I enjoyed the natural beauty of rural Bengal up close.

in blurt-188398 •  2 days ago 
বিসমিল্লাহির রাহমানির রাহিম
  • আসসালামু আলাইকুম/আদাব কি অবস্থা সবার কেমন আছেন আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

গ্রাম বাংলার সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করলাম

20230205_093937_0000.png
ছবির ডিজাইন করা হয়েছে canva এপ্স থেকে

যদিও আমরা গ্রামে থাকি তবে তেমন একটা হাঁটাহাঁটি করা হয় না। তার একটাই সমস্যা আমরা গৃহবধূ। আমরা নাকি বাহিরে যাওয়াটা আমাদের তেমন একটা শোভা পায় না। কিন্তু তারপরেও একটু ঘোরাঘুরি না করলে তো আর হয় না।

  • আজকে খুব সকালেই ঘুম থেকে উঠলাম ।চারপাশে সামান্য কুয়াশা খুবই ভালো লাগছিল। তারপর ভাবলাম যাক একটু ঘুরে বেড়ায়। যদিও আমি তেমন একটা ঘোরাঘুরি পছন্দ করি না। তারপরেও আজকের দিনটা কেমন জানি অন্যরকম, ভালো লাগা কাজ করছিল।

  • তারপর প্রথম অবস্থায় আমি আমাদের বাড়ির পাশেই একটা মাঠ।ওখানে একটু ঘুরতে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি অনেক রকম সবজি ফুলে অপরূপ সৌন্দর্যের মাঝে, যেন নিজেকে হারিয়ে ফেললাম।

IMG_20230205_085143_288.jpg
IMG_20230205_085130_272.jpg
IMG_20230205_085114_647.jpg
DeviceName
Androidvivo Y20G
Cameratriple camera 1:2.2-2 2.4 asph
LocationBangladesh 🇧🇩
Short by@rubina203

5s4dzRwnVbzGM3JdycGKFQo7ALS3GhuMGL8qbG8zfSd9jReQV8goPyUyGRQWmkVpJ1bVs9pY6dmPivFvHEn35iSz7f6WdFbvD7E3M5MN5G5rkqYgP71zyhaqScN6xfENsYwPn4f2EkTX2qtRpLqEoNpvpfa7pHJUNZG11pJ.png

  • কোন কিছুই যেন না মাথা কাজ করছিল না। কেমন অপরূপ সৌন্দর্য এই প্রকৃতি, খুব কাছ থেকে আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলাম।

  • আমরা যারা গ্রামে বসবাস করি, তারা কিন্তু কম-বেশ হলেও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারি। কিন্তু যারা শহরের বসবাস করে,তারা প্রাকৃতি র খুব কাছাকাছি এসে। প্রাকৃতিক সৌন্দর্য তেমন একটা উপভোগ করতে পারে না।

  • প্রথমেই যখন আমি মাঠের দিকে এগিয়ে গেলাম।তখন আবছা সূর্যের আলো ঝলমল করছে।তারপর গ্রামের ওই প্রান্তের দিকে তাকিয়ে দেখলাম দৃশ্যটা অনেক সুন্দর দেখাচ্ছে। তাই একটা ছবি তুলে নিলাম।

IMG_20230205_085101_858.jpg
IMG_20230205_085058_531.jpg
IMG_20230205_085055_417.jpg
DeviceName
Androidvivo Y20G
Cameratriple camera 1:2.2-2 2.4 asph
LocationBangladesh 🇧🇩
Short by@rubina203

5s4dzRwnVbzGM3JdycGKFQo7ALS3GhuMGL8qbG8zfSd9jReQV8goPyUyGRQWmkVpJ1bVs9pY6dmPivFvHEn35iSz7f6WdFbvD7E3M5MN5G5rkqYgP71zyhaqScN6xfENsYwPn4f2EkTX2qtRpLqEoNpvpfa7pHJUNZG11pJ.png

