More or less, all of us like to get good results in our studies, but in many cases, we see that despite studying a lot, we do not get good results. Why is this happening? A person cannot expect to get good results even after studying well. Of course, he can. In this case, I will say that you have to take some steps within yourself. If you can follow those steps and implement them in your life, then only you can expect to get good results along with good studies.
Now let's first decide which subject you will give more importance to. The first thing you will give importance to is that you have to set a goal. Now maybe you can say that I have accepted a time table according to my own wishes and I am trying to work according to it. You will work according to the time table. This is your personal matter. But you must keep in mind that you do not have to study. You do not have to maintain time. You have to set a mindset for studying.
You have to be mentally prepared. When you can prepare mentally little by little, at the end of the day you will see that you have set a goal for yourself in a fairly good place. To reach your target, you have to move forward little by little with one leap, but you will never be able to achieve your target. Keep one thing in mind. When you try to go up somewhere, you will see that there are many stairs in one floor. You have to step on each stair. If you try to skip one stair and climb another, then there is a high chance of you falling yourself.
Keeping this in mind, try to make the most of every moment. If your target is right, you will definitely reach your mother. To reach your target, you have to create a routine. If you can follow that routine regularly, if you try to move forward little by little, then you will be able to reach your goal. A person cannot change his position suddenly even if he wants to. He waits for years to change his position. On the other hand, if someone is lucky, he can change his fate suddenly.
In some cases, achieving success is not as easy as we take it for granted. One thing you know is that when a person starts working from a young age but no one knows him, that time is very difficult because no one knows him, no one will support him, let alone support him, no one will come to his side and reassure him. When a person grows up while working, he becomes known to people. This shows that he gradually becomes more beloved to people, people start recognizing him, start supporting him, and assure him that you can do any work, we are definitely with you.
People who say I am with you but you will not get him in your first situation you must depend on your family in this case you may ask me how my family will help me your family can help you in every way do you know one thing when we are in trouble our family comes to us first. From here we and you should definitely learn a lesson no matter how many problems there are in life at any moment at least tell your parents about it tell your loved ones about it you will see you will definitely get good advice from them.
In some cases, we get stuck and we don't share this with many people. Because of not sharing, we have to remain small in front of our own family. Sometimes, it is seen in the case of some boys, who are unemployed and cannot bring up their problems in front of their own family, due to which their parents, relatives and friends all think that the boy is not doing anything on his own. But if he had shared his problems and his mentality with his family, then maybe no one would have ever treated him like this.
We all know that unemployment is a very disgusting thing and if a girl is born black in a father's house, then it becomes very difficult for her to move around in that father's society. In this case, maybe you can tell me why Allah created her. In fact, people in today's time have become so egoistic. They don't like black girls. No one gives brides to unemployed young men. These things are completely going down the drain. What is happening and what will happen in the case of a girl is when the girl is born.
Now her father has to be very rich, her family has to be educated, the girl has to be tall and beautiful, you have to be at least 99% right in everything, then you can marry your daughter to a good family. Your daughter deserves a good family. Let me tell you how low-minded people can be in today's society. Do you know one thing? When the girl's father was looking for a son-in-law for his daughter, if he had given priority to the man of his daughter's heart, maybe our society would have been more beautiful.
Nowadays, the fathers of girls are looking for a very rich son, while the mothers of boys are looking for a very beautiful daughter. In this case, it is seen that our young men and women, especially those who are a little dark, especially those who are unemployed, are facing various problems. In many cases in this world, they talk in front of everyone with a smile, but behind the scenes, they share their troubles only with the night. I myself cannot accept this change in society, but there is nothing I can do because if I am alone, no one will speak for me.
Give priority to the person of her heart for your daughter. You should marry a black girl for your son. At least you will get some peace back in the world. I absolutely cannot stand the unrest that is going on in the world these days. Despite that, I am trying to adapt to everything. Maybe one day I will leave this world and accept it. It is very necessary for society to change. Come on, you raise your hand in protest and you will be fine.
