In-laws and wives are crazy (2023)

in blurt-188398 •  4 days ago 

সরলতা মানুষের জীবনের সবচাইতে বড় একটা সমস্যা,,, আর অতিরিক্ত সরলতা হচ্ছে! মানুষের জীবন ধ্বংসের সবচাইতে মূল মন্ত্র।

আমাদের মাঝে এমন কিছু সরল মানুষ বসবাস করে! অনেক সময় সমাজের বাদবাকি মানুষ গুলো তাদেরকে বেয়াক্কেল বলে থাকে।

হ্যাঁ বন্ধুরা আজকে আমি তেমনই একটা নাটকের রিভিউ করতে! আমি হাজির হয়েছি আপনাদের মাঝে।

আজকে আমি আপনাদের সাথে,,, জামাই বউ বেয়াক্কেল নাটকের রিভিউ উপস্থাপন করব।

জামাই বউ বেয়াক্কেল (২০২৩ সাল)

নাটক সম্পর্কিতকিছু তথ্য
পরিচালক:-এমডি হাবিবুর রহমান
ব্যবস্থাপনা পরিচালক:-মাসুম বিল্লাহ
সহকারী পরিচালক:-শফিকুল ইসলাম দিনার
চিত্রগ্রহণ:-জুলফিকার ইসলাম
নাটকের মধ্যে অভিনয় করেছেন:-জাহের আলভি,অহনা রহমান, মৌ শিখা, রানা খান, আশরাফুল আলম সাগর, মৌসুমী মৌ, এবং আরো অনেকেই
সময়:-৪৯ মিনিট ১৩ সেকেন্ড
নাটকটির ধরন :-prank, love, emotional, entertainment,

নাটকের কাহিনী

নাটকের প্রথমেই আমরা দেখতে পাই,,, স্বামী-স্ত্রী দুজন গ্রাম থেকে শহরে এসেছে! রাতে যখন হঠাৎ করে স্বামী তার স্ত্রীর গায়ের মধ্যে হাত দিতে যায়! তখনই স্ত্রী লাফ দিয়ে উঠে বলে! আপনি আমার গায়ে হাত দিবেন না! তখন তার স্বামী তাকে জিজ্ঞেস,, করে আমি কেন তোমার গায়ে হাত দিতে পারব না!

IMG_20230706_192559.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

তখন তার স্ত্রী বলে,, আপনি গ্রাম থেকে আসার সময় মা আমাকে বলে নাই! তুমি আমার মেয়ের মত! তাহলে আমি যদি আপনার মায়ের মেয়ে হই! তাহলে তো আপনি আমার বড় ভাই।

IMG_20230706_192628.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

এরপরে আমরা দেখি তার হাজবেন্ড একটু সহজ সরল মানুষ! তিনিও তার কথা মেনে নেয়! কারণ তার মা বলেছে তার বউ তার মেয়ের মত! সেজন্য তিনিও তাকে বোনের মত সম্মান করা শুরু করে,,, এবং রাতে তারা ঘুমিয়ে পড়ে।

IMG_20230706_192647.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

নাটকের পরবর্তী আমরা দেখতে পাই! তাদের বাড়িতে স্বাস্থ্যকর্মী এসেছে,,, এবং তাদেরকে দেখে বলতে শুরু করে! আপনাদের দুজনকে বেশ ভালো মানিয়েছে! আপনার নতুন বিয়ে করেছেন!

