Lovely Wife drama review

in blurt-188398 •  4 days ago 
বিসমিল্লাহির রাহমানির রাহিম
  • আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু/ আদাব কি অবস্থা সবার কেমন আছেন. আপনারা আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন।আমি ও আপনাদের দোয়ায় এবং মহান রব্বুল আলামীনের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

  • আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি নাটকের রিভিউ উপস্থাপন করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

  • লাভলী ওয়াইফ (২০১৯ সাল)

লাভলী ওয়াইফ নাটকের :- (রিভিউ উপস্থাপন)

নাটক সম্পর্কিত কিছু তথ্য

পরিচালক:- রাশু আহাম্মেদ
ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ মোশারফ কামাল রাজ
সহকারী পরিচালক:- সোহাগ তালুকদার
চিত্রগ্রহণ:- আব্দুল হাজী

  • নাটকের মধ্যে অভিনয় করেছেন:-
    আরফিন নিশু, নুসরাত ইমরোজ তিশা, সাকিরা সাবাহ এবং মিলি বশির

  • সময়:- ৪৯ মিনিট ৫৯ সেকেন্ড

  • নাটকটির ধরন :- sad, love, emotional, entertainment,

  • নাটকের কাহিনী

  • নাটকটি শুরু হয়েছিল বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে তিশার বিয়ে হয়েছিল, কিন্তু আরফিন নিশো বাসর ঘরে ঢুকেই তার বউকে বলতে লাগলো। তাদের বিয়েটা সামাজিকভাবে হলেও রাষ্ট্রীয় আইন ভাবে হলেও। সে কিছুতেই তাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবে না। এর একটাই কারণ সে অন্য একটা মেয়েকে ভালোবাসে।

IMG_20230210_165533.jpg
নাটকের মধ্যে থেকে স্ক্রিনশট নিন
  • সে তিশাকে বিয়ে করেছে শুধুমাত্র তার মায়ের কারণে। তাদের ছোটবেলাতেই বিয়ে ঠিক হয়েছিল। আর তার মা এখন খুবই অসুস্থ। তাই সে তিশাকে বিয়ে করেছে। এ বিষয়টা যেন তার মা জানতে না পারে। এ কথাটাও নিশু তার ওয়াইফ কে বলেছিল।

  • তিশা তেমন কিছুই বলে না। তার সারারাত কেটে যায় কান্না করতে করতে। সকাল বেলা ঘুম থেকেই উঠে কিচেন রুমে আসে। এসে দেখে তার শাশুড়ি তরকারি কাটাকাটি করছে। সে বলে যে মা আপনি সরে যান আজ থেকে আপনি আর কোন কাজ করবেন না। সব কাজ আমিই করবোই।সে শাশুড়িকে বুঝতে দেয় না। যে তার স্বামী তার সাথে এমন একটা আচরণ করেছেন। খুবই শান্ত সৃষ্ট ভাবে সে কাজ করা শুরু করে।

  • তিশা কিছু পাটি সাপটা পিঠা আর অন্য একটা পিঠা বানায়। তারপর তার হাজবেন্ড কে তার শাশুড়ি খেতে দেয়। তার হাজবেন্ড মনে করে তার শাশুড়ি এ পিঠা গুলো বানিয়েছে। তার মায়ের অনেক তারিফ করা শুরু করে। কিন্তু যখনই জানতে পারে তার বউ এ পিঠাগুলো বানিয়েছে। তখন বলে যে পিঠা গুলো একদমই জঘন্য, এ পিঠাগুলো খাওয়া যায়। এটা বলে সে ওখান থেকে বের হয়ে অফিসে চলে যায়।

