Some people become needy because of their nature

in blurt-188398 •  13 days ago 

pexels-photo-164527.jpeg
Image source

When you ask for money, people will make your face black.
Who will you tell? Good, a person like an angel has a thousand kinds of impurities in his mind, when he asks for money, he says today or tomorrow. As if his money was valuable, my money is worthless. When you try to benefit others, you have to get kicked in the face. Money does not ruin relationships. No partner will ever be poor if he plays with other people's money. Fix that wicked nature of yours right now.

If the wife of the house has a lot of demands but you have little ability, then she will make up thousands of false stories in your name and tell you that you have not seen her. You have seen her beautiful form. You will burn in the fire of that form. You will have to remain silent for the rest of your life. So if the wife is good, don't let my words be a little black because a black girl is better and the water of the river is better.

To the child, the great hero, the man named Baba, is always the best in the metropolis of life's war, surrounded by memories. Suddenly, the banyan tree named Baba has disappeared. I have to walk alone on a path without shade in the heat of the sun. My father is the best in the story of success and failure. Uncle Heri, after walking on the tired path, I realized how much suffering my father had in his life.

Success will come if you have luck. If you lack effort, what will come on foot? Flowers bloom on trees. A few months after planting, success appears on trees and trees after a decade. If the goal is big, it will take a long time to walk the path of success. If you have strong willpower, you will succeed. You will not be defeated.

One day we will suddenly meet death. That day we will be imprisoned in the darkness. Only friends and relatives will come to see the dead body. Everyone will shed tears. No one will go with me. This dead body will be wrapped in a white shroud. The insects in this small, pure house will be my last farewell companions. The neighbors will rush to cut bamboo. The cemetery will be my destination because I have become a corpse.

pexels-photo-271168.jpeg
Image source
The raw material market seems to be on fire. The price of daily necessities has doubled. The price of a kilogram of chili in the market is five hundred taka. It is difficult to earn five hundred taka. The van driver uncle comes with a thousand taka note and says that the middle class is thinking about how the market will be if their two-day income is combined. Then, when there is no match between their income and expenses, it is like a thousand taka. If the country continues like this, how will the people of the country continue? The syndicates must be closed very soon. The country is full of thieves.

This was not done from the voice.

They said that girls should be educated like boys, but has child marriage really been eliminated from the country? Or are the parents of some girls upset because all these girls, skipping their studies, wear makeup day and night and break up every minute. They don't have boyfriends but are poor and are doing dirty things here and there. This is the nature of these girls. When you talk about them, their parents will get into arguments with you and they skip school and pass time with their boyfriends in the park. Has child marriage been eliminated from the country yet? If you look at them, you will see that even in their youth, they smear lime on their parents' faces and take money and valuable gold from their homes and then share it with men. Uncle, I am telling you that if you have it earlier, give it to them on time and get rid of the danger. And yes, these words are not for everyone, but for some girls. In simple terms, those whom we call Baravatari.

pexels-photo-2892218.jpeg
Image source

There is no shortage of leaders in present-day Bangladesh. What kind of nature is this? Protecting people from danger is your job. On the contrary, you are putting people in danger. It seems that today, when you see leaders like you, the public applauds you in front, and when you go behind, they insult you with their names and respect. You will never get a leader with money, and the people of this country will never want a leader like you.

People in crowded cities suffer from loneliness and doctors are also affected by incurable diseases. The name of the disease is "I want more, I want more, my stomach has been full for a long time, but my heart is not full. Even if I own a house, I have no peace in my heart. If I had more money, I would have built a house. I would have paid 100 taka for a few visits. The doctor does not like to see a patient and buy a piece of land. The doctor realizes that the more demand he has, the less money he will have and the more peace he will have.

Those who have insulted the name of the Prophet, who has not been given the opportunity by Allah Almighty to anyone, except the Prophet, who is above all the people of the world, 1800 million people have walked on the path shown by the Prophet, and no one has ever complained. Who are you, O priest, who gave you the opportunity to be a symbol of the ideals of the world, Hazrat Muhammad (PBUH)? Thousands of priests were destroyed by opposing him.

The burden of millions of taka in debt is carried away by the burden of the distant diaspora. The colorful city is never painted with colors. The money that must be sent to the country comes from the depths of the heart. The diaspora are the true warriors who love the country very much. Let the family, children, and property of the diaspora remain safe on the soil of the country. Let there be severe punishment for extramarital affairs, let there be an oath of morality.

Because of the housewife, the mother does not find a place in the son's house. That woman will also become a mother one day. Let me tell you something. If you give pain to your mother because of the housewife, your child will never become a human being. He will be misguided. O woman, if you can prove yourself as a wife, you will also find safe shelter and respect as a mother to the future generation.

