আজকে আমি তোমাদের জন্যে মাই গার্লফ্রেন্ড এলিয়েন এর তৃতীয় পর্ব নিয়ে চলে এসেছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই। আশা করি গত পর্ব তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে দ্বিতীয় পর্ব শুরু করার আগে গত পর্বে সামান্য পরিমাণ একটু আলোচনা করব গত পর্বে আমরা দেখতে পেয়েছি সাউছি স্যালারি পেয়ে অনেক বেশি খুশি ছিল তাহলে এবার জানা যাক পরবর্তী পর্বে কি হয়েছে।
শপিং শেষ করে সে ফাং কে কল করে।ফাং ও সাউচির সঙ্গে দেখা করতে চলে এসেছে। তখন সাউছি ফাং কে পুতুলটি দেয়। পুতুল দেখে ফাং হাসতে থাকে। পুতুলকে নিয়ে এসে তার সাথে দুষ্টামি শুরু করে। এমন সময় ফাং এর সেক্রেটারি তাকে কল করে জানায় তার সৎ মা মিস্টার ফিলনার এর সাথে কথা বলছে আসলে এই ফিলনার আর্ট এক্সিবিশনের আয়োজন করেছে।
কিন্তু ফাং এর সৎ মা বলে লাই কে আসলে জোর করে আর্ট এক্সিবিশনে পাঠানো হয়েছে ও নিজের ইচ্ছায় এসব করছে না এটা শুনে ফিলনার এক্সিবিশন বন্ধ করে দেয়। এজন্য ফাং ও সাউচির দুজনেই চিন্তায় পড়ে যায়। এরপর ফাং লাই এর সাথে কথা বলতে আসে ফাং বলে এখন আমার মনে হচ্ছে সত্যিই আমি তোমাকে আর্ট করাতে জোরাজোরি করি। এখন থেকে আমি আর তোমাকে জোর করব না তখন লাই বলে এতদিন আমি আর্ট নিয়ে সিরিয়াছ ছিলাম না কিন্তু আমি এখন এক্সিবিশনের জন্য মন দিয়ে আর্ট করব। কারণ আমি তোমাকে খুশি দেখতে চাই
এ কথা শুনে ফাং অনেক খুশি হয়ে যায় এরপর সাউছি এসে ফাং কে বলে একবার যদি আমাকে ফিলনার এর সাথে কথা বলতে দাও তাহলে সবকিছু ঠিক করে দিব। ফাং বলে দরকার নেই আমি একাই সবকিছু সামলে নেব। সাউছি বলে কেন সব সময় সবকিছু একা করতে চাও আমি তোমার পাশে থাকতে চাই। সাউছির কথায় ফাং বলে ঠিক আছে তুমি যখন এত করে বলছো তোমাকে একটা সুযোগ দিয়ে দেখি। এরপর সেক্রেটারি সবকিছু খোঁজখবর নিয়ে জানতে পারে ফিলনার কাল সকালে এখান থেকে চলে যাবে। তবে এখন সেটা হোটেলে রয়েছে। তবে সেখানকার সিকিউরিটি সিস্টেম অনেক কড়া।
এটা শুনে সাউছি বলে কোন সমস্যা নেই আমরা এখনই তার সাথে দেখা করতে যাবো। এরপর সাউছি তার পাওয়ার ইউজ করে হোটেলের সবাইকেই ফ্রিজ করে দেয়। আর ফাং কে নিয়ে মিস্টার ফিলনার এর রুমে চলে যায়।
তখন ফাং মিস্টার ফিলনার কে বুঝিয়ে বলে আসলে আপনি ভুল বুঝেছেন আমি লাই কে জোর করছি না এটা লাই এর স্বপ্ন। আর আমিও স্বপ্নটা পূরণ করতে চাচ্ছি। মিস্টার ফিলনার ফাং এর সব কথা বুঝতে পারে। কিন্তু সে বলে এখন তো এক্সিবিশন ক্যান্সেল হয়ে গেছে। পরবর্তীতে আমরা আবারও একসাথে কাজ করব।
এরপর ফাং মিস্টার ফীলনার এর সাথে অনেক ড্রিংক করে যাতে মাতাল হওয়ার কারণে ফিলনার তার কালকের ফ্লাইট মিস করে।ফাং নিজেও অনেক বেশি ড্রিংকস করার কারণে মাতাল হয়ে যায়। সাউছি তখন তাকে বাসায় নিয়ে আসে। সাউছি যখন চলে যাবে তখন ফাং তার হাত ধরে বলে প্লিজ মা আমাকে ছেড়ে যেও না এরপরে সাউছির কুলে মাথা রেখে অনেক কান্না করতে থাকে।
এটা দেখে সাউছির অনেক মায়া হয় তাই সাউছি বাসায় না গিয়ে এখানেই থেকে যায়। সকালবেলা ফাং ঘুম থেকে উঠে দেখে তার গায়ে অন্য জামা কাপড় আবার ওয়াশ রুম থেকে কারো আওয়াজ শোনা যাচ্ছে তখন সে ভাবতে থাকে মাতাল হয়ে হয়তো বা সাউছির সাথে উল্টাপাল্টা কিছু করেছে। তখনই ওয়াশরুম থেকে তার সেক্রেটারি বের হয়ে আসে। ফাং তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো তার সেক্রেটারি তাকে বলে কাল রাতে আপনি বমি করেছেন তাই সাউছি আমাকে কল করে ডেকে এনেছে। একটু পরেই তারা দুজন ডাইনিং রুমে এসে দেখে সাউছি তাদের জন্য অনেক রকমের খাবার বানিয়েছে। এত খাবার দেখে তার সেক্রেটারি অনেক বেশি খুশি হয়। এরপর সেক্রেটারি তাদেরকে জানায় ফিলনার কালকে বাড়ি যেতে পারেনি। আমাদের প্ল্যান সাকসেস হয়েছে এটা শুনে সাউছি আর ফাং অনেক খুশি হয় এরপর সাউছি লাই এর সাথে দেখা করে লাই বলে জান সাউছি ভাইয়াকে একদিন মজা করে বলেছিলাম আমি একটা আর্ট এক্সিকেসন করব এরপর আমি এই কথা ভুলেই গিয়েছিলাম কিন্তু ভাইয়া ঠিকই মনে রেখেছেন।
