Benefits of Kakamachi or Footi Brinjal Plant and its Herbal Properties

in blurt-188398 •  16 days ago 
20230407_133744_0000.png

ছবিটি এডিট করা হয়েছে canva apps দিয়ে

আমরাযদি একটু লক্ষ্য করি। তাহলে কিন্তু আমরা দেখতে পাই। আমাদের চারপাশে অনেক ধরনের গাছ রয়েছে। যেগুলো আমরা অনেকেই আবর্জনা মনে করি। আবার অনেকেই মনে করি আগাছা, কেউবা মনে করি ছোট ছোট উদ্ভিদ। কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন। এই ছোট ছোট উদ্ভিদের কতগুলো ভেষজ উপকারিতা হয়েছে

আজকে আমি তেমনি একটা ছোট্ট উদ্ভিদের ফুলের ফটোগ্রাফি, এবং এর উপকারিতা সম্পর্কে আপনাদের সাথে, আলোচনা করার জন্য চলে এসেছি।

আমি এই কাকামাচি বা ফুটি বেগুন গাছের উপকারিতা সম্পর্কে সামান্য পরিমাণে আলোচনা করব। আমি যতটুকু জানি ততটুকুই শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা এখান থেকে একটু হলেও উপকৃত হবেন।

এই গুল্ম জাতীয় ফলের কিন্তু অনেক ভেষজ গুণাগুণ রয়েছে। আমি আজকে আপনাদের সাথে সামান্য আলোচনা করছি।
তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক।

কাকামাচি বা ফুটি বেগুন গাছের উপকারিতা এবং এর ভেষজ গুণা গুন

IMG_20230407_132127_086.jpg
IMG_20230407_132124_156.jpg

এই গাছটা খুবই ছোট, এই গাছে যে ফলগুলো ধরে থাকে। সেগুলো অনেকটা দেখতে টমেটোর মত গুল্ম জাতীয়।

এই কাকামাচি র দুই রকম হয়ে থাকে। একটি হচ্ছে স্বাদু আর আরেকটি হচ্ছে তেতো বা তিক্ত। কবিরাজি চিকিৎসা বিদ্রা এই স্বাদু তাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করে

আবার আমি এমনও শুনেছি, দক্ষিণ কলকাতায় নাকি এই গাছের ফল বিক্রি করা হয়, আবার ওখানকার অনেকেই এই গাছের পাতা শাক হিসেবে রান্না করে খেতে খুবই পছন্দ করে। যাদের প্রচুর পরিমাণে লিভারের সমস্যা রয়েছে। তারা লিভার ভালো রাখার জন্য, এই গাছের পাতাকে শাক হিসেবে রান্না খায়।

IMG_20230407_132122_180.jpg
IMG_20230407_132119_490.jpg
  • যাদের প্রমেহ রোগের সমস্যা রয়েছে, তারা যদি এই কাকা মাচি উদ্ভিদের পাতা রস বানিয়ে। সকাল বেলা এক চা চামচ খায় এবং বিকেলবেলা এক চা চামচ খায়। তাহলে কিন্তু তাদের প্রমেহ রোগ অনেকটা কমে যায়। এই ভেষজ উদ্ভিদ ব্যবহার করে, কিন্তু তারা খুব সহজেই এই কঠিন রোগ থেকে, নিজেদেরকে রক্ষা করতে পারে।

  • বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেকের দেখা যায় চোখের মধ্যে পিছুটি পড়ে। অথবা এটাকে আমরা চোখের নেত্রনালীর সমস্যাও বলতে পারি। আমি বলব যাদের এই চোখের নেত্রনালী সমস্যা রয়েছে।

তারা যদি এই গাছের মধ্যে যে ফলগুলো হয়, ফুটি বেগুন। সেগুলোকে রোদের মধ্যে ভালো করে শুকিয়ে। একটা পাতিলের মধ্যে আগুন দিয়ে এবং সেই আগুনের মধ্যে এই ফুটি বেগুন গুলো দিয়ে, চোখের মধ্যে কাপড় বেঁধে। ওখান থেকে যে ধোঁয়া উঠবে। সেই ধোঁয়া যদি চোখে লাগাতে পারে, এক সপ্তাহ। তাহলে কিন্তু তাদের চোখের নেত্রনালীর ,এই সমস্যাটা সমাধান হয়ে যাবে।

IMG_20230407_132112_755.jpg
IMG_20230407_132109_373.jpg
  • অনেকের আবার চুলকানির সমস্যা রয়েছে। যদি আপনাদের চুলকানির সমস্যা থাকে। তাহলে আপনারা এই গাছের পাতা ভালো করে শিল পাটার মধ্যে পিষে নিয়ে।সেখান থেকে রস বের করে রসটা খেয়ে ফেলবেন। যদি পারেন তাহলে রসটাকে গরম পানি দিয়ে সেদ্ধ করে খেয়ে নেবেন। আর আরো ভালো হয়, যদি আপনি এই গাছের পাতা শাক হিসেবে রান্না করে খেতে পারেন।

