![]() |
---|
মন আমার হয়েছে উতাল
প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইছে মন বারবার
এ যেন প্রকৃতির এক নতুন রূপ
আমি যেন হয়েছি মাতাল
আমি কোন কবি নই, নয়তো কোন লেখক, প্রকৃতিকে দেখে এ কথাগুলো যেন মনের মধ্যে হঠাৎ করেই আবিষ্কার হলো। তাই এ দু চারটে লাইন লিখলাম জানিনা কেমন হয়েছে।
আজকে তিনদিন যাবত প্রচুর বৃষ্টি, কিন্তু আজকে ঘুম থেকে খুব ভোরে উঠেছিলাম। এরপরে দেখলাম পুব আকাশে সূর্য মামা উঁকি দিচ্ছে, চারপাশে যেন অন্যরকম এক সৌন্দর্য ছড়িয়ে পড়েছে।
যেদিকে তাকাই সেদিকেই গাছে গাছে নতুন পাতা, যেহেতু বসন্তকাল চলে গেছে, বসন্তের সময় প্রত্যেকটা গাছ থেকেই পাতা ঝরে গেছে। তারা আবারও নিজেদেরকে নতুন পাতায় ভরিয়ে নিয়েছে।
আমি কাজের সুবাদে ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে ছাদের পাশে থাকা গাছগুলোর দিকে তাকিয়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। অসম্ভব সুন্দর লাগছিল, একেতো সবুজের সমরহ দ্বিতীয়ত নতুন পাতায় ভরে গেছে সমস্ত গাছ।
![]() |
---|
![]() |
---|
নীল আকাশের নিচে দাঁড়িয়ে, আমি একটু উপরের দিকে তাকালাম, তাকিয়ে দেখি উপরে নীল আকাশ মাঝখানে সবুজের সমারোহ, নিচে আমি দাঁড়িয়ে আছি। আমার কাছে ঠিক কতটা ভালো লাগছিল, সেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু অসম্ভব ভালো লাগা কাজ করছিল।
বসন্তের শেষের দিকে প্রত্যেকটা গাছের পাতা ঝরে গিয়ে। তারা নিজেদেরকে আবারো নতুন রূপ দিয়েছে। বিশেষ করে আমরা যখন নতুন বউ ঘরে আনি, তখন সবাই নতুন ভাবে তাকে দেখার জন্য আসে। আজকে আমার কাছে মনে হয়েছিল, আমি ঠিক তেমনি গাছের সেই নতুন পাতাগুলোকে, নতুন বউয়ের মত বেশ খানিকটা সময় দেখে নিয়েছিলাম।
কাজের সুবাদে ছাদে যাওয়ার ফলে, মোবাইলটা নিয়ে যাওয়া হয়নি। পরে ভাবলাম এই নতুন গাছের নতুন পাতার কিছু ফটোগ্রাফি তুলে রাখা দরকার। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই নিচে আসলাম, এসে মোবাইলটা হাতে নিয়ে নিলাম এবং আবার ছাদে গেলাম।
![]() |
---|
![]() |
---|
সেখানে গিয়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। এরপরে কিছু ফটোগ্রাফি তুললাম, আমার কাছে ফটোগ্রাফি গুলো অসাধারণ লেগেছে। জানিনা আপনাদের কাছে কেমন লাগবে, তারপরেও শেয়ার করছি, নিশ্চয়ই ভালো লাগবে।কারণ প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুঃসাধ্য কর ব্যাপার।
প্রকৃতিকে আমরা যতই দেখি ততই মুগ্ধ হই। প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি কারো অনিহা প্রকাশ করার মতো, কোনো ব্যক্তি আমি আজও খুঁজে পাইনি।
প্রত্যেকদিনই নতুন কিছু দেখার আমাদের ভাগ্যে জোটে। কারণ আমরা যারা গ্রামে বসবাস করি, তার প্রত্যেক দিনই গ্রামের সৌন্দর্যের নতুন এক অংশ উপভোগ করতে পারি। যেমনটা আমি করি তেমনটা হয়তোবা যারা গ্রামে বসবাস করে তারাও করে। প্রকৃতির নতুন ভাবেই আবার নিজেকে রাঙিয়ে নেয়, প্রত্যেকদিন প্রকৃতির একটা রূপ আমরা দেখতে পাই।
![]() |
---|
![]() |
---|
প্রকৃতিকে নিয়ে কথা বলা কখনোই শেষ হবে না। তাই আজ আর লিখছি না। আজ এখানেই শেষ করলাম আমার লেখাটি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। এই কামনা করি আজকের মত এখানেই বিদায় নিলাম।
Device | Name |
---|---|
Android | vivo Y20G |
Camera | triple camera 1:2.2-2 2.4 asph |
Location | Bangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 |
Short by | @rubina203 |