IMG_20230210_165549.jpg
নাটকের মধ্যে থেকে স্ক্রিনশট নিন
  • অফিসে যাওয়ার আগে তার প্রেমিকার সাথে দেখা করে। এবং গাড়িতে বসে অনেকক্ষণ কথা বলে। তার প্রেমিকা অনেকটা রাগান্বিত হয়। কারণ সে নাকি দুই তিন দিন থেকে কল করেনি।তখন সে বলে যে তার মা অসুস্থ ছিলো হসপিটালে ছিলো।তাই সে তার সাথে যোগাযোগ করতে পারেনি।
  • এর পরে আরফিন নিশো যখন অফিস করে বিকেলে বাসায় ফিরে।তখনই তার ওয়াইফ একটা গ্লাসের মধ্যে পানি আর সামান্য পরিমাণ একটু ঘাস পাতা দিয়ে, তাকে এক গ্লাস পানি দেয়। ও এ বিষয়টা দেখে অনেকটা অবাক হয়।তখন তার ওয়াইফ তাকে বলে। সমস্যা নেই পাতা ধোয়া আছে। পানিটা খেয়ে নেন। আমি যদি এটা না দিতাম তাহলে কিন্তু আপনি এক ঢোকে পানিটা খেয়ে ফেলতেন। এতে করে আপনার সমস্যা হতো।
IMG_20230210_165613.jpg
নাটকের মধ্যে থেকে স্ক্রিনশট নিন
  • পরদিন আবারো আরফিন নিশো তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে। কিন্তু তার গার্লফ্রেন্ড তাকে সন্দেহ করা শুরু করে। এবং তার সাথে জেরা শুরু করে যে কি হয়েছে না হয়েছে। সে তাকে কিছুই জানাচ্ছে না। ঝগড়া করে তারা দুজন ওখান থেকে চলে আসে।
IMG_20230210_165655.jpg
নাটকের মধ্যে থেকে স্ক্রিনশট নিন
  • বাসায় এসে আরফিন নিশো দেখতে পায় তার ওয়াইফ কি যেন একটা রান্না করছে।সে অনেকক্ষণ তার ওয়াইফের দিকে তাকিয়ে থাকে।তার পরে তার ওয়াইফ এগিয়ে আসে এবং সে বলে, আপনি কে আজকে অনেক সুন্দর লাগছে।কারণটা হচ্ছে। আরফিন নিশো কালো একটা কোট এবং কালো একটা পেন্ট পরেছে। এবং সে নিজেও কালো একটা শাড়ি পরছে এবং সে তার হাজবেন্ডকে বলে। যে তার পছন্দের রং কালো। আরফিন নিশো কথাগুলো শোনার পর তাকে আর কোন কিছুই না বলে সে তার রুমে চলে যায়।

  • আরফিন নিশো বাসায় আসার পরে রাতে ফ্রেশ হয়ে যখন রুমে আসে। তখন তার গার্লফ্রেন্ড থেকে কল করে এবং সে বলে তার ফোন ধরতে এত লেট হচ্ছে কেন। তখন সে তার গার্লফ্রেন্ডকে মিথ্যে কথা বলে। যে তার অ্যাসিডিটি হয়েছে। যার কারণে তার পেটে সমস্যা। তাই সে টয়লেটে ছিল। আর তার গার্লফ্রেন্ড তাকে দেখা করতে বলে। কিন্তু সে বলে যে তার সাথে এখন দেখা করা যাবে না। তার সমস্যা আছে। এ কথাগুলো তার ওয়াইফ শুনে এবং তার জন্য স্যালাইন বানিয়ে নিয়ে আসে।

