![]() |
---|
একজন মানুষের বুদ্ধি থাকা খুব প্রয়োজন। একজন মানুষ সবসময় তার কর্মজীবনে হোক, কিংবা তার পারিবারিক জীবনে বুদ্ধি দিয়ে কাজ করবে এটাই স্বাভাবিক। বুদ্ধিমান মানুষকে সবাই পছন্দ করে।
আমি দেখেছি কিছু মানুষ অতিরিক্ত বুদ্ধি খাটাতে গিয়ে। তাদের জীবনটাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। আজকে আমি আপনাদের সাথে এমনই একটা ঘটনা শেয়ার করতে চলেছি।
আমি ঘটনার স্থান এবং যেখানে ঘটেছে সে বিষয়টা গোপন রেখেই, ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি। |
---|
কিছু বুদ্ধি একটা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে যথেষ্ট |
---|
![]() |
---|
ঘটনাটা ঘটেছিল যখন তখন আমি খুব ছোট ছিলাম। আমি যখন ক্লাস ফাইভে পড়তাম। তখন আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। উনাকে ঢাকায় একটা হসপিটালে ভর্তি করানো হয়েছিল। এবং উনার অপারেশনের জন্য কার্যক্রম শুরু হয়েছিল। এবং আমার বাবা প্রায় এক মাস ওই হসপিটালে ভর্তি ছিলেন। এবং উনার অপারেশন সম্পন্ন হয়েছিল ওই হসপিটালে।
![]() |
---|
ওই হসপিটালে এমন একটা ঘটনা ঘটেছিল। যেটা আসলে আমার বাবা এখনো ভুলতে পারেনি, ঘটনাটা খুবই ভয়ঙ্কর।
হসপিটালে কোন একটা বড় কাজ শুরু হলে। অনেক ডাক্তাররা মিলে সেটাকে সম্পন্ন করার চেষ্টা করে।
তেমনই একটা ছেলে সে ওয়ার্ড বয় ছিল। আমার বাবাকে সবসময় দেখাশোনা করত, ছেলেটা অত্যন্ত নম্র ভদ্র এবং অনেক বেশি বুদ্ধিমান ছিল।
একদিন হঠাৎ করেই হসপিটাল এর মধ্যে এমন একটা রোগী আসলো। যার মাথায় সে বলছিল প্রচন্ড ব্যথা। কি জানি ওজন তার মাথার মধ্যে বসে আছে। ডাক্তার অনেক পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারলেন। ওই ব্যক্তির মাথায় একটা ব্যাঙ বসে আছে। পুরো হসপিটালের মানুষ এ বিষয়টা নিয়ে আলোচনা করছিল।
আমি ঠিক জানিনা আপনারা আমার কথা কতটা বিশ্বাস করবেন। তবে যেটা সত্য সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি।
ডাক্তাররা অনেকটা অবাক হলেন। কিভাবে এই ব্যাঙ লোকটার মাথা থেকে বের করবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি। আমাদের মাথার ভেতরে যে মগজ রয়েছে, সেখানেই ব্যাঙ টা বসা ছিল।
অনেক মিটিং বৈঠকের পরে একটা দিন নির্ধারণ করা হলো। লোকটার মাথা অপারেশন করা হবে। অপারেশন করতে গিয়ে ডাক্তার অনেকটা হয়রান হয়ে গেল। আসলে কিভাবে এটাকে ওখান থেকে বের করবে এই চিন্তায়।
![]() |
---|
আমি যেই ছেলেটার কথা একটু আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ছেলেটা ও ওই অপারেশনের রুমে উপস্থিত ছিল। সে যখন দেখল ডাক্তাররা হয়রান হয়ে গেছে। তখন সে নিজের বুদ্ধি কাজে লাগাতে শুরু করল।
সে একটা বড় প্লাস্টিকের বল নিলো। সে বলের মধ্যে পানি নিল পর্যাপ্ত পরিমাণে, এবং লোকটার মাথার কাছে গিয়ে পানির মধ্যে হাত দিয়ে ধীরে ধীরে পানি নাড়াতে শুরু করল। |
---|
পানির শব্দ পেয়ে ব্যাঙ টা ও অনেকটা উত্তেজিত হলো। প্রায় ২০ মিনিট ছেলেটা পানির মধ্যে নিজের দুই হাত দিয়ে শব্দ করেই যাচ্ছিল। হঠাৎ করেই ব্যাঙ টা পানির শব্দ পেয়ে, ওই প্লাস্টিকের বলের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। |
---|
এরপরে লোকটা নিরাপদ হল, এবং সঠিকভাবে অপারেশন করে লোকটাকে সুস্থ করা হলো।
কিন্তু ঐদিন হসপিটালে ঠিক কি ঘটেছিল। ঐদিনের পর থেকে ছেলেটাকে আর হসপিটালে দেখা যায়নি। কোথাও ছেলেটার কোন খোঁজ পাওয়া যায়নি।
পরে আমার বাবা ছেলেটার খুব খোঁজ করছিল। যেহেতু ছেলেটা আমার বাবাকে খুব পছন্দ করত দেখাশোনা করতো সব সময়। আমার মা ও ছিল সেখানে, তবে ঔষধ আনা গরম পানি করা এগুলা ছেলেটাই করত।
তাই হয়তোবা ছেলেটার প্রতি আমার বাবার অসম্ভব একটা টান সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে আমার বাবা যেদিন হসপিটাল থেকে বের হয়ে চলে আসবে। সেদিন কোন একটা লোকের মুখে জানতে পারলো। ঐদিন অপারেশনের পরে ছেলেটাকে ইনজেক্ট করে মেরে ফেলা হয়েছিল।
এই ঘটনা থেকে আমি বুঝতে পারলাম। মানুষ তার বুদ্ধিমত্তার পরিচয় দিতে গিয়ে, নিজের জীবনটাই শেষ পর্যন্ত বিপদে ফেলে দেয়। |
---|
- এই ছিল আমার আজকের ঘটনা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
আজ আর লিখছি না। এ পর্যন্তই থাক। নতুন কোন টপিক নিয়ে আবারো হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করছি।
It is very important for these people to have intelligence. It is natural for a person to always act with intelligence, whether in his career or in his family life. Everyone likes intelligent people.