IMG_20230706_192700.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

সাধারণত যারা নতুন বিয়ে করে,, তাদেরকে কিছু পদ্ধতি গ্রহণ করতে হয়! আপনারা কি কোন পদ্ধতি গ্রহণ করেছেন! তখন তারা দুজন একটু অবাক হয়ে যায়! কেননা তারা দুজনই একটু সহজ সরল,, এর পরে তাদেরকে যখন বিষয়টা একটু ক্লিয়ার করে বলা হয়! তখন তারা বলে যে না আমরা এ ধরনের কোন কিছু করতে চাই না,,, কারণ আমরা ভাই বোন।

IMG_20230706_192713.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

এরপরে স্বাস্থ্যকর্মী অনেকটা অবাক হয়ে,, ওখান থেকে চলে যায়! রাতে তাদের ঘরে একটা চোর ঢুকে পড়ে! চোর তাদের খাটের নিচে লুকিয়ে থাকে! তারা দুজন খাটের উপর বসে কথা বলতে থাকে,, এবং তারা বলে স্বাস্থ্যকর্মী তাদের কথা বুঝতে পারেনি।

এরপরে ওনার স্ত্রী বারবার করেই উনাকে বলতে থাকে! আমার শাশুড়ি আমাকে বলেছে, আমি ওনার মেয়ের মত অতএব আমরা দুজন ভাই বোন,, এবং তার স্বামী সেটা মেনে নেয়।

IMG_20230706_192732.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

সকালবেলা লোকটার ওয়াইফ ঘুম থেকে উঠে বাজার করতে চলে যায়! কিন্তু ঢাকা শহরের রাস্তাঘাট সে তেমন একটা চিন্ত না! তাদের ওখানকার একটা জায়গার নাম ছিল ময়লার মোড়! ওখানে গিয়ে তিনি আর কিছুই চিনতে পারেনা,,, এবং তার হাসবেন্ডকে কল করে তাকে নিয়ে আসার জন্য।

IMG_20230706_192744.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

এরপরে আমরা দেখতে পাই,, ছেলেটার মা ঢাকা শহরে আসে তাদের বাড়িতে বেড়ানোর জন্য! আসার সময় গ্রাম থেকে অনেক ধরনের জিনিস নিয়ে আসে,,, এবং তাদের বাসায় যায়।

IMG_20230706_192757.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

তার শাশুড়ি বাসায় আসার পরে মেয়েটা বারবার আম্মা আম্মা বলতে থাকে! তখন তার শাশুড়ি তাকে বলে আমি তোমার কে হয়ি! তখন সে বলে আপনি আমার মা হন। এরপরে তিনি বলেন আমরা নাতি নাতনির মুখ কবে দেখতে পারবো! তখন মেয়েটা বলে কখনোই দেখতে পারবেন না। আমরা দুইজন তো ভাই বোন। কারণ আপনি গ্রাম থেকে আসার সময় আমাকে বলেছেন! আমি আপনার মেয়ের মত।

IMG_20230706_192809.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

এরপরে আমরা দেখতে পাই মেয়েটার শাশুড়ি মেয়েটার মায়ের কাছে কল করে! এবং তাকে বলে আপনি একটা বেয়াক্কেল মেয়ে আমার ঘরে পাঠিয়েছেন! আমার ছেলেটা সহজ সরল! সেজন্য আমি চেয়েছিলাম একটু চালাক প্রকৃতির একজন মেয়েকে বিয়ে করাবো! কিন্তু আপনার মেয়ে তো আমার ছেলের চাইতে আরো সহজ সরল! এটা নিয়ে তাদের দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়,,,, এবং একটা সময় তারা দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়।

IMG_20230706_192824.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

এরপরে ছেলেটার মা মেয়েটার মাকে তাদের বাসায় আসতে বলে! এবং এই বিষয় নিয়ে তারা কথাবার্তা বলবে বলে,,, মেয়েটার মা মেয়েটার বাসায় চলে আসে! কিন্তু এখানে আসার পর তাদের দুজনের পরিস্থিতি দেখে উনাদের মাথা খারাপ হয়ে যায়! কি করবে বুঝতে পারে না! কারণ তারা স্বামী স্ত্রীর দুইজন ছিল সহজ সরল।

ছেলেটার মা মনে করে! মেয়েদের কোন শারীরিক সমস্যা আছে! আবার মেয়েটার মা মনে করে ছেলেটা শারীরিক কোন সমস্যা আছে! যার কারণে তারা দুজন মিলে তাদের ছেলে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়! কিন্তু ডাক্তার তাদেরকে জানায় তাদের কোন ধরনের কোন সমস্যা নেই।

