![]() |
---|
তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না,,,তুমি ছাড়া আর কিছুই নেই আমার জীবনে!
কেন জানি আমার এই দুটি চোখ,,,, শুধু বার বার তোমাকেই খুঁজে বেড়ায়!
এই পৃথিবীতে আমি চেয়েছি শুধু তোমাকে,,
তোমার জন্য এক সাগর ভালোবাসা,
রয়েছে আমার বুকের ভেতরে!
একবার যদি তুমি আমায় কাছে আসতে দাও!
তোমাকে যদি অনেক বেশি ভালোবাসতে দাও!
তবে এক জনম ধরে নয়, হাজার জনম!
ভালোবাসবো আমি শুধু তোমাকে!
তুমি হয়তো আমার চোখের আড়াল হতে পারো,,,
কিন্তু কখনো আমার মনের আড়াল নয়।
আমার মন যে সারাদিনই, তোমার কথা কয়!
মাঝে মাঝে মনকে আমি প্রশ্ন করি যে,
এই পৃথিবীতে তোমার আপন মানুষ কে!
হঠাৎ করেই মনটা আমার বলে উঠেছে,,,
যার জন্য তোমার রাতের ঘুম পালিয়েছে!
সকাল সকাল শিশির ছোঁয়া, ফুটেছে বাগানে ফুল!
এইটা দেখে প্রজাপতি সব, খুশিতে হয়েছে ব্যাকুল!
চারপাশে কিচির মিচির ডাকছে সব পাখি!
তুমি কি জানো! তোমায় আমি কতটা ভালোবাসি!
তোমার চোখে আমাকে দেখি যত বার,
নতুন করে আমি তোমার প্রেমে পড়ি ততবার!

তোমাকে ভালোবাসে আমার এই মন,
আমার সাথে জড়িয়ে থেকো সারাক্ষণ!
তুমি আছ আমার মনের মাঝে,
পাশে থেকো তুমি আমার সকাল সাঁঝে!
কি করে ভুলবে তোমায় আমার এই মন!
তুমি তো আমার সারাটা জীবন!
তোমার চোখে কাজল আমার,
তোমার কানে ঝুলছে কানের দুল!
আমার কাছে তোমার ঠোঁট দুটো যেন,,
রক্তে রাঙানো জবা ফুল!
এই যে শুন,,, আজকে আমি বলছি কিছু কথা!
আমার এই মনটা দিলাম তোমার হাতে,,,,
একটু খানি যত্ন করে রেখ!
তোমার মনে আমার জন্য একটা ছবি আঁক!
আমার স্বপ্নগুলো তোমার হাতে তুলে দিলাম!
আরোও দিলাম আমার সকল আশা!
তোমার মনের মতন করে সাজিয়ে নিও,,,,
আমার সকল ভালোবাসা!
তোমার চেহারাটা ফুলের মতো,,,,
চাঁদের মতো যেন তোমার হাসি!
মন থেকে বলছি তোমায়,,,
সত্যিই অনেক ভালবাসি!
কখনো যদি হারিয়ে যাই,,,,
পড়বে কি সেদিন আমায় মনে!
যদি পারো এক টুকরো জল আসতে দিও,
তোমার কজল কলো চোখের কোণে!

যতই সেদিন ডাকবে তুমি আমাকে,,,
আমি আর দেবো না সাড়া!
কারণ আমি সেদিন হবো,,,
ওই দূর আকাশের তারা!
ভালোবাসি তোমায় আমি বার বার চাই,,,
এই জীবনে তুমি ছাড়া,,,,
আমার কাছে আপন কেহ নাই!
সত্যিকারের ভালোবাসাটা শুধু,,,,, নির্দিষ্ট একটা মানুষের জন্যই আসে। সত্যিকারের ভালোলাগা টা শুধু এক জনের প্রতি আশে।আর আমার এই ছোট্ট জীবনে,, শুধু ই তুমি।
তুমি ছাড়া আমার জীবনটা শূন্য মরুভূমি।
আজ আর লিখছি না! এ পর্যন্তই থাক! সবাই ভালো থাকুন সুস্থ থাকুন! এই কামনা করে আজকের মত এখানেই, বিদায় নিলাম! আল্লাহ হাফেজ।
@rubina203
I can't think of anything without you,,, there is nothing else in my life except you!