IMG_20230210_165710.jpg
নাটকের মধ্যে থেকে স্ক্রিনশট নিন
  • পরের দিন আরফিন নিশো আবারো তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে। এবং একপর্যায়ে তারা কথা বলতে বলতে তার গার্লফ্রেন্ড তার হাতে একটা আংটি দেখতে পায়। তার গার্লফ্রেন্ড সে তখন জিজ্ঞেস করে। এই আংটিটা কোত্থেকে এসেছে। তখন সে গার্লফ্রেন্ডকে বলে তাকে এক বাবা দিয়েছে। তখন তার গার্লফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে আন্টি দাম কত। এবং এর থেকে এক টাকা বেশি হলেও। তাকে একটা আংটি এখন কিনে দিতে হবে।
  • তারপর সে বাসায় আসে আবার বের হয়ে যায় বাসা থেকে।তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে এবং তার মন মেজাজ খুব খারাপ হয়। তারপর বাসায় আসার পরে তার মাকে বলে খাবার দেয়ার জন্য।তারপরে কি ভেবে সে আর খাবার খায় না,
IMG_20230210_165727.jpg
নাটকের মধ্যে থেকে স্ক্রিনশট নিন
  • বসে থাকে তখন তার ওয়াইফ তাকে খাবার জন্য অনেক ডাকাডাকি করে। সে তার ওয়াইফের উপর অনেক রাগান্বিত হয়। এবং তাকে অনেক আজেবাজে কথা বলে। এবং ঝগড়া করে, এরপরে বলে এ কথাগুলো যেন তার মাকে সে না জানায়। সে যদি সে বাড়িতে থাকতে চায়। তাহলে যেন চুপচাপ থাকে। তাকে নিয়ে যেন কখনো কোন কথা না বলে। সে নিজের মত থাকতে চায়, এর পরে তাকে বাসা থেকে চলে যেতে বলে। এরপর অনেকক্ষণ চিৎকার চেঁচামেচি করে। সে নিজেই বাসা থেকে বের হয়ে যায়।
  • এরপরে সে বাসার বাহিরে বের হয়ে গিয়ে। তার গার্লফ্রেন্ডকে কল দেয়, এবং তার গার্লফ্রেন্ড এর বাসা নিচে গিয়ে। তার সাথে দেখা করে, তার গার্লফ্রেন্ডকে এসে কিছু সাধারন প্রশ্ন জিজ্ঞেস করে। সে কি তাকে সত্যিই ভালোবাসে,নাকি তার সাথে অভিনয় করে। তার গার্লফ্রেন্ড তার জন্য কখনোই কোন কিছু সেক্রিফাইস করেনি।সে নিজে একাই সব করেছে। অবশেষে সে বুঝতে পারে তাদের গার্লফ্রেন্ড তার সাথে অভিনয় করছে। তারপর সে তার সম্পর্কের ইতি টেনে ওখান থেকে বাসায় চলে আসে।
IMG_20230210_165800.jpg
নাটকের মধ্যে থেকে স্ক্রিনশট নিন
  • বাসায় আসার সময় সে তার ওয়াইফের জন্য কিছু একটা নিয়ে আসেন। অনেকক্ষণ তার সামনে ধরে রাখে কিন্তু তার ওয়াইফ কোন কথা না বলেই। তার সামনে থেকে চলে যায়। এবং সে বুঝতে পারে তার ওয়াইফ তার উপরে রাগ করে আছে।
IMG_20230210_165817.jpg
নাটকের মধ্যে থেকে স্ক্রিনশট নিন
  • সকালে আরফিন নিশো ওয়াইফ রান্না করছে। তখন তার মা তাকে গিয়ে বলে, রাতে তার ছেলের চিৎকার চেঁচামেচি শুনতে পেয়েছে। তাদের মধ্যে কি কোন সমস্যা হয়েছে।তখন তার বউ অস্বীকার করে যে না তাদের মধ্যে কখনোই কোন সমস্যা হয়নি। তার ছেলে কখনোই তার উপর জোর গলা দিয়ে কথা বলে না। কিন্তু পরবর্তী সময়ে নিজেই নিজের ভেতরটা ফেটে যাচ্ছিল। নিজে রান্না করতে শুরু করে।
  • এরপরে আরফিন নিশো তার ওয়াইফের কাছাকাছি আসার চেষ্টা করে। তার ওয়াইফ তার উপরে রেগে আছে। তারা রাগ ভাঙানোর চেষ্টা করে। কিন্তু তার ওয়াইফ কিছুতেই তার হাজবেন্ডের কাছাকাছি আসতে চায় না।
IMG_20230210_165841.jpg
নাটকের মধ্যে থেকে স্ক্রিনশট নিন
  • আরফিন নিশো তার ওয়াইফের এই পরিবর্তন দেখে সে নিজে থেকে অনেকটা ভেঙে পড়ে। একা একা বসে চিন্তা করতে থাকে। সে কি তার ওয়াইফের সাথে ঠিক করেছে। নাকি ভুল করেছে, কিন্তু সামনে এগিয়ে এসে কোন কথাই বলে না।

