Then, while going to the doctor, the two started arguing in the car. Then Han deliberately braked the car very hard so that Sau Chi Fang fell into his lap. And their argument stopped, but they couldn't stop arguing so easily. When they got to the doctor, the doctor realized that they had an argument. So the doctor started asking various questions to fix their relationship.
The doctor first asks them where did you two first kiss, then Sauchi says Fang's house and Fang says Chai's restaurant, after hearing this Sauchi says I was sick at that time. And you took advantage of that, Fang says you had a cold and you kissed me, not me. Sauchi says you did something else with me after the kiss. Fang says I didn't give you a chance to do that, Sauchi says you are lying and gets angry and walks out of there. Then Han asks Sauchi, sir, he thinks a lot about you, he never took leave from the office for anyone, but he took leave from the office because you were sick, he saved you from the fire with his own life, please don't hurt sir, hearing these things, Sauchi returns to the doctor.
Sauchi asks the doctor how to cure Fang. The doctor says that you can fix him with love. Fang actually thinks that he is a bad person and that he is not worthy of anyone's love. So you have to remove this idea from his mind, for that you will praise him a lot. And take a lot of care of him.
The next day, Sauchi came to the office and praised Fang a lot, just like the doctor said, but Fang thought Sauchi was doing all this to get her to resign. However, Sauchi ignored what Fang was saying and told him that you have been working a lot all day, so I am giving you a massage. This will make you feel relaxed. And then he made Fang sit on the sofa and started massaging her. At one point, his hand went to Fang's chest and while relaxing Fang, he relaxed himself.
The next morning, Sauchi comes to Fang's house and says that today we will go jogging together. Fang says that's okay, but you won't be able to keep up with me. And it turns out that Sauchi really can't run with Fang. So Sauchi wants to use his power and at that moment Fang comes and says that there is a traffic jam ahead, you can't cross the road and then Fang makes Sauchi cross the road.
Then Sauchi can feel that Fang really cares about him a lot. Sauchi then tells Fang that you really think I am treating you well for giving you a rezine. Actually, that is not the case. I really want to help you from the bottom of my heart. I want to take care of you so that you can get well. Fang then tells Sauchi that I have forgiven you for Neelkanth Mani. Because I understood that you might have needed it, that is why you took it.
Meanwhile, the two of them came together and Jian saw it. Jian told Fang that if he loved this girl, then why didn't he punish Neelkanth after stealing the money? Then Jian said, "Sauchi, spread the video of Neelkanth stealing the money everywhere. So that Sauchi can't show her face in shame." Then Jian uploaded the video to the office website and everyone in the office saw it.
On the other hand, Sauchi comes to a bar with Fang. Sauchi tells Fang that let's have a lot of fun and many handsome models will come here but Fang doesn't agree to go so Sauchi runs away alone and Fang won't leave him alone so Fang is forced to come too and so Sauchi doesn't get a crush on the handsome models, so Fang tells the bar manager that no model or singer should come today and I will pay whatever money it takes. If the models don't come, Sauchi goes up on her own stage to sing.
Then Sauchi says I have a boyfriend and I am singing this song for him, Fang is very happy to hear that, but the problem is that after hearing Sauchi's fake voice, the people there ask her to get off the stage. Then Fang comes and sings to save Sauchi from being insulted, and Sauchi looks at him with fascination. Then at night, Sauchi starts mischievously playing on the street like a child on the way home, and Fang watches all this from a distance. And Sauchi's mischievousness pleases him a lot.
The next day, when he came to the office, one of Sauchi's female colleagues came and insulted him by calling him a thief. Then Fang came there and said, "I lost the sapphire. Sauchi is not at fault here." Then he asked the girl to apologize to Sauchi. Then he took Sauchi to his cabin. Then Fang told Sauchi that the video was published a long time ago and why didn't you tell me about it when Lai knows everything about it? If you are in trouble, always go to Lai first. Sauchi said, "Because Lai is my friend." Fang got very angry and asked Sauchi to leave his room.