I don't know why these two eyes of mine,,,, keep searching for you!
In this world, I only want you, I have
an ocean of love for you
inside my heart!
If only you would let me come closer!
If only I could love you more!
But not for one life, but for a thousand lives!
I will love only you!
You may be hidden from my eyes,
but you are never hidden from my heart.
My heart talks about you all day long!
Sometimes I ask my mind,
who is your true self in this world?
Suddenly my mind asks me,,,
the one who keeps you awake at night!
The morning dew has touched the flowers in the garden!
Seeing this, all the butterflies are excited with joy!
All the birds are chirping around!
Do you know! How much I love you!
The more times I look into your eyes,
the more I fall in love with you!
daisies-712892_1280.jpg
Image source
My heart loves you,
stay with me forever!
You are in my heart,
stay by my side, you are my morning and evening!
How can my heart forget you!
You are my whole life!
My eyes are filled with kohl,
my ears are hanging from earrings!
To me, your lips are like
blood-stained flowers!
Listen, today I'm telling you something!
I've given my heart to you,
take care of it a little!
Draw a picture for me in your mind!
I give you my dreams!
I also give you all my hopes!
Arrange them according to your heart,,,,
all my love!
Your face is like a flower,,,,
your smile is like the moon!
I tell you from my heart,,,
I really love you!
If I ever get lost,,,,
will you remember me that day!
If you can, let a drop of water come,
your black mascara in the corner of your eyes!
poppies-174276_1280.jpg
Image source
No matter how much you call me that day,
I won't answer!
Because that day I will be
that star in the distant sky!
I love you again and again,,,
in this life,,,,
I have no one else!
True love only comes for a specific person. True love comes only for one person. And in this small life of mine, there is only you.
Without you, my life is an empty desert.
I'm not writing anymore today! Until then! Everyone stay well and healthy! Wishing you all the best, I bid you farewell here today! May Allah protect you.
কেন জানি আমার এই দুটি চোখ,,,, শুধু বার বার তোমাকেই খুঁজে বেড়ায়!
এই পৃথিবীতে আমি চেয়েছি শুধু তোমাকে,,
তোমার জন্য এক সাগর ভালোবাসা,
রয়েছে আমার বুকের ভেতরে!
একবার যদি তুমি আমায় কাছে আসতে দাও!
তোমাকে যদি অনেক বেশি ভালোবাসতে দাও!
তবে এক জনম ধরে নয়, হাজার জনম!
ভালোবাসবো আমি শুধু তোমাকে!
তুমি হয়তো আমার চোখের আড়াল হতে পারো,,,
কিন্তু কখনো আমার মনের আড়াল নয়।
আমার মন যে সারাদিনই, তোমার কথা কয়!
মাঝে মাঝে মনকে আমি প্রশ্ন করি যে,
এই পৃথিবীতে তোমার আপন মানুষ কে!
হঠাৎ করেই মনটা আমার বলে উঠেছে,,,
যার জন্য তোমার রাতের ঘুম পালিয়েছে!
সকাল সকাল শিশির ছোঁয়া, ফুটেছে বাগানে ফুল!
এইটা দেখে প্রজাপতি সব, খুশিতে হয়েছে ব্যাকুল!
চারপাশে কিচির মিচির ডাকছে সব পাখি!
তুমি কি জানো! তোমায় আমি কতটা ভালোবাসি!
তোমার চোখে আমাকে দেখি যত বার,
নতুন করে আমি তোমার প্রেমে পড়ি ততবার!
![]() |
---|
তোমাকে ভালোবাসে আমার এই মন,
আমার সাথে জড়িয়ে থেকো সারাক্ষণ!
তুমি আছ আমার মনের মাঝে,
পাশে থেকো তুমি আমার সকাল সাঁঝে!
কি করে ভুলবে তোমায় আমার এই মন!
তুমি তো আমার সারাটা জীবন!