  • একদিন রাতে আরফিন নিশো এসে দেখলো তার ওয়াইফ শুয়ে আছে।সেও তার পাশে গিয়ে শুয়ে পড়ল। এবং সে কি কারনে তার ওয়াইফের সাথে এত বাজে ব্যবহার করেছে। সবগুলো বিষয় তারপর খুলে বলল, এবং সে বলল সে তার সেই সম্পর্ক থেকে বের হয়ে এসেছে। সে এখন তার ওয়াইফকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চাই। এ কথাগুলো শোনার পর তার ওয়াইফ ওখান থেকে উঠে রুম থেকে বের হয়ে, অন্য আরেকটা রুমে চলে যায়।

IMG_20230210_165857.jpg
নাটকের মধ্যে থেকে স্ক্রিনশট নিন
  • পরদিন তার হাজবেন্ড নাস্তার টেবিলে বসে থাকে। সে তার জন্য কপি বানিয়ে নিয়ে আসে। এবং তাকে কপি দিয়ে সে ওখান থেকে চলে যায় ।
  • এরপরে তার হাজবেন্ড তার জন্য এক কপি বানিয়ে নিয়ে আসে।এবং তাকে দেয় সে চুপ করে ওখানেই বসে থাকে। তার হাজবেন্ড পরে কপির কাপটা হাতে নিয়ে, ওখান থেকে চলে যায়।
IMG_20230210_165914.jpg
নাটকের মধ্যে থেকে স্ক্রিনশট নিন
  • সেদিন অফিসে চলে যায় বাসায় এসে দেখে তার ওয়াইফ রুমের মধ্যে কি একটা কাজ করতেছে। তখন সে তার ওয়াইফের হাত ধরে ক্ষমা চায়।এবং তাকে ক্ষমা করে দিতে বলে। অবশেষে তার ওয়াইফ তাকে ক্ষমা করে দেয়।
IMG_20230210_165928.jpg
নাটকের মধ্যে থেকে স্ক্রিনশট নিন
  • অবশেষে দুজনের মধ্যে সুন্দর একটা মিলন ঘটে, সুন্দরভাবে নাটকটার সমাপ্তি ঘটে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

আমার মন্তব্য
  • প্রেম হোক কিংবা অন্য রিলেশন সেটা যত ঘনিষ্ঠই হোক না কেন। স্বামী স্ত্রীর ভালোবাসা এ পৃথিবীতে সবচাইতে উত্তম ভালোবাসা। সে ভালোবাসার মধ্যে যদিও একটু একটু খুনসুটি থাকে। কিন্তু পরিশেষে সেটাই খুব পরম শান্তির একটা সম্পর্ক।
  • নাটকের মধ্যে আমি যতটুকু দেখেছি। যদিও সে প্রথম অবস্থায় তার ওয়াইফের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছিল। তার গার্লফ্রেন্ডের সাথে তার সম্পর্ক বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু পরিশেষে বুঝতে পেরেছে। তার ওয়াইফের মত তার গার্লফ্রেন্ড তাকে ভালোবাসে না। তার গার্লফ্রেন্ড তার ওয়াইফের মতো তাকে টেক কেয়ার করে না।তার জন্য তেমন কোন কিছুই সেক্রিফাইস করে না। সে বুঝতে পেরেছে সত্যিকারের ভালবাসা তার ওয়াইফ তাকে ভালোবাসে।

  • নাটকটা প্রথম অবস্থায় খুবই কষ্টের ছিল। মাঝখানে গিয়ে আরো অনেকটা বেশি কষ্ট লেগেছিল। যখন সে তার ওয়াইফকে অনেকটা বাজে কথা বলেছিল। এবং এই বাসা থেকে বের হয়ে যাওয়ার কথা বলেছিল। পরবর্তীতে তাদের এই সুন্দর মিলন দেখে অনেকটা ভালো লেগেছিল।

আপনারা নাটকটা দেখে নিজেরাই উপলব্ধি করতে পারবেন। আসলেই নাটকের মূল বিষয়বস্তু কি ছিল। অবশ্যই সবার কাছে অনুরোধ করব নাটকটা একবার হলেও দেখবেন।
  • আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন। আবারও নতুন কোন নাটকের রিভিউ নিয়ে অবশ্যই হাজির হবো। আপনাদের মাঝে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

In the name of Allah, the Most Gracious, the Most Merciful.
Assalamu Alaikum Warahmatullahi Wabarakatuhu/ How are you all? I hope that by the grace of Allah Almighty, everyone is doing well. I am also doing well with your prayers and the grace of the Almighty Allah, Alhamdulillah.