তারপর ডাক্তারের কাছে যাওয়ার সময় গাড়িতে দুজন ঝগড়া করতে থাকে। তখন হান ইচ্ছে করে অনেক জোরে গাড়ি ব্রেক করে যেন সাউছি ফাং এর কোলে গিয়ে পড়ে। আর তাদের ঝগড়া থেমে যায় কিন্তু তাদেরকে এত সহজে ঝগড়া থামবে ডাক্তারের কাছে আসলে ডাক্তার তাদেরকে রেখে বুঝতে পারে তাদের ঝগড়া হয়েছে। তাই ডাক্তার তাদের সম্পর্ক ঠিক করার জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে।
ডাক্তার তাদেরকে প্রথমে জিজ্ঞেস করে তোমরা দুজন দুজনকে প্রথম কোথায় কিস করেছিলে তখন সাউছি ফাং এর বাসার কথা বলে আর ফাং চাই এর রেস্টুরেন্টে এর কথা বলে এটা শুনে সাউছি বলে আমি তখন অসুস্থ ছিলাম। আর তুমি সেটা সুযোগ নিয়েছো ফাং বলে তোমার ঠান্ডা লেগে ছিল আর তুমি আমাকে কিস করেছ আমি না।সাউছি বলে কিস এর পর আমার সাথে আর কিছু করেছ।ফাং বলে ওসব করার জন্য আমি তোমাকে সুযোগ দেইনি সাউছি বলে তুমি মিথ্যে বলছো আর রাগ করে সেখান থেকে বাইরে চলে আসো। তখন হান সাউছি কে বলে স্যার তোমাকে নিয়ে অনেক চিন্তা করে তিনি কখনো কারো জন্য অফিস থেকে ছুটি নেয়নি অথচ তুমি অসুস্থ হয়েছো বলে অফিস থেকে ছুটি নিয়েছে নিজের জীবনের রিক্স নিয়ে তোমাকে আগুনের হাত থেকে বাঁচিয়েছে তুমি প্লিজ কখনো স্যারকে কষ্ট দিও না এসব কথা শুনে সাউছি ডাক্তারের কাছে ফিরে আসে।
সাউছি ডাক্তারের কাছে জানতে চায় কিভাবে ফাং কে সুস্থ করা যাবে ডাক্তার বলে তুমি ভালোবাসা দিয়ে ওকে ঠিক করতে পারবে।ফাং আসলে নিজেকে খারাপ মানুষ মনে করে ও মনে করে ও আসলে কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। তাই তোমাকে ওর মন থেকে এই ধারণাটা দূর করতে হবে এর জন্য তুমি ওর অনেক বেশি বেশি প্রশংসা করবে। আর ওর অনেক টেক কেয়ার করবে।
পরের দিন সাউছি অফিসে এসে ডাক্তারের কথা মত ফাং এর অনেক প্রশংসা করতে থাকে কিন্তু ফাং মনে করে সাউছি রিজাইন দেওয়ার জন্য এসব করছে। তবে সাউছি ফাং কি বলছে সেদিকে খেয়াল না করে তাকে বলে তুমি সারাদিন অনেক কাজ করছো তাই আমি তোমাকে ম্যাসাজ করে দিচ্ছি। এতে করে তোমার রিলেক্স ফিল হবে।আর তারপর সে ফাং কে সোফায় বসিয়ে মাসাজ করে দিতে থাকে। আর একপর্যায়ে তার হাত ফাং এর বুকে চলে যায় আর ফাং কে রিলাক্স করতে গিয়ে নিজেই রিলাক্স হয়ে যায়।
পরের দিন সকালে সাউছি ফাং এর বাসায় চলে আসে আর বলে আজকে আমরা দুজন একসঙ্গে জগিং করব।ফাং বলে ঠিক আছে তবে তুমি আমার সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। আর দেখা যায় সত্যি সাউছি ফাং এর সাথে দৌড়ে পেরে ওঠে না।তাই সাউছি নিজের পাওয়ার ইউজ করতে চায় আর এমন সময় ফাং এসে বলে সামনে ট্রাফিক জ্যাম আছে তুমি তো রাস্তা পার হতে পারো না আর তারপর ফাং সাউছিকে রাস্তা পার করে দেয়।
