Hello friends Assalamu Alaikum How are you all? I hope that by the infinite mercy of the Almighty Allah you are all very well. I am also very well by your prayers and by the infinite mercy of Allah. For some time now, it has become very difficult to go out anywhere due to family problems, but efforts are still being made to solve some problems. I hope that I will be able to return to my place again after solving the problem very soon, Insha Allah. So yesterday we all decided to set up a Khichuri house in our upazila where all kinds of Khichuri are available. Because it is currently winter and during this time, Khichuri is one of our favorite foods.
I have been hearing the announcement on the mic for a long time but I can't find the time to go, that's the big deal. So we all decided yesterday that we can't miss it and we have to go quickly, otherwise the winter is ending, what's the fun in the winter if we can't eat. So everyone got ready at 10 am, I had already completed all the work at home, then everyone went out, as soon as we left, it was 11 o'clock, then we had to wait for a long time for the car, actually there is a prayer in Ujani, due to which a lot of people are going to and from the mahfil, so it has become very difficult to get a car.
After waiting for 30 minutes, I got a car and went straight to the upazila. But to reach the khichuri house, we needed another car because it was far away from the upazila, so I bought another CNG and then we went straight to the khichuri house. When we arrived at the khichuri house, the atmosphere was so beautiful that I will definitely share it with you. The food of a place with such a beautiful atmosphere must also be much better. What do you think? Let's talk about the food. First, we discussed with them what types of khichuri are available. They gave us each a piece of khichuri.
After seeing that, I was really surprised because you can find all kinds of khichuri there, from stuffed khichuri to hilsa fish khichuri. We ordered everything because we thought that if we ordered every khichuri, even if everyone ate one lokma, then Alhamdulillah, our stomachs would be full.
Then we ordered ten-layer khichuri. You can understand from my photography that such a beautiful song was coming from the khichuri. Needless to say, our stomachs were full after eating. After that, everyone ate a small amount of each khichuri one by one. They told us that since it was almost the end of their year, it would be wrong to tell them that everyone has a package going on at the end of the year at their restaurant where if you order 10-layer bharta or 10-layer khichuri, you can eat unlimited, that is, you can eat as much as you want.
After hearing this, we were even more surprised that the khichdi was made with ghee, which made it taste as good as it tasted. We tried so hard but we couldn't make it like them. What else can I say, they make it so delicious that there was such a crowd in their restaurant? We spent two and a half hours there and within two and a half hours, the line was already formed in their restaurant. Then we talked to them for a while and tried to find out about the matter. When they said, "You will definitely come the next day, we will share the recipe with you secretly," I was very happy to hear this. Actually, there is a reason behind saying this.
Hey, I have a brother with whom I shared the matter and he shared it with his owner. He told me to share the matter with him, which makes me very happy. Of course, if I make it, I will definitely share it with you. Bhuna Khichuri is one of my favorite dishes. If you want to come here, definitely let me know in the comment box, then I will share the location with you. Everyone, stay well and healthy. I am saying goodbye here like today. May Allah Hafez protect you. And of course, don't forget to let me know how everyone is.
হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলামীনের অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। বেশ কিছুদিন ধরেই পারিবারিক সমস্যার কারণে কোন জায়গায় ঘুরতে বের হওয়া অনেক বেশি মুশকিল হয়ে গেছে তবে কিছুটা সমস্যার সমাধান করার চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। আশা করছি খুব দ্রুত সমস্যা সমাধান করে আবারো নিজের জায়গায় ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ তাই গতকালকে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের উপজেলাতে একটা খিচুড়ি ঘর তৈরি হয়েছে যেখানে কিনা সব ধরনের খিচুড়ি পাওয়া যায়। কেননা বর্তমান সময়ে শীতের সময় আর এই সময়ে খিচুড়ি আমাদের খুবই প্রিয় একটা খাবারের তালিকার মধ্যে পড়ে।
অনেকদিন ধরেই মাইকে অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছি কিন্তু যাওয়ার সময় পাচ্ছি না এটাই হচ্ছে বড় কথা। তাই গতকালকে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আর মিস করা যাবে না তাড়াতাড়ি করে যেতে হবে তা না হলে শীত ফুরিয়ে যাচ্ছে শীতের সময় যদি না খেতে পারি তাহলে আর কিসের মজা। তাই সকাল দশটার সময় সবাই রেডি হয়ে গেলাম ঘরে যাবতীয় কাজ আমি আগে থেকেই সম্পূর্ণ করে নিয়েছিলাম তারপর সবাই মিলে বেরিয়ে পড়লাম বের হতেই আমাদের এগারোটা বেজে গেল এরপর গাড়ির জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হলো আসলে উজানীর মধ্যে ওয়াজ রয়েছে যার কারণে মাহফিল অনেক বেশি মানুষ ওখানে যাওয়া আসা করছে তাই গাড়ি পাওয়াটা একেবারেই কষ্টকর হয়ে গেছে।
দীর্ঘ ৩০ মিনিট অপেক্ষা করার পর একটা গাড়ি পেয়েছিলাম ওটা নিয়ে সোজা চলে গেলাম উপজেলাতে কিন্তু খিচুড়ি ঘরে পৌঁছাতে আমাদের আরও একটা গাড়ির প্রয়োজন কেননা ওটা উপজেলা থেকে অনেকটা দূরে অবস্থিত তাই আবারও আরেকটা সিএনজি নিয়ে নিলাম তারপর ওটাই করে সোজা চলে গেলাম আমরা সবাই খিচুড়ি ঘরে আসলে এত পরিমাণে সুন্দর লাগছিল পরিবেশটা যেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যার পরিবেশ এত পরিমাণে সুন্দর ছিল তার খাবারও নিশ্চয়ই অনেক বেশি ভালো হবে কি বলেন আপনারা চলুন এবার খাবার সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি প্রথমত আমরা তাদের সাথে আলোচনা করেছিলাম কি কি ধরনের খিচুড়ি পাওয়া যায় তারা আমাদের প্রতিটা খিচুড়ির একটা চাট সামনে দিয়ে দিল।
যেটা দেখার পর রীতিমতো আমি অবাক হয়েছিলাম কেননা ওখানে সব ধরনের খিচুড়ি পাবেন ভর্তা খিচুড়ি থেকে শুরু করে ইলিশ মাছ খিচুড়ি সবকিছুই পাওয়া যায় আমরা সব ধরনের কিছুই অর্ডার করেছিলাম কেননা আমরা চিন্তা করলাম প্রতিটা খিচুড়ি যদি আমরা অর্ডার করি সবাই যদি এক লোকমা করেও খাই তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পেট ভরে যাবে।
এরপরে আমরা দশ পদের খিচুড়ি অর্ডার করেছিলাম আপনারা আমার ফটোগ্রাফি দেখলেই বুঝতে পারবেন আসলে খিচুড়িগুলো থেকে এত সুন্দর একটা গান আসছিল কি আর বলব না খেতে আমাদের পেট ভরে গেল।। এরপর সবাই এক এক করে প্রতিটা খিচুড়ি থেকে অল্প পরিমাণে খেয়ে নিয়েছিলাম ওরা আমাদেরকে বলেছিল যেহেতু ওদের বছর শেষ প্রায় ওদের বললে ভুল হবে সবারই বছর শেষে পর্যায়ে তোদের একটা প্যাকেজ চলছে ওদের রেস্টুরেন্টে যেখানে আপনি যদি 10 পদের ভর্তা বা ১০ পদের খিচুড়ি অর্ডার করে থাকেন তাহলে কিন্তু আপনি আনলিমিটেড খেতে পারবেন অর্থাৎ আপনি যতটুকু পারেন আপনি খেতে পারবেন।
এটা শোনার পর আমরা আরো বেশি অবাক হয়েছিলাম গাওয়া ঘি দিয়ে খিচুড়ি তৈরি করা হয়েছে যার কারণে তার ঘ্রান যেমন ছিল খেতেও ঠিক ততটাই মজার ছিল। আমরা এত চেষ্টা করেও কিন্তু তাদের মত করে তৈরি করতে পারি না তারা এতটা সুস্বাদু করে তৈরি করে যে তাদের রেস্টুরেন্টে এত পরিমাণে ভিড় ছিল কি আর বলবো আমরা আড়াই ঘন্টা সময় সেখানে বার করেছি আর আড়াই ঘণ্টার মধ্যে তাদের রেস্টুরেন্টে লাইন ধরে গেছে এরপর তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করলাম তারা বললে আপনারা পরবর্তী একদিন আসবেন অবশ্যই আপনাদের সাথে রেসিপি আমরা গোপনে শেয়ার করব এটা শুনে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম আসলে এটা বলার পেছনে একটা কারণ রয়েছে।
আরে আমার একটা ভাই রয়েছে যার সাথে আমি বিষয়টা শেয়ার করেছিলাম ও ওর মালিকের সাথে শেয়ার করেছিল উনি বলেছিল আমাকে বিষয়টা শেয়ার করবে যার কারণে আমি অনেক বেশি আনন্দিত তো অবশ্যই আমি যদি তৈরি করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর ভুনা খিচুড়ি আমার খুবই প্রিয় একটা খাবার আর আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি আপনাদের ওখানে আসার লোকেশন শেয়ার করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর অবশ্যই সবাই কেমন আছেন জানাতে ভুলবেন না।