আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু/ আদাব কি অবস্থা সবার কেমন আছেন আপনারা। আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় এবং মহান রব্বুল আলামীনের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি নাটকের রিভিউ উপস্থাপন করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
আমি যে কে তোমার (২০২২ সাল)
আমি যে কে তোমার নাটকের:- (রিভিউ উপস্থাপন)
পরিচালক:- আদর সোহাগ
ব্যবস্থাপনা পরিচালক:- কামরুল ইসলাম
সহকারী পরিচালক:- লুৎফুর রহমান ইমু, সাদমান রুহসিন সিয়াম।
চিত্রগ্রহণ:- হৃদয় সরকার
নাটকের মধ্যে অভিনয় করেছেন:-
সাদিয়া জাহান প্রভা, মনোজ কুমার প্রমাণিক, মনিরা মিঠু, মাহমুদ সাজ্জাদ, তমাল মাহমুদ, জাকারিয়া হোসেন রাসেল, জাফর আলী, কিয়া মমি, সাদমান রুহসিন সিয়াম, রিমা ইসলাম ডেইজি, রাজিব হাওলাদার, দিশা,সময়:- ৪৬ মিনিট ৪৪ সেকেন্ড
নাটকটির ধরন :- sad, love, emotional, entertainment,
নাটকের শুরুতেই আমরা দেখতে পেয়েছি সাহেদ সকালবেলা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। টেবিল এ কোনরকম নাস্তা নেই তার বোনকে জিজ্ঞেস করল। তার বোন বলে আমি এ সম্পর্কে কিছু জানিনা এবং পরে তার মাকে ডাকাডাকি করে। এবং কাজের বুয়াকে মা বলে তার দ্বারা আর সম্ভব হবে না। তার এই সকল কাজ করা তখন ছেলে তার মাকে বলে। তুমি আমাকে বলতে আমি আরো তিন তিনটে কাজের বুয়া রাখতাম।
মা মেয়ের মধ্যে এই নিয়ে কথোপকথন শুরু হয়। তার সাথে ছেলে ও যুক্ত থাকে।
![]() |
---|
পরে আমরা দেখলাম সাহেদ অফিসে চলে যায়। এবং তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কে বলে তাকে এক কাপ কপি দিতে। এবং সকালের নাস্তা দিতে। সে অনেকটা অবাক হয় তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একটা মেয়ে।সে বিরক্ত হয়ে তাকে জিজ্ঞেস করে তাকে কি অ্যাপয়েন্টমেন্ট করেছে। তখন ওই মেয়েটা বলে যে আপনার বাবা আমাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে।সাহেদ বিরক্ত হয়ে তার বাবার সাথে কথা বলে এবং খুবই রাগান্বিত হয়।
![]() |
---|
সাহেদ অফিস থেকে ফিরে আসার পরে তার মা তাকে বলে তুই সারাদিন অফিসে থাকিস।তোর বাবা বাহিরে থাকে তুই একটা বিয়ে কর।অন্তত তোর বউয়ের সাথে সময় পার করতে পারব। কিন্তু সাহেদ কোনভাবে রাজি হয় না। তারপর তার মা-বাবা তাকে বলে সে পরের দিন তার মামা বাড়িতে যাবে।
সাহেদ কে ওখানে যেতে বলে,কিন্তু সাহেদ কোনোভাবে রাজি হয় না। সাহেদ বলে সে অফিস থেকে ফিরে তারপরে যাবে। এবং তার মাকে বলে সে যেন বিয়ের চিন্তা তার মাথা থেকে ঝেড়ে ফেলে।
সাহেদ অফিস থেকে তার মামা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এবং সেখানে গিয়ে পৌঁছে সেখানে গিয়ে সাহেদ অনেকটা আতঙ্কিত হয়ে যায়। পুরো বাড়ি বিয়ে বাড়ির সাজে সজ্জিত হয়ে আছে। হঠাৎ করে তার ছোটমামা তাকে দেখে বলে কিরে সাহেদ তোরা আসতে এত দেরি হল কেন। সাহেদ তার মামাকে জিজ্ঞেস করে কেন কি হয়েছে, তখন সাহেদ এর মামা তাকে বলে উপরে পাঞ্জাবি শেরওয়ানি সবকিছুই রাখা আছে তুই গিয়ে পড়ে নে। সাহেদ অনেকটা অবাক হয়ে যায়।