IMG_20230706_192841.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

রাতে দুই বিয়ান মিলে চিন্তা করতে থাকে! কিভাবে তাদের মধ্যে থেকে এই বিষয়টা বের করা যায়! কারণ তারা দুইজন সহজ সরল! যখনই শাশুড়ি মেয়েটাকে বলেছে তুমি আমার মেয়ের মত! তবে থেকেই মেয়েটা বুঝতে শিখে গেছে! যে তার হাজবেন্ড তার ভাই।

IMG_20230706_192854.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

এর পরের সিনে আমরা দেখতে পাই হঠাৎ করে হাজবেন্ড আর রুমে ঢুকে পড়েন! এবং তার স্ত্রীকে বলে,,, তোমাকে আর আমাকে দেখে কখনোই ভাই বোনের মত মনে হয় না! কিন্তু আমার মা কেন তোমাকে আর আমাকে ভাই বোন বানালো! আমরা স্বামী-স্ত্রী হলে ভালো হতো।

IMG_20230706_192909.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

ঐদিন রাতে ওই চোর আবারো তাদের বাসায় ঢুকে চুরি করার জন্য! হঠাৎ করে দুই বেয়ানকে রুমের দিকে আসতে দেখে সে খাটের নিচে লুকিয়ে পড়ে! এবং খাটের নিচ থেকে দুই বেয়ানের সমস্ত কথা শুনে নেয়! দুই বিয়ান বসে বসে চিন্তা করতে থাকে! তারা কিভাবে তাদের ছেলেমেয়ের এই ভুল ধারণাটা ভাঙ্গাবে।

IMG_20230706_192930.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

তারা দুজন মিলে কান্নাকাটি শুরু করে! এবং তারা বলে তারা চেয়েছিল তাদের মেয়ের জন্য,, এবং তাদের ছেলের জন্য একটা বুদ্ধিমান জামাই,, এবং বুদ্ধিমান বউ দরকার ছিল! কিন্তু এমনটা হবে তারা বুঝতে পারেনি! এবং তারা চায় তারা তাদের ছেলেমেয়েকে ডিভোর্স করিয়ে নেবে! এবং বুদ্ধিমান জামাই এবং বুদ্ধিমান বউ দেখে আবারও বিয়ে দেবে।

IMG_20230706_192944.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

চোর ওনাদের সমস্ত কথা শোনার পরে খাটের নিচে আর থাকতে পারলো না! কারণ দুইজন মানুষের জীবন এখন সংকটে! এরপর সে খাটের নিচ থেকে বের হয়ে আসে! এবং তাদেরকে বলে আমি আপনাদেরকে একটা সাজেশন দেব! আপনারা যদি সেই সাজেশন অনুযায়ী চলতে পারেন! তাহলে কিন্তু আপনাদের ছেলে মেয়ের আর ডিভোর্স করাতে হবে না।

IMG_20230706_193010.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

IMG_20230706_192959.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

এরপরে চোর তাদের দুইজনকে নিয়ে সামনের রুমে যায়! এবং তাদের ছেলে মেয়েকে ডাকতে বলে,,, এবং সম্পূর্ণ ঘটনা বুঝিয়ে বলতে বলে! এরপরে ছেলের মা ছেলেকে ডেকে বলে তুমি আমার পেটে ধরা সন্তান,,, আর বউমা হচ্ছে আমার ছেলের বউ আমি তাকে মেয়ে হিসেবে মেনে নিয়েছি।

এরপরে মেয়ের মা ও একই ঘটনা মেয়েকে বুঝিয়ে বলে! এরপরে তারা সম্পূর্ণটা বুঝতে পারে।

IMG_20230706_193023.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

এরপরে আমরা দেখতে পাই,,, তারা তাদের ভুল বুঝতে পারে এবং তারা স্বামী স্ত্রীর মতো আচরণ করে! কিছুদিন পরে তার স্ত্রী গর্ভবতী হয়! এবং তাকে নিয়ে হসপিটালে যায়! এবং ওই চোরের সাথে তাদের আবারো দেখা হয়।