আমাদের মধ্যে আমরা কম বেশি সবাই পড়াশোনার মধ্যে ভালো রেজাল্ট করতে অনেক বেশি পছন্দ করি কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় অনেক বেশি পড়াশোনা করেও ভালো কোন রেজাল্ট পায় না এটা আসলে কি কারনে হয়ে থাকে একটা মানুষ কি তাহলে ভালো পড়াশোনা করেও ভালো রেজাল্ট পাওয়ার আশা করতে পারে না অবশ্যই পারে এক্ষেত্রে আমি বলব আপনি কিছু পদক্ষেপ আপনার মধ্যে নিয়ে আসতে হবে আপনি যদি সেই পদক্ষেপ গুলো মেনে চলতে পারেন এবং নিজের জীবনে পরিচালিত করতে পারেন তাহলেই একমাত্র আপনি ভাল পড়াশোনার পাশাপাশি ভালো রেজাল্ট পাওয়ার আশা করেন।
এবার চলুন প্রথম অবস্থায় আপনি কোন বিষয়ের উপর অনেক বেশি গুরুত্ব দেবেন আপনি প্রথমত যে বিষয়ের উপর গুরুত্ব দেবেন সেটা হচ্ছে আপনাকে একটা গোল সেট করতে হবে এখন হয়তোবা আপনি বলতে পারেন আমি তো আমার নিজের ইচ্ছা অনুযায়ী একটা টাইম টেবিল মেনে নিয়েছি সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছি আপনি টাইম টেবিল মেনে কাজ করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার সাথে অবশ্যই মাথায় রাখতে হবে পড়াশোনা করলেই হবে না। টাইম মেইনটেইন করলেই হবে না পড়াশোনার জন্য একটা মন মানসিকতা স্থির করতে হবে।
মানসিক প্রস্তুতি থাকতে হবে আপনি মানসিকভাবে যখন একটু একটু করে প্রস্তুতি গ্রহণ করতে পারবেন দিনশেষে দেখবেন আপনি মোটামুটি ভাবে ভালো একটা জায়গায় নিজের একটা গোল সেট করে নিতে পেরেছে। আপনার টার্গেটের জায়গায় আপনাকে পৌঁছানোর জন্য নিয়মিত একটু একটু করে এগিয়ে যেতে হবে এক লাফ দিয়ে কিন্তু আপনি আপনার টার্গেট কখনোই পূরণ করতে পারবেন না একটা কথা মাথায় রাখবেন আপনি যখন কোন জায়গায় উপরে উঠার চেষ্টা করেন তখন দেখবেন একটা তলার মধ্যে অনেকগুলো সিঁড়ি থাকে প্রত্যেকটা সিড়ির মধ্যে আপনাকে পা ফেলতে হবে আপনি যদি একটা সিঁড়ি বাদ দিয়ে আরেকটা সেই ডিঙিয়ে ওঠার চেষ্টা করেন তাহলে আপনার কিন্তু নিজে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
কথাটা মাথায় রেখে অন্ততপক্ষে প্রতিটা মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করুন আপনার টার্গেট যদি সঠিক হয় আপনি অবশ্যই আপনার মাকে পৌঁছাতে পারবেন। আপনার টার্গেটে পৌঁছানোর জন্য আপনাকে একটা রুটিন তৈরি করে নিতে হবে আপনি সেই রুটিন মাফিক চলতে পারলে নিয়মিত সেই রুটিন অনুসরণ করে যদি আপনি একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলেই কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন একটা মানুষ চাইলেই কিন্তু হুট করে নিজের অবস্থান পরিবর্তন করতে পারে না সে তার নিজের অবস্থান পরিবর্তন করার জন্য বছরের পর বছর অপেক্ষা করে আবার কারো যদি ভাগ্য ভালো হয় তাহলে কিন্তু সে হুট করেই নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে।
কিছু ক্ষেত্রে সফলতা অর্জন করা এতটাও সহজ নয় যতটা আমরা সহজভাবে বিষয়টাকে নিয়ে থাকি একটা জিনিস কি আপনি জানেন একটা মানুষ যখন ছোট থেকে কাজ করা শুরু করে তখন কিন্তু তাকে কেউ চিনে না তখনকার সময়টা থাকে অনেক বেশি কষ্টকর কেননা তাকে কেউ চিনে না তাকে কেউ সাপোর্ট করবে না সাপোর্ট করা তো দূরের কথা তার পাশে এসে তাকে কেউ আশ্বাস দেবে না একটা মানুষ যখন কাজ করতে করতে অনেক বড় হয়ে যায় তখন সে মানুষের পরিচিতি লাভ করে। এতে করে দেখা যায় ধীরে ধীরে এসে মানুষের কাছে অনেক বেশি প্রিয় হয়ে ওঠে মানুষ তাকে চিনতে শুরু করে তাকে সাপোর্ট করা শুরু করে তাকে আশ্বাস দেয় আপনি যে কোন কাজ করতে পারেন আমরা অবশ্যই আপনার সাথে আছি।