![]() |
---|
তার মামা তাকে আর কিছু বলে না ওখান থেকে চলে যায়। সাহেদ উপরে গিয়ে দেখে তার বাবা-মা সবাই ওখানে।ওনারা অনেকটা জোর করে সাহেদ কে পাঞ্জাবি এবং শেরওয়ানি পরিয়ে দেয়।সাহেদ খুবই বিরক্তি বোধ করে এবং তার মাকে এসে জিজ্ঞেস করে, যে এসবের মানে কি? তখন তার মা তাকে বলে তার ভাইয়ের মেয়ের সাথে সাহেদ এর বিয়ে ঠিক করা হয়েছে,আজকেই বিয়ে।
![]() |
---|
মায়ের উপর বিরক্ত বোধ করে বারান্দায় চলে যায়। ওখানে গিয়ে দেখতে পায় তার মামাতো বোনকে। ওকে দেখে অনেকটা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস।তখন তার মামাতো বোনও তাকে বলে তুই এখানে কি করছিস,
তার মামাতো বোন তাকে জানাই সে কিছুই জানতো না।সে আজকে লন্ডন থেকে এসেছে। এসেই এসব দেখতে পায়। তখন সাহেদ তাকে বলে তুই বিয়েটা ভেঙে দে। তখন তার মামাতো বোন বলে সম্ভব হবে না। পারলে তুই যা করার কর।
![]() |
---|
তারপর জোর পূর্ব সাহেদ এর বিয়ে হয়ে যায় এবং সাহেদ তার বউকে নিয়ে বাসায় চলে আসে। কিন্তু বাসর ঘরেও তাদের সমস্যা সৃষ্টি হয়, তারা একেক জন একেক জায়গায় ঘুমিয়ে পড়ে।
![]() |
---|
![]() |
---|
তারপর দিন সকালে সাহেদ এর ওয়াইফ তাকে ঘুম থেকে তোলার জন্য অনেকবার ডাকাডাকি করার পরেও। সাহেদ ঘুম থেকে ওঠেনা। তারপর অনেক চেষ্টা করে ঘুম থেকে তুলে থাকে। এরপরে তারা ওখানে একটু ফান করে তার মাঝেই সাহেদ এর মা এসে উপস্থিত হয়। দরজা খুলে তারপর তাদেরকে বলে তাদের বিয়ে হয়ে গেছে। এখন তাদের বাচ্চাকাচ্চা নেয়ার কথা বলে। এগুলো বলাতে শাহেদ অনেকটা রেগে যায়। এবং তার মাকে বলে তাহলে গুগল থেকে একটা বাচ্চা ডাউনলোড করে দিবে।
![]() |
---|
সাহেদ রাগা রাগি করে অফিসে চলে যায়। এবং ওখানে গিয়েও তার মন বসে নাই। পরে সে তার ওয়াইফের কাছে ফোন করে। যে তারা এ বিষয় নিয়ে একটু কথা বলবে।
তখন সাহেদ এর ওয়াইফ তাকে বলে যে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলে কি সমস্যা সমাধান হবে। এরপরে তারা বাহিরে একটা জায়গায় বসে। এবং তারা প্রথমে সিদ্ধান্ত নেয় যে তারা একজন আরেক জনকে যে তুই তোকারি করে ডাকাডাকি করে। তারা আগেই অভ্যাসটা তাদের মধ্যে থেকে ত্যাগ করতে হবে। কিন্তু পরক্ষণে তারা বুঝতে পারে এটা তাদের ছোটবেলা থেকেই অভ্যাস তারা কোনভাবে এটা ত্যাগ করতে পারবে না। তারপরও তারা বাসায় চলে আসে।
![]() |
---|
রাতে মা এবং তার বাবা তাকে বলে নতুন বউকে নিয়ে কোথাও গিয়ে ঘুরে আসছে। তখন সাহেদ বলে আমি ওকে নিয়ে কোথায় ঘুরতে যাব। তুমিও হুট করেই আমার বিয়েটা দিয়ে দিয়েছ। এ কথা শোনার পর শাহেদ এর মা অনেক রাগান্বিত হয়ে যায়।
![]() |
---|
সাহেদ মায়ের সাথে রাগা রাগি করে ওখান থেকে উঠে চলে যায়। এবং রুমে গিয়ে দেখে তার ওয়াইফ সোফা মধ্যে শুয়ে আছে। তখন সে তার ওয়াইফ কে দেখে তার কাছে অনেক ভালো লাগে। এবং সে তার ওয়াইফের অনেক গুলো ছবি তুলে নেয়।