IMG_20230706_193036.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

তো বন্ধুরা নাটকটা এখানেই শেষ হয়ে যায়। আসলে ওনারা অভিনয়ের মাধ্যমে,,, আমাদের সামনে বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করে।

নাটকটা দেখতে অসম্ভব সুন্দর অনেক বেশি ফানি ছিল! সেজন্যই আমি আপনাদের সাথে নাটকটা এর রিভিউ শেয়ার করার জন্য অনেক বেশি আগ্রহী ছিলাম! আজকে আমি আপনাদের সাথে নাটকটার রিভিউ করে দিয়েছি! আশা করি রিভিউ পড়ার পরে,,, আপনাদের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে! এবং নাটক টা দেখার আগ্রহ জাগবে।

এই ছিল আমার আজকের নাটকের রিভিউ! আশা করি আপনার কাছে ভালো লাগবে! আজ আর লিখছি না! সবাই ভালো থাকুন সুস্থ থাকুন! এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি! আল্লাহ হাফেজ।

Simplicity is the biggest problem in human life,,, and excessive simplicity is the main mantra for the destruction of human life.

There are some simple people living among us! Sometimes the rest of society calls them idiots.

Yes, friends, today I am here to review such a drama! I have appeared among you.

Today I will present a review of the drama Jamai Bou Beyakkele with you.

In-laws and wives are crazy (2023)

Drama related Some information
Director:- MD Habibur Rahman
Managing Director:- Masum Billah
Assistant Director:- Shafiqul Islam Dinar
Filming:- Zulfiqar Islam
Acted in the drama:- Zaher Alvi, Ahona Rahman, Mou Shikha, Rana Khan, Ashraful Alam Sagar, Mousumi Mou, and many more
Time:- 49 minutes 13 seconds
Genre of the play:- prank, love, emotional, entertainment,
Drama story

At the beginning of the play, we see,,, A husband and wife have come from the village to the city! When suddenly at night the husband goes to put his hand inside his wife's body! Immediately the wife jumps up and says! Don't put your hand on me! Then her husband asks her,,, Why can't I put my hand on you!

IMG_20230706_192559.jpg
Screenshot from the drama
Then his wife said, "Your mother didn't tell me when you came from the village! You are like my daughter! So if I am your mother's daughter! Then you are my elder brother."

IMG_20230706_192628.jpg
Screenshot from the drama
Then we see that her husband is a simple man! He also accepts her words! Because his mother said that his wife is like his daughter! That's why he also starts respecting her like a sister,,, and at night they fall asleep.

IMG_20230706_192647.jpg
Screenshot from the drama
We see the next part of the drama! The health worker comes to their house,,, and starts saying to them! You two are getting along very well! You are newly married!

IMG_20230706_192700.jpg
Screenshot from the drama
Usually, those who get married,, have to adopt some methods! Have you adopted any method! Then they both get a little surprised! Because they are both a little simple,, after that when the matter is clarified a little to them! Then they say that no, we do not want to do anything like that,,, because we are brother and sister.

IMG_20230706_192713.jpg
Screenshot from the drama
Then the health worker was very surprised and left! A thief entered their room at night! The thief hid under their bed! The two of them sat on the bed and started talking, and they said the health worker did not understand them.

Then his wife kept telling him over and over again! My mother-in-law told me, I'm like her daughter, so we're siblings, and her husband accepted that.

IMG_20230706_192732.jpg
Screenshot from the drama
In the morning, the man's wife wakes up and goes to the market! But she doesn't know much about the streets of Dhaka city! They had a place there called Moylar Mor! She doesn't recognize anything there anymore,,, and calls her husband to come get her.

IMG_20230706_192744.jpg
Screenshot from the drama
Then we see,, the boy's mother comes to Dhaka city to visit their house! When she comes, she brings many kinds of things from the village,,, and goes to their house.

