Various types of vegetables are available in winter these days, but some people do not like eating these vegetables. To me, vegetables are the best thing, as they contain a lot of vitamins. Especially, different types of vegetables contain so many vitamins that I cannot explain them to you.
Today I will share with you the method of cooking pumpkin vegetables. Although I will cook it in a clay oven, those who have eaten in a clay oven once will definitely understand how much fun it is to cook in a clay oven.
First of all, I went to the tree because I will cook vegetables from the tree. I have to pick the vegetables. In fact, I may not be able to explain how joyful the moment of picking the vegetables was. Those who live in the village understand it quite well. Those who live in the city can understand it but can never appreciate it properly.
There is perhaps nothing more satisfying than planting a tree with your own hands and enjoying its fruits. That's exactly what happened to me today. But if you cook pumpkin, you'll enjoy it three times more than if you fried it with dried beans, which I like a lot.
After a lot of searching, I found some dried fish at home, which is my favorite dried fish, I shared it with you earlier. I like pressed dried fish a lot. In fact, anything cooked with pressed dried fish tastes much better, especially if you cook pressed dried fish with eggplant, then there is nothing wrong with it. But today, when I cook pumpkin with dried fish, I will definitely share it with you. In fact, it takes a lot of time to light a fire in an earthen stove on a winter day, but once you know how, you will have a lot of trouble putting it out.
First, I washed the vegetables, then drained them. Once the water was drained, I prepared the onion, chili, and other spices. I will increase the amount of chili powder a little because if the vegetables are not spicy, they will not taste good. Keep this in mind, but try to add the seasoning according to your taste. If you add too much chili powder, they may not be able to eat it.
Then I ground all the spices and then added the vegetables. In fact, the smell of the vegetables was so good that I can't explain it to you. When you cook it, you will be able to feel it at least a little. The photographs are a little messy due to the excess smoke in the clay oven. However, I am sharing the photographs with you. I hope you like it.
I have cooked komar shak for a while and I liked it a lot. If you want, you can also cook komar shak very easily in a clay oven. It is very fun to eat. Adding extra salt increases the fun of eating even more. And one thing must be noted, try to increase the amount of dried fruit a little. By doing this, you will try to cook the vegetables with dried fruit. This will make the sagar increase seven times. I am leaving here like today. May everyone be well and healthy, may Allah Hafez.
শীতকালে নানা ধরনের শাক সবজি বর্তমান সময়ে দেখা যায় তবে কিছু মানুষ এই শাকসবজি খেতে তেমন একটা পছন্দ করে না আমার কাছে শাকসবজি হচ্ছে সবচাইতে ভালো একটা জিনিস যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বিশেষ করে বিভিন্ন ধরনের শাকসবজির মধ্যে ভিটামিন গুলো এত পরিমানে থাকে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না।
আজকে আমি আপনাদের সাথে কুমড়া শাক রান্না করার পদ্ধতি শেয়ার করব যদিও সেটা মাটির চুলায় রান্না করব তবে মাটির চুলার রান্না যারা খেয়েছে একবার তারা অবশ্যই বুঝতে পারে মাটির চুলায় রান্না করলে কি পরিমানে মজা হয়ে থাকে
প্রথমত আমি চলে গিয়েছিলাম গাছের কাছে কেননা গাছ থেকে শাক রান্না করব শাক নিতে হবে আসলে শাক নেয়ার মুহূর্ত কতটা আনন্দময় ছিল সেটা হয়তো বা বোঝাতে পারবো না যারা গ্রামে বাস করে তারা সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারে শহরে যারা বাস করে তারা অনুধাবন করতে পারে কিন্তু সঠিকভাবে উপলব্ধি কখনোই করতে পারে না।
নিজের হাতে গাছ লাগিয়ে তার থেকে ফল ভোগ করার মত আনন্দ হয়তোবা আর কিছুই হতে পারে না আজকে আমার সাথেও ঠিক তাই হয়েছে তবে আপনি যদি কুমড়ো শাক রান্না করেন আপনার কাছে খেতে যতটা ভালো লাগবে শুটকি দিয়ে ভেজে খেতে তার চাইতে তিনজন বেশি ভালো লাগবে যেটা আমি অনেক বেশি পছন্দ করি।
অনেকটা খোঁজাখুঁজি করার পরে ঘরে কয়েকটা মলা মাছের শুটকি পেয়েছিলাম যেটা আমার খুবই প্রিয় একটা শুটকি যদি আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি চাপা শুটকি অনেক বেশি পছন্দ করি আসলে চাপা শুটকি দিয়ে যেকোনো কিছু রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে বেগুন দিয়ে যদি চ্যাপা শুটকি রান্না করা হয় তাহলে তো আর কোন কথাই নেই কিন্তু আজকে মলা মাছ দিয়ে যখন আমি কুমড়ো শাক রান্না করব। সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আসলে শীতের দিন মাটির চুলায় আগুন জ্বালাতে অনেক বেশি সময় লাগে তবে একবার জেনে গেলে সেটা নেভাতে আপনাকে অনেক বেশি কষ্ট পোহাতে হবে।
প্রথমত আমি শাক ধুয়ে নিয়েছিলাম তারপর পানি ঝরিয়ে নিয়েছিলাম পানি ঝরানো হয়ে গেলে আমি পেঁয়াজ মরিচ এবং অন্যান্য মসলা রেডি করে নিয়েছিলাম কাঁচা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেব কেননা শাক এর মধ্যে যদি ঝাল না হয় তাহলে খেতে দেব একটা ভালো লাগে না এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন তবে আপনারা আপনাদের মত করে ঝাল দেয়ার চেষ্টা করবেন অতিরিক্ত ঝাল দিলে হয়তোবা তারা খেতে পারবেন না।
এরপরে আমি সমস্ত মসলা কষিয়ে তারপর তার মধ্যে শাক দিয়ে দিলাম আসলে শাক এর গন্ধটা এত পরিমাণে ভালো ছিল যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আবার যখন রান্না করবে তখন সেটা কিছুটা হলেও অনুধাবন করতে পারবেন মাটির চুলায় ধোঁয়া অতিরিক্ত হওয়ার কারণে ফটোগ্রাফি গুলো একটু এলোমেলো হয়ে গেছে তারপরেও আমি আপনাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করছি আশা করি ভালো লাগবে।
একটা সময় নিয়ে আমি কোমর শাক রান্না করেছি সেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তা আপনারাও চাইলে কিন্তু খুব সহজে মাটির চুলায় কোমড়ো শাক রান্না করে নিতে পারেন এটা খেতে অনেক মজা। অতিরিক্ত ঝাল দিলে খাওয়ার মজাটাই আরো বেশি বৃদ্ধি পায় আর একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন শুটকির পরিমাণটা একটু বাড়িয়ে দেয়ার চেষ্টা করবেন এতে করে যেটা হবে শুটকি দিয়ে শাক রান্না করার চেষ্টা করবেন এতে করে যেতে হবে সাগর সাত দ্বিগুণ বেড়ে যাবে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।