![]() |
---|
এরপরে এসে ঘুমিয়ে পড়ে সকালবেলা উঠে অফিসে চলে যায়। সাহেদ ওয়াইফ মিথিলা সে এবং তার ননদ ডাইনিং রুমে বসে আড্ডা দেয়। এবং তারা রান্না করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাসার কাজের বুয়া ফুলি সেটাকে কিছুতেই রান্না করতে দেয় না।
এরপরে মিথিলা রুমে গিয়ে তোর হাজবেন্ড কে ফোন করে। এবং তুমি করে কথা বলার চেষ্টা করে। সাহেদ অনেকটা অবাক হয়ে যায়। এবং তাকে জিজ্ঞেস করে হঠাৎ করে কি হলো তার। তখন মিথিলা বলে আমি তুমি করে বলার চেষ্টা করছি।
![]() |
---|
যাই হোক তাদের একটু একটু খুনসুটি তে নাটকটা আরো ইন্টারেস্টিং হতে শুরু করে।এবং একটা সময় তারা ঘুরতে যায় বাহিরে, এবং অনেক মজা করে।
তারপরে সাহেদ মিথিলাকে বলে যে তাদের মধ্যকার যে দূরত্বটা এটা মনে হয় কিছুটা কমে এসেছে। তখন মিথিলা হঠাৎ করেই, সাহেদ কে বলে ওঠে ঠিক আছে বুঝলাম আমাদের দূরত্বটা কমে আসছে। কিন্তু ওই লন্ডনের মেয়েটা যদি তোমার কাছে আবার ফিরে আসে। তখন তুমি কি করবে।
![]() |
---|
নাটকের মধ্যে লন্ডনের মেয়ে বলতে সাহেদ লন্ডনের একটা মেয়ের সাথে প্রেম করত। ফেসবুকে পরিচয় হয়েছিল তাদের। অনেক গভীর একটা সম্পর্ক হয়েছিল কিন্তু তা আবার ভেঙ্গে যায়।
মিথিলা ওখান থেকে বাসায় চলে আসে।সাহেদ বাসায় চলে আসে বাসায় এসে দেখে সাহেদ যে মেয়েটার সাথে প্রেম করেছিল, তাকে সে একটা পুতুল দিয়েছিল পুতুলটা মিথিলার হাতে।
![]() |
---|
![]() |
---|
এটা দেখে সাহেদ অনেকটা অবাক হয়ে যায়। এবং সে জিজ্ঞেস করে তাহলে তুমি কি সেই মেয়েটা। তুমি আমাকে অন্তত একটা বার জানাতে পারতে। তখন মিথিলা সাহেদ কে বলল।তুমি যে গাধার গাধা তোমাকে জানালে আমার মিষ্টি প্রেম এত দিনে তেতো হয়ে যেত।
আসলে লন্ডনের যে মেয়েটার সাথে সাহেদ প্রেম করেছিল, সে আর কেউ নয় সাহেদ এর মামাতো বোন মিথিলা। মিথিলা লন্ডন থেকে দেশে এসে তার ভাবির সাথে যুক্তি করে। সাহেদ কে কিছু না জানিয়ে সাহেদ কে জোর করে বিয়ে করে নেয়।
![]() |
---|
এরপরে সবকিছু জানার সাহেদ এবং মিথিলা খুবই সুন্দর একটা মিলনের মাধ্যমে। নাটকটা সমাপ্ত হয়েছে।
নাটকটা দেখে আমার কাছে খুবই মজা লেগেছে। এবং খুবই ইন্টারেস্টিং নাটক। খুবই ভালো লাগবে। আপনারা যদি আপনাদের ইউটিউব কিংবা অন্যান্য সফটওয়্যার থেকে নাটকটা দেখেন। তাহলেই বুঝতে পারবেন,আমার কাছে অসাধারণ লেগেছে।
আর খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মিথিলার সাহেদ কে কিছু না জানিয়েই জোর করে বিয়ে করেছে। এবং এতদিনের সম্পর্ক সে লুকিয়ে রেখেছিল। নাটকের মধ্যে এটাই সবচাইতে বেশি ইন্টারেস্টিং বিষয়।
এই ছিল আমার আজকের নাটকের রিভিউ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের উৎসাহ পেলেই আবারো নতুন নতুন নাটকের রিভিউ নিয়ে হাজির হয়ে যাব। আপনাদের সামনে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম।আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
In the name of Allah, the Most Gracious, the Most Merciful.