Today I will present you with a review of another new drama. I hope you like it.

Lovely Wife (2019)

Lovely Wife Drama:- (Review Presentation)

Some information about the drama

Director:- Rashu Ahmed
Managing Director:- Md. Mosharraf Kamal Raj
Assistant Director:- Sohag Talukder
Cinematography:- Abdul Haji

The play stars:
Arfin Nishu, Nusrat Imroz Tisha, Shakira Sabah and Mili Bashir.

Time:- 49 minutes 59 seconds

Genre of the play: - sad, love, emotional, entertainment,

Drama story

The drama began with Tisha getting married with a wedding ceremony, but Arfin Nisho entered the house and started telling his wife. Even if their marriage is social or legal, he will never be able to give her the status of his wife. The only reason for this is that he loves another girl.

IMG_20230210_165533.jpg
Take screenshots from within the drama
He married Tisha only because of his mother. Their marriage was fixed when they were young. And his mother is very sick now. That's why he married Tisha. He didn't want his mother to know about this. Nishu also told his wife this.

Tisha doesn't say anything. She spends the whole night crying. In the morning, she wakes up and comes to the kitchen. When she comes, she sees her mother-in-law chopping vegetables. She says, "Mom, go away, from today you won't do any work anymore. I will do all the work." She doesn't let her mother-in-law understand that her husband has behaved like this with her. She starts working in a very calm and composed manner.

Tisha makes some pitha, a snake pitha and another pitha. Then she gives it to her husband, her mother-in-law. Her husband thinks that his mother-in-law made these pitha. He starts praising his mother a lot. But whenever he finds out that his wife made these pitha, he says that the pitha are absolutely disgusting, that these pitha are edible. Saying this, he leaves there and goes to the office.

IMG_20230210_165549.jpg
Take screenshots from within the drama
Before going to the office, he met his girlfriend. And they talked for a long time in the car. His girlfriend was very angry. Because he had not called for two or three days. Then he said that his mother was sick and was in the hospital. So he could not contact her.
After this, when Arfin Nisho returned home from work in the afternoon, his wife gave him a glass of water with a small amount of grass leaves in a glass. He was very surprised to see this. Then his wife told him. No problem, the leaves are washed. Drink the water. If I had not given it, you would have drunk the water in one gulp. This would have caused you problems.
IMG_20230210_165613.jpg
Take screenshots from within the drama
The next day, Arfin Nisho met his girlfriend again. But his girlfriend started suspecting him. And started interrogating him about what happened or not. He did not tell her anything. After arguing, the two of them left from there.
IMG_20230210_165655.jpg
Take screenshots from within the drama
Arfin Nisho came home and saw his wife cooking something. He looked at his wife for a long time. After that, his wife came forward and said, "You look very beautiful today." The reason is. Arfin Nisho is wearing a black coat and black pants. And she herself is wearing a black saree and she tells her husband that her favorite color is black. After hearing these words, Arfin Nisho goes to his room without saying anything else.

When Arfin Nisho comes home after freshening up at night and comes to his room. Then his girlfriend calls and asks why he is taking so long to answer his phone. Then he lies to his girlfriend. That he has acidity. Due to which he has stomach problems. So he was in the toilet. And his girlfriend asks him to meet him. But he says that he cannot meet her now. He has a problem. His wife hears these words and makes saline for him.

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xr3cGDW2cr3P6wLWnphTYXp6Z9LAEBophJn7e4f7GtNiy3pUxs96uajSABAikJCcQ6Gh9KBqCtysZqQN8acyWYBrYZLKQ.jpeg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81BQproc4Fx5fqEtUcjLjYdnVjNap9XrnXbKs3Bfokt9AbExcGuF2jRPqzcY3d4aEVZE8xNnknaiL7YJ8BR86Bv7TUcEPp.jpeg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yEdPiTvvvAb3ev6uuXs3rMQh7rbMFLD4eiLhuNMpqCPv168C76C6va2jbqHTWS2NPwJKhkPE88PKYPQ7hQEJx6YVEnR7L.jpeg