IMG_20230706_192757.jpg
Screenshot from the drama
After her mother-in-law came home, the girl kept saying "Amma Amma" over and over again! Then her mother-in-law told her who I am to you! Then she said, "You are my mother." Then she said, "When will we be able to see our grandchildren's faces?" Then the girl said, "You will never be able to see them." We are brothers and sisters. Because you told me when you came from the village! I am like your daughter.

IMG_20230706_192809.jpg
Screenshot from the drama
Then we see the girl's mother-in-law calling the girl's mother! And telling her that you have sent a foolish girl to my house! My son is simple! That's why I wanted to marry a girl with a clever nature! But your daughter is more simple than my son! A conversation started between the two of them about this,,,, and at one point they started arguing.

IMG_20230706_192824.jpg
Screenshot from the drama
Then the boy's mother asked the girl's mother to come to their house! And they said they would talk about this matter,,, the girl's mother came to the girl's house! But after coming here, seeing the situation of both of them, they became upset! They did not know what to do! Because they were a simple husband and wife.

The boy's mother thinks! The girls have some physical problem! Again, the girl's mother thinks the boy has some physical problem! Due to which they both take their son and daughter to the doctor! But the doctor tells them that they have no problem of any kind.

IMG_20230706_192841.jpg
Screenshot from the drama
At night, the two of them started thinking together! How to get this matter out of them! Because they are both simple! Whenever the mother-in-law told the girl that you are like my daughter! From then on, the girl learned to understand! That her husband is her brother.

IMG_20230706_192854.jpg
Screenshot from the drama
In the next scene, we see the husband suddenly enter the room again! And say to his wife,,, You and I never look like brother and sister! But why did my mother make you and me brother and sister! It would have been better if we were husband and wife.

IMG_20230706_192909.jpg
Screenshot from the drama
That night, the thief entered their house again to steal! Suddenly, when he saw the two brothers coming towards the room, he hid under the bed! And from under the bed, he heard everything the two brothers said! The two brothers sat and thought! How could they break this misconception of their children?

IMG_20230706_192930.jpg
Screenshot from the drama
They both started crying! And they said they wanted a smart son-in-law for their daughter, and a smart wife for their son! But they didn't understand that this would happen! And they want to get their children divorced! And get them married again after seeing a smart son-in-law and a smart wife.

IMG_20230706_192944.jpg
Screenshot from the drama
After listening to all their words, the thief could no longer stay under the bed! Because the lives of two people were now in crisis! Then he came out from under the bed! And told them that I will give you a suggestion! If you can follow that suggestion! Then you will not have to get your son and daughter divorced again.

IMG_20230706_193010.jpg
Screenshot from the drama
IMG_20230706_192959.jpg
Screenshot from the drama
Then the thief took the two of them to the front room! And asked them to call their son and daughter,,, and tell them the whole story! Then the son's mother called the son and said, "You are the child I have conceived in my womb,,, and my wife is my son's wife, I have accepted her as my daughter."

Then the girl's mother explained the same incident to her daughter! Then they understood the whole thing.

IMG_20230706_193023.jpg
Screenshot from the drama
Then we see,,, they realize their mistake and they behave like husband and wife! After a few days his wife gets pregnant! And takes her to the hospital! And they meet that thief again.

IMG_20230706_193036.jpg
Screenshot from the drama
So friends, the drama ends here. Actually, through acting, they try to present the reality in front of us.

The drama was incredibly beautiful to watch and very funny! That's why I was very interested in sharing the review of the drama with you! Today I have reviewed the drama with you! I hope that after reading the review,,, you will find it much more interesting! And the interest in watching the drama will be aroused.

This was my review of today's drama! I hope you like it! I'm not writing anymore today! Everyone stay well and healthy! With this wish, I'm leaving here like today! Allah Hafez.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  4 days ago  ·  

অনেক সুন্দর নাটক আমাদের মাঋে এতো সুন্দর ছবি, নাটক দিয়ার জন্য ধন্যবাদ 🥀🥰