Assalamu Alaikum Warahmatullahi Wabarakatuhu/ How are you all? I hope that by the grace of Allah, everyone is doing well. I am also doing well, thanks to your prayers and the grace of the Almighty God. Alhamdulillah, I am doing well.
Today I will present you with a review of another new drama. I hope you like it.
Who am I to you (2022)
Who am I, your drama:- (Review presentation)
Some information about the drama
Director:- Adar Sohag
Managing Director:- Kamrul Islam
Assistant Director:- Lutfur Rahman Emu, Sadman Ruhsin Siam.
Cinematography:- Hridoy Sarkar
The drama stars: -
Sadia Jahan Probha, Manoj Kumar Prathani, Monira Mithu, Mahmud Sajjad, Tamal Mahmud, Zakaria Hossain Russell, Zafar Ali, Kia Momi, Sadman Ruhsin Siam, Rima Islam Daisy, Rajib Howlader, Disha,
Time:- 46 minutes 44 seconds
Genre of the play: - sad, love, emotional, entertainment,
Drama story
At the beginning of the drama, we see Shahed getting ready to go to the office in the morning. He asks his sister if there is any breakfast on the table. His sister says she doesn't know anything about it and then calls his mother. And tells the maid that it will not be possible for him to do all these things. Then the son tells his mother. If you had told me, I would have hired three more maids.
A conversation starts between mother and daughter about this, and the son joins in.
IMG_20230208_130511.jpg
Screenshot from the drama
Later we see Shahed going to the office. And he asks his personal assistant to give him a cup of coffee. And to give him breakfast. He is quite surprised that his personal assistant is a girl. He gets annoyed and asks her what appointment she has made for him. Then the girl says that your father has made me an appointment. Shahed gets annoyed and talks to his father and gets very angry.
IMG_20230208_130535.jpg
Screenshot from the drama
After Shahed returned from the office, his mother told him that he had been in the office all day. His father was away. He should get married. At least he could spend time with his wife. But Shahed did not agree. Then his parents told him that he would go to his uncle's house the next day.
Shahed asks him to go there, but Shahed somehow refuses. Shahed says he will go after returning from the office. And tells his mother to put the thought of marriage out of her mind.
Shahed leaves the office for his uncle's house. And when he reaches there, Shahed gets very scared. The whole house is decorated for a wedding. Suddenly, his younger uncle sees him and says, "Why are you so late, Shahed?" Shahed asks his uncle what happened, then Shahed's uncle tells him that Punjabi sherwanis and everything are kept upstairs, go and wear them. Shahed gets very surprised.
IMG_20230208_131615.jpg
Screenshot from the drama
His uncle did not say anything to him and left from there. Shahed went upstairs and saw his parents all there. They forcefully made Shahed wear a Punjabi and a sherwani. Shahed felt very annoyed and came to his mother and asked what all this meant. Then his mother told him that Shahed's marriage with his brother's daughter has been fixed, and the wedding will be today.
IMG_20230208_132208.jpg
Screenshot from the drama
Feeling annoyed with his mother, he went to the balcony. There he saw his cousin. He was quite surprised to see her and asked, "What are you doing here?" Then his cousin also asked him, "What are you doing here?"
His cousin told him that he didn't know anything. He came from London today. He saw all this as soon as he arrived. Then Shahed told him to break off the marriage. Then his cousin said that it wouldn't be possible. If you can, do whatever you can.
IMG_20230208_132236.jpg
Screenshot from the drama
Then Shahed got married by force and Shahed moved back home with his wife. But they also had problems at home, they each slept in different places.