  • তারপর সিম গাছের দিকে তাকিয়ে দেখলাম কত সুন্দর সিমের ফুল ফুটে আছে। তার উপরে হালকা শিশির তার মধ্যে হালকা রোদের ঝলকানি। ফুলগুলো দেখে অসম্ভব ভালোলাগা কাজ করছিল। কিছু না ভেবেই ফুলের ফটোগ্রাফি তুলতে শুরু করলাম।
IMG_20230205_085114_647.jpg
IMG_20230205_085111_735.jpg
IMG_20230205_085107_731.jpg
DeviceName
Androidvivo Y20G
Cameratriple camera 1:2.2-2 2.4 asph
LocationBangladesh 🇧🇩
Short by@rubina203

5s4dzRwnVbzGM3JdycGKFQo7ALS3GhuMGL8qbG8zfSd9jReQV8goPyUyGRQWmkVpJ1bVs9pY6dmPivFvHEn35iSz7f6WdFbvD7E3M5MN5G5rkqYgP71zyhaqScN6xfENsYwPn4f2EkTX2qtRpLqEoNpvpfa7pHJUNZG11pJ.png

  • তারপর আমি আর একটু এগিয়ে গেলাম। সামনে দেখতে পেলাম একটা কুমড়ো গাছ। যেখানে কিনা ছোট বড় হরেক রকমের কুমড়া ধরে আছে। তার সাথে আছে কুমড়া ফুল। সবুজের মাঝে এই হলুদ ফুল যেন এক অসাধারণ সৌন্দর্য ছড়িয়ে আছে। সবুজ এই কুমড়ো গাছের মধ্যে হলুদ ফুল ফুটে আছে, যেন তার সৌন্দর্য চারপাশ আলোয় আলোকিত করে আছে। দেরি না করে ওখান থেকেও একটা ফটোগ্রাফি তুলে নিলাম।।
IMG_20230205_085126_963.jpg
IMG_20230205_085117_264.jpg
DeviceName
Androidvivo Y20G
Cameratriple camera 1:2.2-2 2.4 asph
LocationBangladesh 🇧🇩
Short by@rubina203
  • তারপর আর একটু সামনে এগিয়ে গেলাম। ওখানে গিয়ে দেখতে পেলাম একটা লাউ গাছ। যেখানে ছোট লাউ তার সাথে ফুল ফুটে আছে।সেখান থেকেও আমি দু একটা ছবি তুলে নিলাম।
IMG_20230205_085146_930.jpg
IMG_20230205_085155_676.jpg
IMG_20230205_085149_550.jpg
IMG_20230205_085140_030.jpg
DeviceName
Androidvivo Y20G
Cameratriple camera 1:2.2-2 2.4 asph
LocationBangladesh 🇧🇩
Short by@rubina203
  • আরো এগিয়ে যাওয়া শুরু করলাম। বন্য ফুলের মাঝে নিজেকে হারিয়ে ফেললাম। অনেক রকমের বন্য ফুল, আমার সামনে চলে আসলো। বন্য ফুল গুলো দেখে এক অসাধারণ ভালোলাগা কাজ করছিল। যে ফুলগুলো আমি আমার লাইফে কখনোই দেখিনি। আজকে আমি সেই ফুল গুলোর সাথে অনেকটা সময় পার করলাম। সেখান থেকেও কিছু ছবি তুলে নিলাম।
IMG_20230205_085136_959.jpg
IMG_20230205_085048_318.jpg
IMG_20230205_085045_593.jpg
DeviceName
Androidvivo Y20G
Cameratriple camera 1:2.2-2 2.4 asph
LocationBangladesh 🇧🇩
Short by@rubina203
  • আসলে আমাদের জীবনটাকে খুব ভালোভাবে পরিচালনা করার জন্য। প্রাকৃতি র মধ্যে নিজেকে কিছুটা সময় হারিয়ে নিয়ে যাওয়া খুবই ভালো, একটা মাধ্যম বলে আমি মনে করি।

  • আমরা আমাদের জীবনে প্রায়শই কোনো না কোনো একটা সমস্যার মধ্যে পড়েই থাকি। যদি প্রকৃতির মাঝে নিজেকে কিছুটা সময় বিলিয়ে দেয়া যায়।তাহলে মনে হয় সকল সমস্যার একটাই সমাধান হয়ে যায়। মনে এক অসাধারণ প্রশান্তি চলে আসে।আপনার দিনটাও বেশ ভালোই কাটে।

