Our lives have never been easy.

in blurt-188398 •  11 days ago 

We all know that our life has never been easy and I don't think it will ever be easy. Do you think your life is easy? You have a family of your own. You can easily achieve success in any of your endeavors. Oh no, brother. Life has never been easy. We constantly face new problems. New challenges come in front of us. And to face them, we start a new fight. In this fight, only the person who gets success at the end of the day can move forward in life. Success is not that easy.

IMG_20250110_172238.jpg

IMG_20250110_172239.jpg

IMG_20250110_172244.jpg

Keep one thing in mind: you must try to keep your path in life on the path of truth, because if you try to move forward by holding on to the truth, then your truth will lead you to good deeds, and good deeds will lead you to Paradise. You will always try to ask Allah for your needs. You will always try to follow the path of the Prophet.

There are moments in our lives when nothing is in our favor, but your willpower will play an important role in reaching your goals. You don't need anyone in life. Just trust the one above you. Use your willpower and set this in your mind. Your patience and willpower will take you forward. Nothing else is needed.

To be happy in life or to be happy, you have to change several rules and principles within yourself, but the most important thing is to try to live by hiding your pain, do not reveal your pain to everyone, because people will take you lightly. If time goes away from our lives, it does not come back. For all of us, our time in life is very precious, so it may be said that we should enjoy every moment of life because in every moment a new opportunity is waiting for you.

I am telling you a real story. Compare it to your own life. The person you are thinking about day after day and you are destroying yourself inside yourself. Suddenly one day he will tell you, "Did I tell you to destroy yourself for me?" From this, do you understand that there will always be people you love, but don't give them as much importance as you give them. Hide your words. There is more joy in hiding your own words than in revealing the words of others.

What happened to who said what? If you want to be successful yourself, then work like a madman because when a person works like a madman to achieve his own success, at the end of the day, that person can definitely bring success. No one says anything to a madman because people know that when a madman's madness begins, he does not consider anyone a human being. Therefore, to achieve his own success, you have to work like a madman and no matter what, no one will listen to him.

There are two sides to our life, happiness and sorrow. In a life of mixture of happiness and sorrow, if we get extra happiness, then we will not find the real meaning of my life. Just as extra sorrow does not allow us to live, extra happiness does not allow us to work hard. So I think that two things should be taken equally in life. You should take your happy time so much and neglect your sad time so much. Never do this. Keep the above things in mind to stay well. The path of life is not as easy as you or I think.

মোটামুটি আমরা কমবেশি সবাই জানি আমাদের জীবন কখনো সহজ ছিল না আর কখনো সহজ হবে বলে আমি মনে করি না আপনার কি মনে হয় আপনার জীবনটা সহজ খুব সহজেই আপনি আপনার একটা পরিবার পেয়ে গেছেন খুব সহজেই আপনি আপনার যে কোন কাজে সফলতা অর্জন করতে পারছেন আরে না রে ভাই জীবন কখনো সহজ ছিল না আমাদের প্রতিনিয়ত নতুন সমস্যার সম্মুখীন হতে হয় নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে চলে আসে আর সেগুলোর মোকাবেলা করতে গিয়ে আবার নতুন করে লড়াই শুরু করি। এই লড়াই এর মধ্যে যে মানুষটা দিন শেষে সফলতা পায় সেই মানুষটাই কিন্তু জীবনে এগিয়ে যেতে পারে সফলতা পাওয়া এতটাও সহজ নয়।

IMG_20250110_172230.jpg

IMG_20250110_172232.jpg

IMG_20250110_172233.jpg

IMG_20250110_172242.jpg

একটা কথা মাথায় রাখবেন জীবনে চলার পথ অবশ্যই সত্যের পথে রাখার চেষ্টা করবেন কারণ আপনি যদি সত্যকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার সত্য আপনাকে ভালো কাজের দিকে ধাবিত করবেন আর ভালো কাজ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে আপনি সর্বদা চেষ্টা করবেন আল্লাহর কাছে নিজের প্রয়োজনের জিনিস চাওয়ার জন্য আপনি সর্বদা চেষ্টা করবেন নবী রাসুলের পথে চলার জন্য

আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যে মুহূর্তে কোন কিছুই আমাদের পক্ষে থাকে না তখন কিন্তু আপনার ইচ্ছাশক্তি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জীবনে কারো প্রয়োজন নেই শুধুমাত্র উপরে যিনি আছে তার ওপর বিশ্বাস রাখুন নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগান এবং আপনি পারবেন এই কথাটা মাথার মধ্যে সেট করে দেন আপনার ধৈর্য এবং ইচ্ছা শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে আর কিছুর প্রয়োজন নেই।

জীবনে খুশি হওয়ার জন্য বা সুখে থাকার জন্য আপনাকে বেশ কিছু নিয়ম নীতি নিজের মধ্যে পরিবর্তন করতে হবে তবে সবার চাইতে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজের কষ্ট লুকিয়ে রেখে বেঁচে থাকার চেষ্টা করুন সবার কাছে নিজের কষ্ট প্রকাশ করতে যাবেন না এতে করে মানুষ আপনাকে হালকা করে নেবে। আমাদের জীবন থেকে সময়টা যদি চলে যায় সেটা কিন্তু আর ফিরে আসে না আমাদের সবার জন্যই আমাদের জীবনের সময় অনেক বেশি মূল্যবান তাই হয়তো বা বলা হয়ে থাকে জীবনের প্রতিটা মুহূর্তকেই উপভোগ করা উচিত কারণ প্রতিটা মুহূর্তের মধ্যেই আপনার জন্য নতুন কোন সুযোগ অপেক্ষা করতে থাকে।

বাস্তব একটা কথা বলছি নিজের জীবনের সাথে মিলিয়ে নেবেন আপনি যাকে ভেবে দিনের পর দিন নিজের ভেতরে নিজেকে শেষ করে দিচ্ছেন হঠাৎ একদিন সে আপনাকে বলবে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য তোমার নিজেকে শেষ করে দিতে এই কথা থেকে আপনি কি বুঝতে পারেন আপন মানুষ আছে থাকবে ভালোবাসার মানুষ আছে থাকবে তবে এতটা গুরুত্ব দিতে যাবেন না যতটা গুরুত্ব দিলে আপনি তাদের কাছে সস্তা হয়ে যাবেন নিজের কথা লুকিয়ে রাখুন অন্যের কথা প্রকাশ করার চাইতে নিজের কথা লুকিয়ে রাখার মধ্যেই আনন্দ বেশি।

কে কি বলেছে তাতে কি হয়েছে নিজে যদি সফল হতে চান তাহলে পাগলের মতো কাজ করুন কারণ একটা মানুষ যখন পাগলের মত নিজের সফলতা অর্জনের জন্য কাজ করে দিনশেষে সেই মানুষটা কিন্তু অবশ্যই সফলতা নিয়ে আসতে পারে পাগলকে কেউ কিছু বলে না কারণ মানুষ জানে পাগলের পাগলামি যখন শুরু হয়ে যায় তখন সে কাউকে মানুষ মনে করে না তাই নিজের সফলতা অর্জন করার জন্য একটা পাগলের মত কাজ করতে হবে আর যাই হোক কারো কথা শোনা যাবে না।

আমাদের জীবনের দুইটা দিক রয়েছে সুখ এবং দুঃখ সুখ দুঃখ মিশ্রণের জীবনে আমরা যদি অতিরিক্ত সুখ পেয়ে যাই তাহলে কিন্তু আমার জীবনের আসল মানেটা খুঁজে পাই না অতিরিক্ত দুঃখ আমাদেরকে যেমন বাঁচতে দেয় না অতিরিক্ত সুখ আমাদেরকে পরিশ্রম করতে দেয় না তাই আমি মনে করি জীবনে দুইটা জিনিস সমান সমান ভাবে গ্রহণ করা উচিত আপনার সুখের সময়টাকে আপনি এতটা বেশি গ্রহণ করবেন আবার দুঃখের সময়টাকে এতটা বেশি অবহেলা করবেন এটা কখনো করবেন না ভালো থাকার জন্য উপরোক্ত বিষয়গুলো মাথায় রাখবেন জীবনে চলার পথ এতটাই সহজ না। যতটা আমি কিংবা আপনি চিন্তা করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!