তোমার চোখে কাজল আমার,
তোমার কানে ঝুলছে কানের দুল!
আমার কাছে তোমার ঠোঁট দুটো যেন,,
রক্তে রাঙানো জবা ফুল!
এই যে শুন,,, আজকে আমি বলছি কিছু কথা!
আমার এই মনটা দিলাম তোমার হাতে,,,,
একটু খানি যত্ন করে রেখ!
তোমার মনে আমার জন্য একটা ছবি আঁক!
আমার স্বপ্নগুলো তোমার হাতে তুলে দিলাম!
আরোও দিলাম আমার সকল আশা!
তোমার মনের মতন করে সাজিয়ে নিও,,,,
আমার সকল ভালোবাসা!
তোমার চেহারাটা ফুলের মতো,,,,
চাঁদের মতো যেন তোমার হাসি!
মন থেকে বলছি তোমায়,,,
সত্যিই অনেক ভালবাসি!
কখনো যদি হারিয়ে যাই,,,,
পড়বে কি সেদিন আমায় মনে!
যদি পারো এক টুকরো জল আসতে দিও,
তোমার কজল কলো চোখের কোণে!
![]() |
---|
যতই সেদিন ডাকবে তুমি আমাকে,,,
আমি আর দেবো না সাড়া!
কারণ আমি সেদিন হবো,,,
ওই দূর আকাশের তারা!
ভালোবাসি তোমায় আমি বার বার চাই,,,
এই জীবনে তুমি ছাড়া,,,,
আমার কাছে আপন কেহ নাই!
সত্যিকারের ভালোবাসাটা শুধু,,,,, নির্দিষ্ট একটা মানুষের জন্যই আসে। সত্যিকারের ভালোলাগা টা শুধু এক জনের প্রতি আশে।আর আমার এই ছোট্ট জীবনে,, শুধু ই তুমি।
তুমি ছাড়া আমার জীবনটা শূন্য মরুভূমি।
আজ আর লিখছি না! এ পর্যন্তই থাক! সবাই ভালো থাকুন সুস্থ থাকুন! এই কামনা করে আজকের মত এখানেই, বিদায় নিলাম! আল্লাহ হাফেজ।
I can't think of anything without you,,, there is nothing else in my life except you!
I don't know why these two eyes of mine,,,, keep searching for you!
In this world, I only want you, I have
an ocean of love for you
inside my heart!
If only you would let me come closer!
If only I could love you more!
But not for one life, but for a thousand lives!
I will love only you!
You may be hidden from my eyes,
but you are never hidden from my heart.
My heart talks about you all day long!
Sometimes I ask my mind,
who is your true self in this world?
Suddenly my mind asks me,,,
the one who keeps you awake at night!
The morning dew has touched the flowers in the garden!
Seeing this, all the butterflies are excited with joy!
All the birds are chirping around!
Do you know! How much I love you!
The more times I look into your eyes,
the more I fall in love with you!
daisies-712892_1280.jpg
Image source
My heart loves you,
stay with me forever!
You are in my heart,
stay by my side, you are my morning and evening!
How can my heart forget you!
You are my whole life!
My eyes are filled with kohl,
my ears are hanging from earrings!
To me, your lips are like
blood-stained flowers!
Listen, today I'm telling you something!
I've given my heart to you,
take care of it a little!
Draw a picture for me in your mind!
I give you my dreams!
I also give you all my hopes!
Arrange them according to your heart,,,,
all my love!
Your face is like a flower,,,,
your smile is like the moon!
I tell you from my heart,,,
I really love you!
If I ever get lost,,,,
will you remember me that day!
If you can, let a drop of water come,
your black mascara in the corner of your eyes!
poppies-174276_1280.jpg
Image source
No matter how much you call me that day,
I won't answer!
Because that day I will be
that star in the distant sky!
I love you again and again,,,
in this life,,,,
I have no one else!
True love only comes for a specific person. True love comes only for one person. And in this small life of mine, there is only you.
Without you, my life is an empty desert.
I'm not writing anymore today! Until then! Everyone stay well and healthy! Wishing you all the best, I bid you farewell here today! May Allah protect you.