IMG_20230208_132417.jpg
IMG_20230208_132437.jpg
Screenshot from the drama
Then in the morning, even after Shahed's wife called him many times to wake him up, Shahed did not wake up. Then he tried hard to wake him up. Then they had a little fun there, and in the middle of it, Shahed's mother came. She opened the door and told them that they were married. Now they talked about having a baby. Shahed got very angry when he said this. And he told his mother that he would download a baby from Google.
IMG_20230208_132457.jpg
Screenshot from the drama
Shahed went to the office angrily. And even after going there, he couldn't settle down. Later, he called his wife. They said they would talk about this matter for a while.
Then Shahed's wife told him that talking about this issue will solve the problem. Then they sat outside at a place. And they first decided that they would call each other by the name of Tu Tokari. They had to give up the habit from within themselves first. But later they realized that this was a habit from their childhood and they could not give it up in any way. Even then they came home.
IMG_20230208_132514.jpg
Screenshot from the drama
At night, his mother and father told him that they were going somewhere with their new wife. Then Shahed said, "Where should I go with her? You have also suddenly given up on my marriage." After hearing this, Shahed's mother became very angry.
IMG_20230208_132528.jpg
Screenshot from the drama
Shahed got angry with his mother and left there. And when he went to the room, he saw his wife lying on the sofa. Then he saw his wife and he liked her very much. And he took many pictures of his wife.
IMG_20230208_132543.jpg
Screenshot from the drama
Then he fell asleep and got up in the morning to go to the office. Shahed's wife Mithila and her sister-in-law sat in the dining room and chatted. And they decided to cook. But the housekeeper's aunt Phuli did not let her cook at all.
Then Mithila went to the room and called your husband. And you tried to talk to him. Shahed was very surprised. And asked him what happened to him suddenly. Then Mithila said, I am trying to talk to you.
IMG_20230208_132602.jpg
Screenshot from the drama
Anyway, their little bit of scheming makes the drama more interesting. And at one point, they go out for a walk and have a lot of fun.
Then Shahed tells Mithila that the distance between them seems to have reduced a bit. Then Mithila suddenly says to Shahed, okay, I understand that our distance is reducing. But what if that girl from London comes back to you again. Then what will you do?
IMG_20230208_132618.jpg
Screenshot from the drama
In the drama, Shahed was in love with a girl from London, who was called the London girl. They met on Facebook. They had a very deep relationship, but it broke up again.
Mithila came home from there. Shahed came home and when he got home, he saw that Shahed had given a doll to the girl he was in love with, and the doll was given to Mithila.
IMG_20230208_132649.jpg
IMG_20230208_132633.jpg
Screenshot from the drama
Shahed was very surprised to see this. And he asked, "So are you that girl?" "You could have told me at least once." Then Mithila said to Shahed, "If you had told me the donkey you are, my sweet love would have turned bitter for so long."
In fact, the girl in London that Shahed fell in love with was none other than Shahed's cousin Mithila. Mithila came back from London and argued with her sister-in-law. Without telling Shahed anything, she forced Shahed to marry her.
IMG_20230208_132706.jpg
Screenshot from the drama
Then, Shahed and Mithila, who know everything, have a very beautiful reunion. The drama is over.
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbJriBZCi3tAWwVHssWzpCE1JjKKa6eexpRuASfg5B8PQFGmNckfvdXDn3tx7Dw...3meAuoUM9Hu3UYNYuVuWHvT4h9EHkZyZVnZNo59q94FRsqBZij6Ycrc6YoDxg9YYDZdofoDEki99J4gUm1uX6QCj1H7xd7HNCKy8egBbey4CULwgMytBE6trcn.png
My comment
I really enjoyed watching the drama. And it's a very interesting drama. I like it very much. If you watch the drama on your YouTube or other software. Then you will understand, I found it amazing.
And the most interesting thing is that Mithila forcibly married Shahed without informing him. And he had hidden the relationship for so long. This is the most interesting thing in the drama.
This was my review of today's drama. I hope you like it. If you like it, then definitely let me know in the comment box. If I get your encouragement, I will come back with new drama reviews. Until then, everyone stay well and healthy. With this wish, I bid farewell here today. Assalamualaikum wa rahmatullahi wa barakatuhu.