What kind of argument is this about religion? Without this argument, we have to speak. I know that the rule is a sign of the end of time, but I do not accept it. This world is a film whose director is the great Lord of the worlds. Without His signal, the river does not flow, the bird does not sing, not a single leaf on the tree moves. He is our great Lord of the worlds, woven into our veins and blood.

pexels-photo-6963857.jpeg
Image source

ধারের টাকা চাইতে গেলে মানুষ মুখটা করবে কালো।
আপনি কাকে বলবেন ভালো, ফেরেস্তার মত মানুষ তার মনে হাজার রকম ভেজাল, টাকা চাইতে গেলে বলে আজ না হয় কাল। যেন তার টাকা দামি ছিল আমার টাকা ঝাল। অন্যের উপকার করতে গিয়ে নিজের মুখে খেতে হয় লাথি। টাকায় সম্পর্ক নষ্ট করে থাকে না কোনো সাথি মানুষের টাকা মেরে খেলে চিরদিন থাকবে অভাব সময় থাকতে এখুনি ঠিক কর তোমার ওই জগন্ন স্বভাব।

ঘরের বউ এর আবদার যদি থাকে অনেক কিন্তু সামর্থ্য আপনার অল্প তাহলে আপনার নামে বানিয়ে বলবে হাজারো মিথ্যা গল্প আপনি দেখেননি মন দেখেছিলেন সুন্দর রুপ ওই রুপের আগুনে জ্বলবেন সারা জীবন থাকতে হবে চুপ তাই বউ যদি হয় ভালো আমার কথা তাতে হোক না একটু কালো কারন যাতে মেয়ে কালো ভালো আর নদীর পানি ঘোলা ভালো

সন্তানের কাছে মহা নায়ক বাবা নামের ওই মানুষটি সব সময় সেরা জীবন যুদ্ধের মহানগরে সে তো স্মৃতি দিয়ে ঘেরা হঠাৎ করে বাবা নামের বট বৃক্ষটি হয়ে গেছে নিখোঁজ রৌদ্র তাপে ছায়া হীন পথে একা চলতে হচ্ছে রোজ অনুপ্রেরণা আদর্শ সফলতা ব্যর্থতার গল্পে আমার বাবাই শ্রেষ্ঠ কাকা হেরি ক্লান্ত পথে হাঁটার পরেই বুঝেছি আমার বাবার জীবনে ছিল কতটা কষ্ট

সফলতা ধরা দিবে যদি থাকে নসিবে চেষ্টার কমতি থাকলে পায়ে হেঁটে কি আসিবে ফুল গাছে ফুল ধরে লাগানোর কয়েক মাস পরে কাঠ গাছে ও সফলতা দেখা দেয় এক যুগ পরে লক্ষ্য যদি বড় হয় সফলতার পথ পাড়ি দিতে লাগবে দীর্ঘ সময় প্রচন্ড ইচ্ছা শক্তি থাকলে তুমি ও সফল হবে হবেনা তোমার পরাজয়।

মৃত্যুর সাথে আমাদের একদিন হুট করেই হবে দেখা সেদিন অন্ধকারে বন্দি হয়ে যেতে হবে একা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসে দেখবে নীথর দেহ চোখের পানি তো সবাই ফেলবে সাথে যাবে না কেহ সাদা কাফনে মোড়ানো হবে এই নীথর দেহের খাঁটি ছোট্ট ঘরের পোকামাকড় ই তো হবে শেষ বিদায়ের সাথি হুড়োহুড়ি করে প্রতিবেশী কাটতে যাবে বাঁশ ঠিকানা হবে কবরস্থান কারণ আমি হয়ে গেছি লাশ

কাঁচা বাজারে যেন লেগেছে আগুন নিত্য পন্যের দাম বেড়েছে দ্বিগুণ এক কেজি মরিচের দাম বাজারে পাঁচশত টাকা ঢেলি পাঁচশত টাকা ইনকাম করাই কষ্ট বলছে ভেন চালক কাকা হাজার টাকার নোট নিয়ে এসে মধ্যবিত্ত ভাবছেন কেমনে হবে বাজার তাদের দুই দিনের ইনকাম এক করলে তারপরে হয় হাজার আয়ের সাথে ব্যায়ের যখন থাকে না কোন মিল তখন এক কেজি চালে যেন হাঁফ কেজি ঝিল এভাবে দেশ চলতে থাকলে দেশের মানুষ চলবে কি করে সিন্ডিকেট গুলো খুব দ্রুত বন্দ করতে হবে দেশে ভরে গেছে চোরে।