তখন সাউছি অনুভব করতে পারে ফাং সত্যিই তাকে নিয়ে অনেক চিন্তা করে।সাউছি তখন ফাং কে বলে তুমি আসলে ভাবছো আমি রিজাইন দেয়ার জন্য তোমার সাথে ভালো ব্যবহার করছি। আসলে তা নয় আমি সত্যিই মন থেকে তোমাকে সাহায্য করতে চাই তোমার যত্ন নিতে চাই যাতে তুমি সুস্থ হয়ে উঠ।ফাং তখন সাউছি কে বলে নীলকান্ত মনির জন্য আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। কারণ আমি বুঝতে পেরেছি ওটা হয়তোবা তোমার দরকার ছিল তাই তুমি নিয়েছো।
এদিকে এদের দুজন কে একসাথে এলেন ও জিয়ান দেখে ফেলে এলেন জিয়ান কে বলে ফাং এই মেয়েটাকে ভালবাসে তা নাহলে নীলকান্ত মনি চুরি করার পরে ওকে কোন শাস্তি দেয় নি কেন। তখন জিয়ান বলে সাউছি নীলকান্ত মনি চুরির ভিডিও সব জায়গায় ছড়িয়ে দাও। যাতে সাউছি লজ্জায় মুখ দেখাতে না পারে। তারপর এলেন সেই ভিডিও অফিসের ওয়েবসাইটে আপলোড করে দেয় আর অফিসের সবাই সেটা দেখে ফেলে।
অন্যদিকে সাউছি ফাং কে নিয়ে একটি বারে আসে সাউছি ফাং কে বলে চলো অনেক মজা করব আর এখানে অনেক হ্যান্ডসাম হ্যান্ডসাম মডেলরা আসবে কিন্তু ফাং যেতে রাজি হয় না তাই সাউছি একাই দৌড় দিয়ে চলে যায় আর ফাং তাকে তো একা ছেড়ে যাবে না তাই বাধ্য হয়ে ফাং ও চলে আসে আর সাউছি যেন হ্যান্ডসাম মডেলদের দেখে ক্রাশ না খায় সেজন্য ফাং বারের ম্যানেজারকে বলে কোন মডেল বা সিঙ্গার যাতে আজকে না আসে আর এর জন্য যত টাকা লাগে সব আমি দেব মডেলরা আসবে না শুনে সাউছি নিজের স্টেজে উঠে যায় গান গাওয়ার জন্য।
তারপর সাউছি বলে আমার একজন বয়ফ্রেন্ড আছে আর এই গানটা আমি তার জন্যই গাইছি এটা শুনে ফাং অনেক খুশি হয় কিন্তু সমস্যাটা হয় তারপরেই সাউছির পাটা গলায় গান শুনে সেখানকার লোকজন তাকে স্টেজ থেকে নেমে যেতে বলে তখন সাউছি কে অপমানের হাত থেকে বাঁচতে ফাং এসে গান গায় আর সাউছি তাকে মুগ্ধ হয়ে দেখতে থাকে। এরপর রাতে সাউছি বাসায় ফেরার পথে রাস্তায় বাচ্চাদের মতো দুষ্টামি করতে থাকে আর দুর থেকে ফাং এইসব বেঁচে থাকে। আর সাউছির এমন দুষ্টামি তার অনেক ভালো লাগে।
পরের দিন অফিসে আসলে সাউছির এক মেয়ে কলিগ এসে চোর বলে তাকে অপমান করে তখন ফাং সেখানে চলে আসে আর বলে নীলকান্তমণি আমি হারিয়েছি এখানে সাউছির কোন দোষ নেই তারপর সেই মেয়েকে সাউছির কাছে ক্ষমা চাইতে বলে। তারপর সাউছি কে নিয়ে নিজের কেবিনে চলে আসে এরপর ফাং সাউছিকে বলে ভিডিওটা অনেক আগে পাবলিস্ট হয়েছে আর তুমি এ ব্যাপারে আমাকে জানাওনি কেন অথচ লাই এ ব্যাপারে সবকিছু জানে কেন সব সময় বিপদে পড়লে আগে লাই এর কাছে যাও।সাউছি বলে কারণ লাই আমার বন্ধু এটা শুনে ফাং অনেক রেগে যায় আর সাউছি কে তার রুম থেকে বের হয়ে যেতে বলে।
</div