Laitta fish stew

in blurt-188398 •  21 days ago 

IMG_20241231_212354_111.jpg

Hello friends Assalamu Alaikum how are you all I hope you are doing well by the grace of the Almighty Allah I am also doing well Alhamdulillah actually Laitta fish is one of my favorite fish and if you cook this fish you don't need anything else. I have been talking about bringing this fish for several days now my husband doesn't eat fish so he is reluctant to bring it but I like it a lot especially when the man cooks kachur lathi with dried fish it is a different pleasure to eat it.

When it was not brought after much talking, I went to the market myself. In fact, I haven't been to the market for a long time, which is why it is not brought. When I went today, I found the fish in front of me. I was very happy to see it. Then I did what I needed, that is, I took one kilogram of fish. In fact, this fish is kept in large quantities with ice. No matter how much you weigh, if you measure it later and write it down, you will get much less than the weight. This is absolutely true.

When I brought it home, I first cut the fish into pieces, washed them, cleaned them, and soaked them in water for a while because the amount of ice was too much. When the ice was completely gone, I placed the fish in a colander to drain the water. This will drain the water completely and make it much easier for me to cook. If there is excess water in the fish, then keep in mind that there is a possibility that your fish will melt.

And if you add extra salt to the fish fry, you will definitely want to eat it. Today I am cooking, you will definitely see. Then what I did was I took green chillies, tomatoes, onions and coriander leaves as per the requirement. Then I chopped everything. Once everything was chopped, I put the pot in the stove. Then what I did was I heated the oil, added the onion and garlic paste. Now I ground these two well. Then I used tomatoes one by one and various spices, including cumin, turmeric and chilli. I ground all the spices and added a little water and ground them again.

I ground the spices for at least 30 minutes, my mother says that the more you grind the spices, the better your curry will taste. When the spices were ground well, I put the drained fish in it. It doesn't take much time to cook the fish. My fish was cooked in just 5 minutes. Then I added coriander leaves on top of it. The color of the fish looks so beautiful because of the chili powder that I can't explain to you.

You can understand how beautiful it was just by looking at the color. If you want, you can also easily cook and eat laitta fish in a new way like this. It is very delicious and much more fun. You can understand how my cooking turned out by looking at the photography. Of course, don't forget to let me know how it turned out. I am saying goodbye here like today. May everyone be well and healthy, may Allah have mercy on them.

IMG_20241231_212354_073.jpg

IMG_20241231_212354_179.jpg

IMG_20241231_212354_852.jpg

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে লইট্টা মাছ আমার খুবই প্রিয় একটা ওয়াজ এই মাছের চচ্চড়ি করলে আবার কোন কিছুই লাগে না। আজকে বেশ কয়েকদিন ধরেই এই মাছ আনার কথা বলছি আমার হাজবেন্ডের মাছ খায় না তাই ও আনতে নারাজ কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে লোকটা শুটকি দিয়ে কচুর লতি রান্না করলে সেটা খাওয়ার মজাটাই অন্যরকম।

অনেক বলার পরেও যখন আনা হয়নি তখন আমি নিজেই গিয়েছিলাম বাজারে আসলে অনেকদিন ধরে বাজারে যাওয়া হয় না যার কারণে নিয়ে আসা হয় না আজকে যখন গিয়েছিলাম সামনেই পেয়েছি মাছ দেখে অনেক বেশি খুশি হয়েছি এরপর আমি যেটা করলাম নিজের প্রয়োজন অনুযায়ী অর্থাৎ এক কেজি মাছ নিয়েছি আসলে এই মাছের প্রচুর পরিমাণে বরফ দিয়ে রাখা হয় আপনি ওজনে যতই নেন না কেন পরবর্তী সময় যদি মেপে লেখেন তাহলে ওজনের থেকে অনেক কম পাবেন এটা একেবারেই বাস্তব।

বাসায় নিয়ে আসে প্রথম অবস্থায় আমি সুন্দর করে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কেননা বরফের পরিমাণটা অনেক বেশি ছিল সেটা কমে যাওয়ার জন্য যখন সম্পূর্ণ পরিমাণে বরফ চলে গেল তখন আমি যেটা করলাম সুন্দরভাবে মাছগুলোকে পানি ঝরার জন্য একটা জালজিটের মধ্যে রেখে দিলাম। এতে করে পানিটা পুরোপুরি ঝরে যাবে এবং আমার রান্নাবান্না করতে অনেক বেশি সুবিধা হবে অতিরিক্ত মাছের মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু আপনার মাছ গলে যাওয়া সম্ভাবনা থাকে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন।

আর অতিরিক্ত ঝাল দিয়ে লইট্টা মাছের চচ্চড়ি করলে খেতেই মন চায় আজকে আমি রান্না করছি আপনারা অবশ্যই দেখবেন এরপর আমি যেটা করলাম আমি প্রয়োজন অনুযায়ী কাঁচামরিচ টমেটো পেঁয়াজ এবং তার সাথে নিয়েছিলাম ধনিয়া পাতা এরপর আমি সবকিছু কুচি করে নিয়েছিলাম সবকিছু কুচি করা হয়ে গেলে চুলার মধ্যে পাত্র বসিয়ে দিলাম। এরপর আমি যেটা করলাম তেল গরম করে নিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলাম রসুন বাটা ছেড়ে দিয়েছিলাম এবার এই দুইটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম এরপর এক এক করে টমেটো এবং বিভিন্ন ধরনের মসলা ব্যবহার করেছি যার মধ্যে জিরা হলুদ মরিচ। সমস্ত মসলা কষিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে আবারো কষিয়ে নিলাম।

মিনিমাম ৩০ মিনিট ধরে আমি মসলাটা কষিয়েছি আসলে আমার মা বলে থাকে মসলা আপনি যত বেশি কষাবেন আপনার তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। মসলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পানি ঝরে যাওয়া মাছ এখানে দিয়েছিলাম আসলে মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না মাত্র ৫ মিনিটের মধ্যেই আমার মাছ রান্না হয়ে গেছে তারপর আমি যেটা করলাম তার উপরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম আসলে মরিচের গুঁড়া দেয়ার কারণে মাছের কালারটা এত পরিমাণে সুন্দর দেখাচ্ছে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না।

আপনারা কালার দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর ছিল তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই এভাবে নতুন একটা পদ্ধতিতে লইট্টা মাছ রান্না করে খেতে পারেন এটা কিন্তু খুবই সুস্বাদু এবং অনেক বেশি মজার হয়েছে আপনারা ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছেন তা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord