If you have money, you are also loved by everyone.

in blurt-188398 •  3 days ago 
20230704_173439.jpg edit pixllabe

টাকা আমাদের জীবনে খুবই মূল্যবান একটা সম্পদ। টাকা আমাদের প্রত্যেকটা কাজে ব্যবহার হয়। প্রত্যেকটা মানুষের টাকার প্রয়োজন। টাকা থাকলে সবার কাছ থেকে ভালোবাসা পাওয়া যায়।

আমি মাঝে মাঝে একটা কথা প্রায় শুনি, আমার মায়ের কাছ থেকে। টাকা থাকলে নাকি কাঠের পুতুল ও কথা বলতে পারে।

টাকা থাকলে আপনি সবার কাছেই প্রিয় একজন ব্যক্তি!

হ্যাঁ বন্ধুরা আজকে আমি তেমনই একটা বিষয় নিয়ে। ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব।

একটা ঘরে দুইটা মেয়ে ছিল। বড় মেয়ের বিয়ে হয়েছে মোটামুটি পাঁচ ছয় বছর হয়েছে। আর ছোট মেয়ের বিয়ে হয়েছে এইতো বেশ কয়েকদিন হল।

বড় জামাই বেশ ভালো চাকরি করতো। হঠাৎ করেই কোন একটা কারণে ওনার চাকরিটা চলে যায়। বিশেষ করে আমরা সবাই জানি। যারা চাকরি রত অবস্থায় থাকে। তাদের চাকরি চলে গেলে, সংসারের কি অবস্থা হয়।

এমতাবস্থায় বড় জামাই শ্বশুরবাড়িতে বেড়াতে গেল। যেহেতু ওনার চাকরি চলে গেছে। হাতেও তেমন কোন টাকা পয়সা ছিল না। যাওয়ার সময় তেমন ভালো মন্দ কিছুই নিতে পারলেন না। রাতে তাকে ভাত দেওয়া হয়েছিল আলু ভর্তা ডাল আর করোলা ভাজি দিয়ে।

place-setting-2110245_1280.jpg

Image source

সকালবেলা মেয়েটা মাকে জিজ্ঞেস করল। মা ঘরে কি কিছুই ছিল না। তোমাদের জামাইয়ের জন্য কি কিছুই রান্না করতে পারোনি।

মা তেমন কোন উত্তর দিল না।

একটু পরেই ছোট জামাই ফোন দিল। সে শ্বশুর বাড়িতে বেড়াতে আসবে, এটা শুনে মা মহা খুশি।

বড় জামাইকে বাজারে পাঠিয়ে, কত বড় মাছ, গরুর মাংস এবং বিভিন্ন ধরনের বাজার করিয়া আনলেন।

বেশ ধুমধাম করেই রান্না করলেন। নিজের হাতে এবং বড় মেয়েকে বললেন, সে যেন ছোট মেয়ের ঘরটা সুন্দরভাবে গুছিয়ে রাখে।

বড় মেয়েটা মায়ের এমন আচরণ দেখে অনেকটা অবাক ই হলেন। কারণ যখন তার জামাইয়ের চাকরি ছিল। তখন তো মা কখনো এমন করেনি।

মেয়েটা অনেকটা কষ্ট পেল। মায়ের এমন আচরণ দেখে এবং ছোট বোনের ঘরটা সুন্দরভাবে সাজিয়ে নিজের ঘরে গিয়ে, অনেক কান্না করলো নিজে নিজে। কিন্তু তার স্বামীকে বুজতে দিল না।

কিন্তু তার স্বামী ও কম ছিল না। তিনি সবকিছুই বুঝতেন তার পরেও চুপ করে থাকতেন। কারণ তার হাতে তখন কোন টাকা পয়সা ছিল না, বা কোন চাকরিও ছিল না।

ছোট জামাই আসলো, ছোট মেয়ে আসলো মা বেশ আদর আপ্যায়ন করে ছোট জামাইকে খেতে দিলেন। কিন্তু বড় জামাইকে একটু ডাকলেন ও না। সবার খাওয়া শেষ হয়ে গেলে, বড় মেয়েটাকে ডেকে বললেন বড় জামাইকে খাবার দেয়ার জন্য।

মেয়েটা জামাইকে খাবার দিতে বসে অনেকটা অবাক হলেন। চোখের কোনে মনের অজান্তেই দুফোঁটা জল চলে আসলো। কারণ পাতিলের মধ্যে দেয়ার মত তেমন কোন কিছুই ছিল না। অল্প একটু ডাল আর মাংসের একটু ঝোল এটুকুই ছিল।

মেয়েটা তার মাকে আর কোন কিছুই বলল না। জামা কাপড় গুছিয়ে তার স্বামীর হাত ধরে, খাবার টেবিল থেকে উঠিয়ে নিয়ে, বাপের বাড়ি থেকে চলে গেলেন।

এরপর থেকে মেয়েটা আর তার বাবার বাড়িতে আসেননি। বর্তমানে মেয়েটা অনেক ভালো একটা অবস্থানে আছেন। কারণ মেয়েটার স্বামীর এরপরেই একটা সরকারি চাকরি হয়েছে। মেয়েটাও ভালো একটা চাকরি করছে এখন।

এই গল্পটা থেকে আমি কি শিখলাম

এই গল্পটা থেকে আমি শিখলাম। যার কাছে টাকা আছে তার মান সম্মান আছে শ্বশুরবাড়িতে। সে শ্বশুরবাড়িতে সবার কাছে প্রিয়, শাশুড়ির কাছে ভালো একজন জামাই। শশুরের কাছে ভালো একজন জামাই।

কখনো কাউকে ছোট করে দেখতে নেই। সে হয়তো বা বর্তমান সময়ে কিছুটা খারাপ অবস্থানে আছে। কিন্তু ভবিষ্যতে সে ভালো অবস্থানে যেতে হয়তো বা তার একটু সময় লাগবে। কিন্তু সে চেষ্টা করলে ঠিকই সেখানে যেতে পারবে।

টাকা দিয়ে কাউকে বিচার করা উচিত নয়। কারণ মানুষের মন মানসিকতা সব সময় এক রকম থাকে না। সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত মেয়েটা তার মায়ের সাথে কথা বলেনি। এমন আচরণের কারণে তাদের মা মেয়ের সম্পর্ক নষ্ট হয়ে গেল।

আজ আর লিখছি না। হয়তোবা অনেক কিছুই লিখে ফেলেছি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি!

Money is a very valuable asset in our life. Money is used in every work we do. Every person needs money. If you have money, you can get love from everyone.

I sometimes hear a saying from my mother: If you have money, even wooden dolls can talk.

If you have money, you are a person loved by everyone!
Yes, friends, today I will share a small story with you on such a topic.

There were two girls in a house. The older girl had been married for about five or six years. And the younger girl had been married for several days.

The elder son-in-law used to have a good job. Suddenly, for some reason, his job was lost. Especially, we all know. Those who are in employment. When their job is lost, what happens to the family?

In this situation, the elder son-in-law went to visit his in-laws. Since he had lost his job, he did not have much money in hand. He could not take anything good or bad with him while he was going. At night, he was given rice with potato bharti, dal and fried korola.

place-setting-2110245_1280.jpg
Image source

In the morning, the girl asked her mother, "Mom, was there nothing in the house? Couldn't you cook anything for your son-in-law?"

Mom didn't give any answer.

A little while later, the younger son-in-law called. Mother was very happy to hear that he would be visiting his in-laws' house.

He sent his eldest son-in-law to the market and brought back a large quantity of fish, beef, and various other goods.

She cooked with great fanfare, with her own hands, and told the older daughter to keep the younger daughter's room tidy.

The eldest daughter was quite surprised to see her mother's behavior like this. Because when her son-in-law had a job, her mother never did anything like that.

The girl was very hurt. Seeing her mother's behavior, she went to her own room, decorated her younger sister's room beautifully, and cried a lot. But she did not let her husband understand.

But her husband was no less. He understood everything, but still kept quiet. Because he had no money at that time, nor did he have a job.

The younger son-in-law came, the younger daughter came. The mother treated the younger son-in-law very well and gave him something to eat. But she didn't call the older son-in-law. When everyone finished eating, she called the older daughter and asked her to give the older son-in-law some food.

The girl was quite surprised as she sat down to serve food to her son-in-law. Two drops of tears unknowingly came to the corners of her eyes. Because there was nothing much to give in the pot. A little dal and a little meat broth were all that was left.

The girl didn't say anything else to her mother. She packed her clothes, took her husband's hand, lifted him from the dining table, and left her father's house.

Since then, the girl has not come to her father's house. Currently, the girl is in a very good position. Because the girl's husband has since got a government job. The girl is also doing a good job now.

What did I learn from this story?

I learned from this story. Whoever has money has respect in the in-laws' house. He is loved by everyone in the in-laws' house, a good son-in-law to the mother-in-law. A good son-in-law to the father-in-law.

Never look down on anyone. He may be in a bad position at the moment. But in the future, it may take him some time to get to a better position. But if he tries, he can definitely get there.

No one should be judged by money. Because people's minds are not always the same. Since that incident, the girl has not spoken to her mother. Due to such behavior, their mother-daughter relationship was ruined.

I'm not writing anymore today. Maybe I've written too much. May everyone be well and healthy. With this wish, I'm saying goodbye here like today!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!