pexels-photo-951290.jpeg

Image source

ছেলেদের মত মেয়েদেরকে ও শিক্ষিত করতে হবে এই কথাটা বলে তো দেশ থেকে বাল্যবিবাহ দূর করলেন আসলেই কি দেশ থেকে বাল্যবিবাহ দূর হয়েছে নাকি কিছু কিছু মেয়েদের মা বাবাদের কপাল পুড়েছে কারণ এই সব মেয়েরা পড়ালেখা বাদ দিয়ে দিন রাত করে মেকআপ আর মিনিটে মিনিটে করে ব্রেকাপ এদের বয়ফ্রেন্ড এর নাই কিন্তু অভাব আর এখানে ওখানে যেখানে সেখানে নোংরামি নষ্টামি করাই ওই সব মেয়েদের চরিত্র গত স্বভাব। এদের নিয়ে কথা বলতে গেলে এদের মা বাবা উল্টো আপনার সাথে জড়িয়ে যাবে তর্কে আর এরা স্কুল ফাঁকি দিয়ে এদের বয়ফ্রেন্ড এর সাথে টাইম পাস করে পার্কে তো দেশ থেকে কি এখনো বাল্যবিবাহ দূর হয়েছে আপনারাই লক্ষ্য করলে দেখবেন বল্য কালেই কিন্তু তাঁরা তাঁদের মা বাবার মুখে চুনকালি মেরে বাড়ি থেকে টাকা পয়সা দামি স্বর্ন নিয়ে পর পুরুষের সাথে ভাগে আর কাকা আপনাকেই বলছি আগে থাকলে সময় মত দিয়ে দিন আর বিপদ থেকে মুক্তি পান আর হ্যাঁ এই কথাগুলো কিন্তু সবার জন্য নয় কিছু কিছু মেয়েদের জন্য। সহজ ভাষায় যাদের কে আমরা বারভাতারি বলি।

বর্তমান বাংলাদেশে নেতার নেই অভাব ধর মার খাও এই কেমন স্বভাব মানুষ কে বিপদ থেকে রক্ষা করা এটাই তো তোমাদের কাজ উল্টো মানুষদের কে বিপদে ফেলছ দেখা যাচ্ছে আজ তোমাদের মত নেতাদের দেখলে পাবলিক সামনে দেয় হাতে তালি পিছনে গেলে নামের সাথে মারতে থাকে গালি সম্মান তুমি কখনোই নেতা টাকা দিয়ে পাবেনা আর তোমাদের মত নেতা এই দেশের জনগণ কখনোই চাইবে না।

ভীড়ের শহরের মানুষগুলো একাকিত্বের ভোগে ডাক্তার ও আক্রান্ত হয় চিকিৎসা বিহীন রোগে। রোগের নাম আরো চাই আরো চাই পেট তো অনেক আগেই ভরে গেছে তবুও মন ভরে নাই একটা বাড়ির মালিক হয়েও শান্তি নেই মনে আর ও বেশি টাকা হলে বাড়ি বানাতো কয়েক খানি ১০০ টাকা ভিজিট নিয়ে রোগী দেখে ডাক্তারের পোষায় না তেমন এক কাঠা জমি কিনতে গিয়ে ডাক্তারের উপলব্ধি হয় এমন যার কাছে যত বেশি চাহিদা কম থাকবে অল্প টাকা নিয়ে ও সে শান্তিতে থাকবে।

নবীজির নামে কটুক্তি করেছে যারা আল্লাহ তা'আলা কাউকে দেয়নি ছেড়ে বিশ্ব মানবের মধ্যে নবীজি সবার উপরে নবীজির দেখানো পথে ১৮০০ মিলিয়ন মানুষ হাঁটে কোনদিনও করেনি কেউ কোন অভিযোগ তুমি কন হে পুরোহিত কে দিয়েছে তোমাকে সুযোগ বিশ্ব মানবের জন্য হযরত মুহাম্মদ সাঃ আদর্শের প্রতীক তার বিরুদ্ধচারন করে ধ্বংস হয়েছিল হাজারো পুরোহিত।

pexels-photo-1068989.jpeg
Image source

লাখ লাখ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে ভেসে যায় দূর প্রবাসে রঙিন শহরে কখনোই রং মাখানো হয় না পাঠাতে হবে যে টাকা দেশে দেশের প্রতিদান হৃদয় গহীন থেকে আসে প্রবাসীরাই সত্যিকারের যোদ্ধা যারা দেশটাকে অনেক ভালোবাসে। প্রবাসীর পরিবার-পরিজন সন্তান-সম্পত্তি দেশের মাটিতে থাকুক নিরাপদ পরকীয়ার কঠিন শাস্তি হোক, হোক নৈতিকতার শপথ।

pexels-photo-1152359.jpeg
Image source

ঘরের বউয়ের কারণে মা জননীর ঠাঁই মিলে না ছেলের ঘরে সেই নারী ও একদিন মা হবে কিছু কথা বলি সবার তরে ঘরের রমনীর কারণে তুমি যদি মাকে দাও কষ্ট তোমার সন্তান কখনোই মানুষ হবে না হবে পথভ্রষ্ট হে নারী তুমি যদি বউ হিসেবে নিজেকে করতে পারো প্রমাণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তোমারও মা হিসেবে মিলবে নিরাপদ আশ্রয় আর সম্মান

ধর্ম নিয়ে কটুক্তি এ কেমন যুক্তি এই যুক্তি ছাড়া ভাষণ করতে হবে শাসন কেয়ামতের নমুনা জানি কিন্তু মানিনা এই দুনিয়া একটা ফিল্ম যার ডিরেক্টর মহান রাব্বুল আলামিন যার ইশারা ব্যতীত বহেনা নদীর স্রোত কহেনা পাখি গান নড়ে না গাছের একটিও পাতা তিনি আমাদের মহান রাব্বুল আলামিন রক্তের শিরায় শিরায় গাঁথা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  13 days ago  ·  

Tucker shared the photography