Review of the drama "Agale Rakhi Tomay"

in blurt-188398 •  9 days ago 

IMG_20250112_061602.jpg

We all know that in every girl's life, she wants to keep her most beloved person close to her husband after marriage. But this is not the case for everyone, especially those who marry expatriates, but their beloved person is not always by their side, they do not always get love from their beloved person. Dreams cannot be fulfilled even if they want, but some people try hard to fulfill their dreams. Today I will review a very beautiful drama with you, I hope you will like it.

When suddenly after marriage her husband has to leave her wife in Australia, how does it feel? In fact, it is very bad, not everyone can explain how bad it is, but it is so bad that they cannot live without their beloved person. Girls or boys, every person wants to hold their beloved person close and live, but in our situation, due to our family problems, even if they want to after marriage, some boys cannot keep their beloved person with them.

Today I will review such a drama with you. In fact, at the beginning of the drama, the hero goes to Australia for his work and comes back two days after the wedding, and later he takes his wife to Australia a month after the wedding. The feeling of getting close to the beloved person can be understood quite well by watching those scenes of the drama. Then we see the hero coming to receive the heroine from the airport. She is very happy to see her beloved person and hugs her and kisses her on the forehead.

IMG_20250112_061531.jpg

IMG_20250112_061543.jpg

Then he took her home and explained everything about the house, but the hero had taken a leave from the office, and even then he had to go to the office and work for two to two and a half hours, which the heroine did not like at all. In fact, if a man does not work, he is worthless anywhere, and if he does not have money, he is neglected by everyone. Just as men suffer from neglect if they do not have money, their wives receive so much neglect, which I understand quite well from the present moment.

Anyway, let's get back to the drama. Then I see that one day, the two of them go out for a walk. Suddenly, the hero meets a girl from his class. She hugs him and says goodbye to him. She doesn't see this. She gets very angry. She comes home and gets very angry with the hero because she doesn't like something. In my brother's country, such things are very common, like Bangladesh, but it has become common now. But it wasn't that common before.

Anyway, everything is fine again, the hero wakes up the next morning and drinks coffee. The heroine wakes up and sees the hero drinking coffee but doesn't call her, for which she screams a lot and says to the hero, "You are a stupid boy, that's why I didn't call you." Anyway, they spend some nice moments, then they go out again to a nice place and spend some time on their own.

The heroine was taken to Australia for only fifteen days, they can't even understand how the 15 days passed. The day they return to Bangladesh by flight, that night the hero arranges all the heroine's clothes. Seeing this, the heroine cries a lot. She thinks to herself, doesn't this person suffer? Then she asks, "Does it hurt you to be without me?" Sometimes she cries. Then she says, "I know very well how difficult it is to be without the person you love."

The next morning, he brings her to the airport and lets her board the plane. In fact, she repeatedly approaches the plane but still returns to her beloved man. Then he says, "You girls don't have any jobs here, so I can stay with you." When the boy says, "I'm coming home again after three months, don't worry. Actually, love is so sweet. If it's with the right person, then life is beautiful." This is where the drama ends.

And from here I understand how difficult it is to leave the people you love, but not those people who only act, those who truly love you, they will never neglect you. I hope you liked the review of the drama. I am saying goodbye here like today. Stay well.

আমরা মোটামুটি সবাই জানি প্রতিটা মেয়ের জীবনে সে চায় তার হাজবেন্ড বিয়ের পরে তার সবচাইতে প্রিয় মানুষটাকে কাছে রাখতে। কিন্তু সবার ক্ষেত্রে এমন হয় না বিশেষ করে যাদের প্রবাসী সাথে বিয়ে হয় তাদের কিন্তু প্রিয় মানুষ সবসময় পাশে থাকে না প্রিয় মানুষের কাছ থেকে ভালোবাসা তারা সব সময় পায় না। স্বপ্ন তো আর চাইলেই পূরণ করা যায় না তবে কিছু মানুষ নিজের স্বপ্নকে পূরণ করার জন্য অনেক চেষ্টা করে আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটা নাটকের রিভিউ করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

হঠাৎ করে যখন বিয়ের পরে তার হাজবেন্ডকে চলে যেতে হয় অস্ট্রেলিয়ায় নিজের বউকে রেখে তখন কেমন লাগে আসলে তখন খুবই খারাপ লাগে কতটা খারাপ লাগে এটা সবাই বলে বোঝাতে পারবে না তবে এতটাই খারাপ লাগে প্রিয় মানুষকে ছাড়া থাকতে পারে না। মেয়েরা কিংবা ছেলেরা প্রতিটা মানুষের চায় তার প্রিয় মানুষটাকে আগলে ধরে বেঁচে থাকবে কিন্তু আমাদের পরিস্থিতি আমাদের পারিবারিক সমস্যার কারণে বিয়ের পরে চাইলেও কিন্তু কিছু ছেলে নিজের প্রিয় মানুষকে নিজের কাছে রাখতে পারে না।