  • হালকা কুয়াশা তার সাথে রোদের ঝিকিমিকি, এ যেন এক অসাধারণ সৌন্দর্যের সকাল। ঘাসের উপর শিশির জমে আছে, খুবই আনন্দের সাথে আজকের সকালটা আমি পার করে দিলাম। তার সাথে কিছু ফটোগ্রাফি খুবই ভালো লাগলো আজকের সকালটা।

5s4dzRwnVbzGM3JdycGKFQo7ALS3GhuMGL8qbG8zfSd9jReQV8goPyUyGRQWmkVpJ1bVs9pY6dmPivFvHEn35iSz7f6WdFbvD7E3M5MN5G5rkqYgP71zyhaqScN6xfENsYwPn4f2EkTX2qtRpLqEoNpvpfa7pHJUNZG11pJ.png

  • আপনাদের সবার কাছেও অনুরোধ করব। কিছুটা সময় হলেও প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলবেন। জীবনে অন্যরকম এক প্রশান্তি ফিরে পাবেন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNyyDXRR95ECwQahTtzgGeAeiXfhcSDVXCNkwQwMwveDdhqhExVhHx738NuwToGNsTUiB9Z2Vi6.png

আমার ব্লগটি পরিদর্শন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNyyDXRR95ECwQahTtzgGeAeiXfhcSDVXCNkwQwMwveDdhqhExVhHx738NuwToGNsTUiB9Z2Vi6.png

  • আজ না হয় এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। এই কামনা করি আজকের মত এখানেই বিদায় নিলাম। আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

In the name of Allah, the Most Gracious, the Most Merciful.
Assalamu Alaikum/Adab How are you all? I hope that by the infinite mercy of the Almighty God, you are all doing well. I am also doing well by your prayers and by the infinite mercy of Allah, Alhamdulillah.
I enjoyed the beauty of rural Bengal up close.
20230205_093937_0000.png
The image was designed using the Canva app.
Even though we live in a village, we don't do much walking. The only problem is that we are housewives. We don't really like going out. But even then, if we don't walk around a bit, it's okay.

I woke up early this morning . The slight mist around me felt very nice. Then I thought I'd go for a walk. Although I don't like to walk much. Still, today was somehow different, I felt good.

Then, at first, I went for a walk in a field next to our house. When I went there, I felt like I was lost in the beauty of the many different types of vegetables blooming there .

IMG_20230205_085143_288.jpg
IMG_20230205_085130_272.jpg
IMG_20230205_085114_647.jpg
Device Name
Android I live Y20G
Camera triple camera 1:2.2-2 2.4 asph
Location Bangladesh 🇧🇩
Short by @rubina203
5s4dzRwnVbzGM3JdycGKFQo7ALS3GhuMGL8qbG8zfSd9jReQV8goPyUyGRQWmkVpJ1bVs9pY6dmPivFvHEn35iSz7f6WdFbvD7E3M5MN5G5rkqYgP71zyhaqScN6xfENsYwPn4f2EkTX2qtRpLqEoNpvpfa7pHJUNZG11pJ.png

Nothing seemed to be working. What a wonderful beauty this nature is, I started enjoying the natural beauty from very close.

We who live in villages can enjoy natural beauty to a greater or lesser extent. But those who live in cities, being very close to nature, cannot enjoy natural beauty to that extent.

When I first walked towards the field, the sunlight was shining brightly. Then I looked towards that end of the village and saw that the view was very beautiful. So I took a picture.

IMG_20230205_085101_858.jpg
IMG_20230205_085058_531.jpg
IMG_20230205_085055_417.jpg
Device Name
Android I live Y20G
Camera triple camera 1:2.2-2 2.4 asph
Location Bangladesh 🇧🇩
Short by @rubina203
5s4dzRwnVbzGM3JdycGKFQo7ALS3GhuMGL8qbG8zfSd9jReQV8goPyUyGRQWmkVpJ1bVs9pY6dmPivFvHEn35iSz7f6WdFbvD7E3M5MN5G5rkqYgP71zyhaqScN6xfENsYwPn4f2EkTX2qtRpLqEoNpvpfa7pHJUNZG11pJ.png