তাহলে আপনার শরীরের যে চুলকানি রয়েছে। সেগুলো থেকে আপনি অনায়াসে মুক্তি পেতে পারেন।

এই ফুটি বেগুন গাছের অনেক ভেষজ গুনাগুন রয়েছে। যেগুলো আপনারা অনায়াসে ব্যবহার করে, আপনাদের দৈনন্দিন জীবনের অনেক রোগের সমাধান করতে পারেন

আমি যতটুকু জানি, ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনারা উপকৃত হবেন।

IMG_20230407_132117_049.jpg
IMG_20230407_132114_847.jpg

সতর্কতা:- ঘরে তৈরি যে সকল ভেষজ ঔষধ রয়েছে সেগুলো অবশ্যই নিজ দায়িত্বে ব্যবহার করবেন।

আজ আর লিখছি না, আবারও নতুন কোন টপিক নিয়ে অবশ্যই হাজির হব, আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম।

@rubina203

If we pay attention a little. Then we can see. There are many types of plants around us. Which many of us consider as garbage. Again, many think of weeds, some think of small plants. But have you ever thought. How many herbal benefits have these small plants?
Today I am here to discuss with you the photography of the flower of such a small plant, and its benefits.
I will discuss a little about the benefits of this Kakamachi or Footi Brinjal plant. I will try to share as much as I know. I hope you will benefit from this at least a little.

This shrub-like fruit has many medicinal properties. I am going to discuss it briefly with you today.
So let's not waste time and get to the main discussion.

Benefits of Kakamachi or Footi Brinjal Plant and its Herbal Properties
IMG_20230407_132127_086.jpg
IMG_20230407_132124_156.jpg
This tree is very small, and the fruits it bears are bushy, looking a lot like tomatoes.

There are two types of this Kakamachi. One is sweet and the other is bitter or bitter. Kabiraji uses this sweet medicine in their medical practice.

I have also heard that the fruit of this tree is sold in South Kolkata, and many people there like to cook the leaves of this tree as a vegetable. Those who have a lot of liver problems. They cook the leaves of this tree as a vegetable to keep their liver healthy.

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErKG6PM7rsgmZ9uK4ayP67f4zY8pHTJN3ArwHUoLVaE8ADEm4RkxdPbS7CbV3pNkVmi8AsKXGEiCu2k9mL8uWUBAGzxpKrpGdRpr.jpeg

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErVVBbvDPXY7vFDjM1pSicos8UGa8EQvsmWP5n3oeqrQNCc7VWnonGoU6WJLnuLXiDW9FTEy2y32WYfk1kM4Goca18oZ9QSpi3Zg.jpeg

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErXDGHKA4D2E2Ht7gUkPDKbZdAJzpnb5qKhCy4tvZvnHDNuSEt1iEFJtKK8JrirptEtSNNgMHv3im7XbAXK2Z4SvTEQoFJTAu67g.jpeg

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErL5p2FveCGhefCwnhgSnsGkbnXN2fLi2yMYfA96x9JoXY9Qa5hv48ymVzuxHcZHW95CRJvZN27de48AMYrhXZxVSpLKygCmwL9U.jpeg

IMG_20230407_132122_180.jpg
IMG_20230407_132119_490.jpg
Those who have the problem of gonorrhea, if they make juice from the leaves of this Kaka Machi plant. Eat one teaspoon in the morning and one teaspoon in the afternoon. Then their gonorrhea disease will be reduced a lot. By using this herbal plant, they can easily protect themselves from this difficult disease.

Especially in rural areas, many people see cataracts in their eyes. Or we can also call it a retinal problem. I will say that those who have this retinal problem.

If they take the fruits that grow on this tree, eggplants, dry them well in the sun. Put fire in a pan and put these eggplants in that fire, tie a cloth over their eyes. The smoke that will rise from there. If they can apply that smoke to their eyes for a week. Then this problem of their eye canal will be solved.

IMG_20230407_132112_755.jpg
IMG_20230407_132109_373.jpg
Many people have itching problems. If you have itching problems, then you should grind the leaves of this plant well in a mortar and pestle. Extract the juice from it and drink the juice. If you can, boil the juice with hot water and drink it. And it is even better if you can cook the leaves of this plant as a vegetable and eat it.
Then you can easily get rid of the itching that you have on your body.

This edible eggplant plant has many medicinal properties. By using it, you can easily solve many diseases in your daily life.

I have shared with you what I know, I hope you will benefit.

IMG_20230407_132117_049.jpg
IMG_20230407_132114_847.jpg
Warning: - You must use all homemade herbal medicines at your own risk.
I am not writing anymore today, I will definitely appear among you again with a new topic. Until then, everyone stay well and healthy. With this wish, I bid you farewell here today.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!