IMG_20230210_165710.jpg
Take screenshots from within the drama
The next day, Arfin Nisho met his girlfriend again. And at one point, while they were talking, his girlfriend saw a ring on his hand. His girlfriend then asked him. Where did this ring come from. Then he told his girlfriend that his father gave it to him. Then his girlfriend asked him, "Auntie, how much does it cost?" And even if it's one taka more than that, he has to buy a ring now.
Then he comes home and leaves the house again. He meets his girlfriend and his mood is very bad. Then after coming home he tells his mother to give him food. Then why does he not eat food anymore,
IMG_20230210_165727.jpg
Take screenshots from within the drama
When he sits, his wife calls him for food. He gets very angry with his wife. And talks nonsense to her. And quarrels, then tells her not to tell her mother. If she wants to stay at home. Then she should be quiet. Never say anything about him. She wants to be herself, after that she asks him to leave the house. Then she screams for a long time. She leaves the house herself.
Then he goes out of the house. Calls his girlfriend, and goes downstairs to his girlfriend's house. Meets her, comes to his girlfriend and asks some simple questions. Does she really love him, or is she acting with him. His girlfriend never sacrificed anything for him. She did everything herself. Finally he realizes that their girlfriend is acting with him. Then he ends his relationship and comes home from there.
IMG_20230210_165800.jpg
Take screenshots from within the drama
When he came home, he brought something for his wife. He held it in front of her for a long time, but his wife left without saying anything. And he realized that his wife was angry with him.
IMG_20230210_165817.jpg
Take screenshots from within the drama
In the morning, Arfin Nisho's wife was cooking. Then his mother went to him and told him that she heard her son screaming at night. Was there any problem between them? Then his wife denied that there had never been any problem between them. Her son never spoke harshly to her. But later on, he was bursting inside himself. He started cooking himself.
Then Arfin Nisho tries to get close to his wife. His wife is angry with him. They try to vent their anger. But his wife does not want to come close to her husband at all.
IMG_20230210_165841.jpg
Take screenshots from within the drama
Arfin Nisho, seeing this change in his wife, was quite broken. Sitting alone, he started thinking. Did he make things right with his wife? Or did he make a mistake, but he didn't come forward and say anything.

One night, Arfin Nisho came and saw his wife lying down. He also went and lay down next to her. And why did he treat his wife so badly? Then he told her everything, and she said that she had come out of that relationship. Now she wants to live happily with her wife. After hearing these words, his wife got up from there and left the room and went to another room.

IMG_20230210_165857.jpg
Take screenshots from within the drama
The next day, her husband was sitting at the breakfast table. She made a copy for him and brought it. She gave him the copy and left.
Then her husband made a cup of coffee for her and gave it to her. She sat there silently. Then her husband took the cup of coffee in his hand and left from there.
IMG_20230210_165914.jpg
Take screenshots from within the drama
That day, he went to the office and came home and saw his wife doing something in the room. Then he held his wife's hand and apologized. And asked her to forgive him. Finally, his wife forgave him.
IMG_20230210_165928.jpg
Take screenshots from within the drama
Finally, a beautiful reunion takes place between the two, and the play ends beautifully.
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

My comment
Be it love or any other relationship, no matter how close it is. The love between a husband and wife is the best love in this world. Although there is a little bit of conflict in that love. But in the end, it is a relationship of absolute peace.
As far as I have seen in the drama. Although he initially tried to distance himself from his wife. He tried to move forward by maintaining his relationship with his girlfriend. But finally he understood. His girlfriend does not love him like his wife. His girlfriend does not take care of him like his wife. He does not sacrifice anything for him. He understood that true love is his wife loving him.

The drama was very painful at first. It was even more painful in the middle. When he said a lot of bad things to his wife. And told her to leave this house. Later, it was very nice to see their beautiful reunion.

You can understand for yourself by watching the play. What was the main theme of the play? I would definitely request everyone to watch the play at least once.
Until today, everyone, stay well, stay healthy, stay safe. I will definitely be back with a new drama review. Until then, may Allah protect you. Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuhu.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 days ago  ·  

আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন এই নাটকটি আমি দেখেছি এবং এই নাটকের কাহিনীটা আপনি অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।