Then I looked at the bean tree and saw how beautiful the bean flowers were blooming. There was light dew on them and a slight glimmer of sunlight in them. Seeing the flowers was incredibly pleasant. Without thinking, I started taking photographs of the flowers.
IMG_20230205_085114_647.jpg
IMG_20230205_085111_735.jpg
IMG_20230205_085107_731.jpg
Device Name
Android I live Y20G
Camera triple camera 1:2.2-2 2.4 asph
Location Bangladesh 🇧🇩
Short by @rubina203
5s4dzRwnVbzGM3JdycGKFQo7ALS3GhuMGL8qbG8zfSd9jReQV8goPyUyGRQWmkVpJ1bVs9pY6dmPivFvHEn35iSz7f6WdFbvD7E3M5MN5G5rkqYgP71zyhaqScN6xfENsYwPn4f2EkTX2qtRpLqEoNpvpfa7pHJUNZG11pJ.png

Then I went a little further. I saw a pumpkin tree in front. Where there are all kinds of pumpkins, big and small. There are pumpkin flowers with it. This yellow flower seems to spread an extraordinary beauty among the greenery. Yellow flowers are blooming in this green pumpkin tree, as if its beauty is illuminating the surroundings with light. Without delay, I took a photograph from there too.
IMG_20230205_085126_963.jpg
IMG_20230205_085117_264.jpg
Device Name
Android I live Y20G
Camera triple camera 1:2.2-2 2.4 asph
Location Bangladesh 🇧🇩
Short by @rubina203
Then I went a little further. When I got there, I saw a gourd tree. There were small gourds with flowers blooming on it. I took a couple of pictures from there too.
IMG_20230205_085146_930.jpg
IMG_20230205_085155_676.jpg
IMG_20230205_085149_550.jpg
IMG_20230205_085140_030.jpg
Device Name
Android I live Y20G
Camera triple camera 1:2.2-2 2.4 asph
Location Bangladesh 🇧🇩
Short by @rubina203
I started moving further. I lost myself among the wild flowers. Many types of wild flowers came before me. Seeing the wild flowers was a wonderful feeling. Flowers that I have never seen in my life. Today I spent a lot of time with those flowers. I took some pictures from there too.
IMG_20230205_085136_959.jpg
IMG_20230205_085048_318.jpg
IMG_20230205_085045_593.jpg
Device Name
Android I live Y20G
Camera triple camera 1:2.2-2 2.4 asph
Location Bangladesh 🇧🇩
Short by @rubina203
In fact, I think it's a great way to manage our lives very well. Losing yourself in nature for a while is a great way to do that.

We often find ourselves in some kind of problem in our lives. If we can spend some time in nature, then it seems that all problems have a solution. A wonderful peace comes to our mind. Your day will also be very good.

Light fog with the sun shining, it's like a morning of extraordinary beauty. Dew is on the grass, I spent this morning very happily. Some photography with it was very nice this morning.

5s4dzRwnVbzGM3JdycGKFQo7ALS3GhuMGL8qbG8zfSd9jReQV8goPyUyGRQWmkVpJ1bVs9pY6dmPivFvHEn35iSz7f6WdFbvD7E3M5MN5G5rkqYgP71zyhaqScN6xfENsYwPn4f2EkTX2qtRpLqEoNpvpfa7pHJUNZG11pJ.png

I would like to request all of you to lose yourself in nature for a while. You will find a different kind of peace in your life.
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNyyDXRR95ECwQahTtzgGeAeiXfhcSDVXCNkwQwMwveDdhqhExVhHx738NuwToGNsTUiB9Z2Vi6.png

Thank you all so much for visiting my blog.
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNyyDXRR95ECwQahTtzgGeAeiXfhcSDVXCNkwQwMwveDdhqhExVhHx738NuwToGNsTUiB9Z2Vi6.png

Stay here until today or not. Everyone stay well and healthy. I wish you all the best as we bid farewell here today. Assalamualaikum warahmatullahi wabarakatuh.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 days ago  ·  

আপু আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর প্রতি টা ফটোগ্রাফী যেন মনে সুয়ে জায়