আপনার সাথে আছি এই কথা বলা মানুষগুলো কিন্তু আপনার প্রথম অবস্থায় আপনি তাকে পাবেন না আপনাকে অবশ্যই আপনার পরিবারের উপর ডিপেন্ড করতে হবে এক্ষেত্রে আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যা আমার পরিবার আমাকে কিভাবে সাহায্য করবেন আপনার পরিবার আপনাকে সবদিক থেকে সাহায্য করতে পারবে একটা কথা কি জানেন আমরা যখন বিপদে পড়ি তখন আমাদের পরিবার সবার আগে আমাদের কাছে এগিয়ে আসে। এখান থেকে অবশ্যই আমার এবং আপনার শিক্ষা গ্রহণ করা উচিত জীবনে যে কোন মুহূর্তে যত সমস্যা হোক না কেন অন্তত পক্ষে নিজের বাবা-মাকে বিষয়টা জানান নিজের প্রিয় মানুষকে বিষয়টা জানান দেখবেন আপনি তাদের কাছ থেকে ভালো একটা পরামর্শ অবশ্যই পাবেন।
কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা আটকে যাই এ বিষয়টা আমরা অনেকের কাছেই শেয়ার করি না শেয়ার না করার কারণে নিজের পরিবারের কাছে ছোট হয়ে থাকতে হয় মাঝে মাঝে দেখা যায় কিছু ছেলের ক্ষেত্রে যেটা হয় বেকারত্বের কারণে নিজের পরিবারের সামনে নিজের সমস্যাগুলো তুলে ধরতে পারেনা যার কারণে বাবা মা আত্মীয়-স্বজন সবাই মনে করে ছেলেটা আসলে নিজে থেকে কিছু করছে না কিন্তু সে যদি নিজের সমস্যার কথা সে যদি নিজের যে মানসিকতা রয়েছে সে বিষয়টা তার পরিবারের সাথে শেয়ার করত তাহলে হয়তো বা তার সাথে এমন ব্যবহার কখনোই কেউ করত না।
আমরা সবাই জানি বেকারত্ব জিনিসটা খুবই জঘন্য একটা জিনিস আর একটা মেয়ে যদি একটা বাপের ঘরে কালো হয়ে জন্মগ্রহণ করে তাহলে তো সেই বাপের সমাজের চলাফেরা করাটাই অনেক বেশি মুশকিল হয়ে পড়ে এক্ষেত্রে আপনার হয়তো আমাকে বলতে পারেন কেন তাকে তো আল্লাহ তাআলার সৃষ্টি করেছে আসলে বর্তমান সময়ের মানুষের মধ্যে এতটাই ইগো চলে এসেছে তারা কালো মেয়েকে পছন্দ করেনা বেকার যুবকদেরকে কেউ পাত্রী দেয় না এ বিষয়গুলো একেবারে অবরোহর ঘটে যাচ্ছে একটা মেয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে এবং যেটা হবে সেটা হচ্ছে মেয়েটা যখন জন্ম গ্রহণ করবে।
এখন তার বাবা হতে হবে অনেক বড়লোক তার ফ্যামিলি হতে হবে শিক্ষিত মেয়েটা হতে হবে লম্বা সুন্দর সবকিছু মিলিয়ে আপনাকে অন্ততপক্ষে হান্ড্রেডে ৯৯% ঠিক থাকতে হবে তাহলে আপনি একটা ভালো ফ্যামিলিতে আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন আপনার মেয়ে একটা ভালো ফ্যামিলি ডিজার্ভ করে আসলে এটা কতটা নিচু মনের মানুষ হতে পারে বর্তমান সময়ের মানুষ সেটা কি আর বলব একটা কথা কি জানেন এটা মেয়ের বাবা যখন তার মেয়ের জন্য জামাই খুঁজে তখন তিনি যদি তার মেয়ের মনের মানুষটাকে প্রাধান্য দিত তাহলে হয়তোবা আমাদের সমাজ আরো বেশি সুন্দর হতো।
বর্তমান সময়ের মেয়ের বাবারা খোঁজে খুবই বড়লোক একটা ছেলের আবার ছেলের মায়েরা খোঁজে খুবই সুন্দর একটা মেয়ে এক্ষেত্রে দেখা যায় আমাদের যুবক যুবতীরা বিশেষ করে যারা একটু কালো বিশেষ করে যারা বেকারত্বের ঘটছে তারা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে চলতে থাকে এই পৃথিবীতে অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা সবার সামনে হাসিমুখে কথা বলে কিন্তু রাতের আড়ালে তারা নিজেদের কষ্টটা শুধুমাত্র রাতের কাছে শেয়ার করে। সমাজের এই পরিবর্তন আমি নিজেও মেনে নিতে পারি না কিন্তু কিছুই করার নেই কেননা আমি একজন যদি শুধুমাত্র প্রতিবাদ করি আমার পক্ষে কেউ কথা বলবেনা।
আপনার মেয়ের জন্য তার মনের মানুষটাকে প্রাধান্য দিন আপনি আপনার ছেলের জন্য কালো মেয়েটাকেই নিজের বউ করে নিয়ে আসুন অন্ততপক্ষে সংসারের মধ্যে কিছুটা হলেও শান্তি ফিরে পাবেন বর্তমান সময়ে যে অশান্তি গুলো সংসারের মধ্যে লেগে থাকে সেগুলো আমার একেবারে সহ্য হয় না তার পরেও সবকিছু মানিয়ে নেয়ার চেষ্টা করছি হয়তোবা মেনে নিতে নিতে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব সমাজের পরিবর্তন হওয়া খুব প্রয়োজন আসুন আমি আপনি প্রতিবাদের হাত বাড়িয়ে দেই ভালো থাকবেন।