, and play a very important role in earning foreign currency.
I am sharing with you every single butterfly photograph I have taken.
I'm not writing anymore today! May everyone be well and healthy! With this wish, I'm saying goodbye here like today! May Allah protect us.