I have seen some people who, by trying to be too intelligent, end up ruining their lives. Today I am going to share one such incident with you.
I am sharing the incident with you, keeping the location and the details of where it happened a secret.
Some intelligence is enough to destroy a person's life.
artificial-intelligence-3382507_1280.jpg
Image source is copyright free.
The incident happened when I was very young. When I was in class five. At that time, my father had an accident. He was admitted to a hospital in Dhaka. And the process for his operation started. And my father was admitted to that hospital for about a month. And his operation was completed in that hospital.
hospital-6654987_1280.webp
Image source is copyright free.
An incident happened in that hospital. My father still hasn't forgotten it, it was very scary.
When a major project begins in a hospital, many doctors work together to complete it.
One such boy was the ward boy. He always looked after my father, the boy was very humble, polite and very intelligent.
One day, suddenly, a patient came to the hospital. He said that his head was in severe pain. He thought that there was a weight sitting in his head. The doctor found out after many tests. There was a frog sitting on that person's head. The whole hospital was discussing this matter.
I don't know how much you will believe me, but I am trying to share with you what is true.
The doctors were very surprised. How did they get this frog out of the man's head? I'll tell you for your convenience. The frog was sitting in the brain that is inside our head.
After many meetings, a day was set. The man's head would be operated on. The doctor was very worried while performing the operation. He was actually thinking about how he would get it out of there.
2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WD38ZqUeRnVUECQkCUtERy26TtJgXchPPruCuG4aYFBuTAMzpZcSvvMhve24nx82PpqjRpciui4qTvoaVEYW.png
operation-theater-6142851_1280.jpg
Image source is copyright free.
The boy I shared with you a little while ago. That boy was also present in that operating room. When he saw that the doctors were harassed. Then he started using his intelligence.
He took a large plastic ball. He filled the ball with enough water, and, going to the man's head, he slowly stirred the water with his hand.
The frog also got very excited when he heard the sound of water. The boy had been making noises in the water with his hands for about 20 minutes. Suddenly, the frog heard the sound of water and jumped into the plastic ball.
The man was then safe, and the operation was performed properly and the man was cured.
2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WD38ZqUeRnVUECQkCUtERy26TtJgXchPPruCuG4aYFBuTAMzpZcSvvMhve24nx82PpqjRpciui4qTvoaVEYW.png
But what exactly happened in the hospital that day? The boy has not been seen in the hospital since that day. There is no trace of the boy anywhere.
Later, my father was looking for the boy a lot. Since the boy loved my father very much, he always looked after him. My mother was also there, but the boy did all the things like bringing medicine and making hot water.
So maybe my father had an impossible attraction towards the boy. Later, the day my father came out of the hospital, he found out from someone. That day, after the operation, the boy was injected and killed.
From this incident, I realized that people, in order to demonstrate their intelligence, end up putting their own lives in danger.
This was my story today. I hope you like it. If you like it, then don't forget to let me know in the comment box.
I'm not writing anymore today. That's it for now. I'll be back with a new topic. Until then, I hope everyone stays healthy and well.
hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAMJFBbmUq9waDggd8KdxViUqtisgXpJem6sp11n8NAyf7CSsLwZiQHsh7VEfie...ArA6egHBvYEYPS56JiwS9zHVYcTRuA2BwuC53XzVsdivXYg9YuRPdi3Njbutr6Y2SksmzAMKKNWhMpUBzkKE4q17z1PpC9WZzPnwMebK5jwRdaGbpuxho69Q2Z.gif
আপনার গল্পটি পড়ে আমার ভীষণ ভালো লাগলো না ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য এবং পরবর্তীতে এরকম পোস্টার অপেক্ষায় রইলাম।