Today I am bringing you the second episode of the popular drama My Girlfriend Alien on Movie Story Channel. Hello friends how are you all. I hope you liked the last episode a lot before starting the second episode, I will discuss a little bit about the last episode. In the last episode, we saw that Souchi was very happy to get a salary, so now let's know what happened in the next episode.
After shopping, she calls Fang. Fang has come to meet Souchi. Sou Chi then gives the doll to Fang. Fang smiled at the doll. Brings the doll and starts mischief with it. At that time, Fung's secretary calls him and tells him that his stepmother is talking to Mr. Filner, who actually organized the Filner art exhibition.
But Filner shuts down the exhibition after Fung's stepmother says that Lai has actually been sent to the art exhibition by force and is not doing it of her own free will. Because of this, both Fang and Sauchi were worried. Fang then comes to talk to Lai, Fang says now I feel like I really force you to do art. From now I won't force you then Lai says till now I was not serious about art but now I will do art with heart for exhibition. Because I want to see you happy
Fang is very happy after hearing this and Souchi comes and tells Fang that if you let me talk to Filner once then I will fix everything. Fang says no need I will handle everything alone. Sauchi says why do you always want to do everything alone, I want to be by your side. Fang tells Sauchie that ok when you say so much let me give you a chance. Then the secretary inquires about everything and finds out that Filner will be leaving tomorrow morning. But now it is in the hotel. But the security system there is very strict.
Hearing this Sauchi said no problem we will go meet him now. Then Souchi uses his power to freeze everyone in the hotel. And Fung goes to Mr. Filner's room.
Fung then explains to Mr. Filner that you have misunderstood, I am not forcing Lai, it is Lai's dream. And I also want to fulfill the dream. Mr. Filner understands all of Fung's words. But he says now the exhibition has been cancelled. Later we will work together again.
Fung then drinks too much with Mr. Filner so drunk that Filner misses his flight tomorrow. Fung also gets drunk from drinking too much. Souchi then brings him home. As Souchi leaves, Fang holds her hand and says please mom don't leave me then puts her head on Souchi's lap and starts crying a lot.
Seeing this, Sauchi is very impressed, so Sauchi stays here instead of going home. In the morning, Fang wakes up to see that he is wearing different clothes and someone's voice is heard from the wash room, then he starts to think that maybe he got drunk or did something wrong with Sauchi. Just then his secretary came out from the washroom. Fang asks him what are you doing here his secretary tells him you vomited last night so Souchi called me. A little later, they both came to the dining room and saw that Souchi had prepared many kinds of food for them. His secretary is very happy to see so much food. The secretary then told them Filner couldn't go home tomorrow. Suchi and Fang are very happy after hearing that our plan is successful, then Suchi meets Lai and calls him Lai. One day, Suchi jokingly told Biya that I will do an art execution, then I forgot about it, but Biya remembers it right.