IMG_20250112_061518.jpg

IMG_20250112_061552.jpg

আজকে তেমনি একটা নাটক আপনাদের সাথে রিভিউ করব আসলে নাটকের প্রথমেই নায়ক নিজের কাজের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় চলে যায় বিয়ের দুই দিন পরে এসে পরবর্তীতে সে বিয়ের এক মাসের মাথায় তার বউকে অস্ট্রেলিয়ায় নিয়ে যায়। প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার অনুভূতি কতটুকু নাটকের সেই সিন গুলো দেখলে বেশ ভালোভাবেই বোঝা যায় এরপরে আমরা দেখতে পাই নায়ক নায়িকাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে আসে সে তার প্রিয় মানুষকে দেখে অনেক বেশি আনন্দিত হয় জড়িয়ে ধরে কপালে চুমু খায়।

এরপর তাকে বাসায় নিয়ে বাসার সমস্ত কিছু বুঝিয়ে দেয় কিন্তু নায়ক ছুটি নিয়েছিল অফিস থেকে তারপরেও তাকে অফিসে গিয়ে দুই ঘন্টা আড়াই ঘন্টা কাজ করতে হত যেটা নায়িকার একেবারে পছন্দ ছিল না আসলে পুরুষ মানুষ কাজ না করলে কোন জায়গায় মূল্য নেই আর টাকা পয়সা না থাকলে প্রতিটা মানুষের কাছে অবহেলিত হয়ে থাকে পুরুষ মানুষের টাকা না থাকলে যেমন তারা অবহেলায় ভুগতে হয় ঠিক তেমনি তাদের ঘরের বউ এত পরিমাণে অবহেলা পায় যেটা বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি।

যাইহোক এবার আমরা আবার নাটকে ফিরে আসি এরপর আমি দেখতে পাই একদিন তারা দুইজন ঘুরতে বের হয় হঠাৎ করে নায়কের সাথে তার একটা কলিগ মেয়ের দেখা হয় যে কিনা তাকে দেখে জড়িয়ে ধরে এবং তার কাছ থেকে বিদায় জানায় এটা দেখে নাই অনেক বেশি রেগে যায় বাসায় এসেছে নায়কের সাথে অনেক বেশি রাগারাগি করে কারণ তার একটা পছন্দ না আসলে ভাইয়ের কান্ট্রিগুলোতে এই ধরনের বিষয়গুলো একেবারে কমন বিষয় বাংলাদেশ কিন্তু এটা এখন কমন হয়ে গেছে। কিন্তু আগে অতটা কমন ছিল না।

যাইহোক মোটামুটি আবার সবকিছু ঠিক হয়ে যায় নায়ক পরদিন আবার সকালে ঘুম থেকে উঠে কপি করে খায় নায়িকা উঠে দেখে নায়ক কফি খাচ্ছে কিন্তু তাকে ডাক দেয় নি যার জন্য সে অনেক বেশি চিল্লাচিল্লি করে নায়ক বলে তুমি বোকা ছেলে তাই আমি তোমাকে ডাক দেই নি। যাইহোক তারা কিছু সুন্দর মুহূর্ত পার করে এরপর তারা আবার বাইরে ঘুরতে যায় সুন্দর একটা জায়গায় সেখানে গিয়েও তারা কিছু নিজেদের মতো করে টাইম স্পেন্ড করে।

নায়িকাকে কিন্তু অস্ট্রেলিয়া মাত্র পনেরো দিনের জন্য নেয়া হয়েছিল দেখতে দেখতে ১৫ দিন কিভাবে কেটে যায় তারা বুঝতেও পারে না যেদিন আবার ফ্লাইটে করে বাংলাদেশে ফিরে আসবে ঐদিন রাতে নায়ক নায়িকার সমস্ত জামা কাপড় গুছিয়ে দেয় এটা দেখে নায়িকা অনেক বেশি কান্না করে সে মনে মনে চিন্তা করে এই মানুষটার কি কষ্ট হয় না তারপর একবার জিজ্ঞেস করে ফেলে আপনার কি কষ্ট হয় না আমাকে ছাড়া থাকতে কখনো কান্না করে দেয়। তখন সে বলে প্রিয় মানুষটাকে ছাড়া থাকাটা কতটা কষ্টকর সেটা আমি বেশ ভালোভাবেই জানি।

IMG_20250112_061507.jpg

পরদিন সকালে তাকে এয়ারপোর্টে নিয়ে আসে এবং প্লেনে উঠানোর জন্য দিয়ে যায় আসলে সে বারবার প্লেনের কাছে যাওয়ার জন্য এগিয়ে যায় কিন্তু তারপরেও তার প্রিয় মানুষের কাছে ফিরে যায় তখন সে বলে আপনার এখানে মেয়েদের কোন চাকরি নাই যেটা করে আমি আপনার কাছে থাকতে পারবো যখন ছেলেটা বলে আমি তিন মাস পরে আবারো বাড়িতে ফিরে আসছি কোন চিন্তা করো না আসলে ভালোবাসাটা এতটাই মধুর যদি সেটা সঠিক মানুষের সাথে হয় তাহলে জীবনটা সুন্দর এখানেই নাটকের সমাপ্তি ঘাটে।

আর এখান থেকেই আমি বুঝতে পারি ভালোবাসার মানুষকে ছেড়ে থাকাটা কতটা কষ্টকর তবে ওই মানুষগুলোকে না যারা শুধুমাত্র অভিনয় করে যারা আপনাকে সত্যিকারের ভালোবাসায় তারা কখনোই আপনাকে অবহেলা করবে না আশা করি নাটকে রিভিউ আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!