They have reached a place where if they go back they are afraid of the hunter and if they go forward they will fall into the ditch and die. Then suddenly some fireflies come in front of the Mosleys. Then a Thori fan says that we have to trust these fireflies. They can take us from here but Mosley cannot believe him. But finding no other way, he jumps from there as he says. There it is seen that Mosley is floating in the air and the fireflies are stuck to his feet. The fireflies are floating in the air and carrying them forward and in this way they are able to escape from the hunter and cross the forest.
Then they come to the world of two-legged Thori fans. Mosley is very happy to be here. He sees only two-legged Thori fans around him. They live here much better than humans. He thinks to himself that he will save his family and bring them here. But there is a problem here. He sees that there are no young Thori fans here.
Everyone here is old, none of them have the strength to fight with others. He learns that someone inside the forest has cursed them, so no Thori fan has been born here for many years. Hearing this, Mosley becomes disappointed. And wants to return to his family.
Before returning, Mosley is taken to the queen there. Mosley tells the queen that I need your help to protect my family. The queen tells him that we will definitely help you. Suddenly, they get news that the hunter has come there. So everyone tells the hunter to leave from there. Then the hunter shoots an arrow at one of them. Then when he is taken inside. Then he tells Mosley that you have faith in that firefly.
The man died there, saying that your salvation lies in them. Mosley then saw many fireflies in front of him. Mosley then told everyone to hide, I will take the hunter into that forest and leave him there. Then he will never be able to come out of there again.
The queen then tells him that there is a sacred tree in that forest, if you can eat the fruit of that tree, then the curse of everyone living here will be freed and everything will be as before. Then, as per Mosley's words, all the Thori fans hide. On the other hand, Mosley takes the hunter into the forest. After going there, a fierce fight starts between them. At one point, Mosley defeats the hunter. Mosley sees some fireflies in that forest and also sees that sacred tree in the forest, the fruit of which will free the Thori fans.
Then Mosley started running towards the firefly. But suddenly the hunter shot an arrow at Mosley. Mosley fell to the ground, injured. Before the hunter could kill him completely, the fireflies came there. The fireflies came in a terrible form. They took Mosley to the sacred tree. The hunter was trapped in this forest for the rest of his life.
Meanwhile, Thor fans think that Mosley may be trapped in the forest for the rest of his life and may never be able to return, but they suddenly see many fireflies bringing him there. Those fireflies heal Mosley's wounds. Then they take the form of a tree, and then that tree gives Mosley a fruit.
As soon as he eats the fruit, Thor fans are freed from the curse. On the other hand, we see Mosley's family, Mosley has a daughter. Meanwhile, Mosley's owner Simon sells Mosley's son to John as per the agreement, Mosley's wife stands helpless and silent.
But after a while, Mosley was seen coming there with the help of his two legs and he said to Simon, let go of my son. Simon got angry when he saw him and went to whip him. He stopped his master with the help of his hand. He got angry and lifted his master up with his hand. But he let him go without harming him.
Then Mosley returned to his family. He made his daughter and loved her very much, then he let his family eat the sacred fruit. As soon as he ate these fruits, his family started walking on two legs and their two hands were formed like humans, meaning Mosley's family became Thori fans like their nation. Then he took his family and set off for their world and this is where our story ends today.
তারা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে পেছনে গেলে শিকারির ভয় আর সামনে গেলে খাদে পড়ে মারা যাবে তখন হঠাত করে মোসলিদের সামনে কিছু ফায়ার ফ্লাই চলে আসে তখন একজন থোরি ফ্যান বলে আমাদের এই ফায়ার ফ্লাই এর উপর ভরসা করতে হবে। তারা আমাদেরকে এখান থেকে নিয়ে যেতে পারবে কিন্তু মোসলি তার কথা বিশ্বাস করতে পারে না। কিন্তু কোন উপায় না পেয়ে তার কথামতো সে ওখান থেকে লাফ দেয় সেখানে দেখা যায় মোসলি শূন্যে ভাসছে আর তার পায়ে ফায়ারপ্লাই গুলো লেগে আছে ফায়ার ফ্লাই গুলো তাদেরকে শূন্যে ভাসিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে আর তারা এভাবেই শিকারির কাছ থেকে পালিয়ে জঙ্গলটা অতিক্রম করতে সক্ষম হয়।
এরপর তারা দুই পায়ে চলা থোরি ফ্যান এর জগতে চলে আসে মোসলি এখানে এসে অনেক বেশি খুশি হয়ে যায়। সে চারপাশে শুধু দুই পায়ে চলা থোরি ফ্যান দেরকে দেখতে পায়। তারা মানুষদের থেকেও খুব ভালোভাবে একে অন্যের সাথে মিলেমিশে এখানে থাকে। সে মনে মনে ভাবে তার পরিবারকে বাঁচিয়ে সে এখানে নিয়ে আসবে। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে যায়। সে দেখতে পায় এখানে কোন কম বয়সি থোরি ফ্যান নেই।
এখানে যারা আছে সবাই বৃদ্ধ তাদের কারোরই অন্যদের সাথে লড়াই করার মত শক্তি নেই। সে জানতে পারে ওই জঙ্গলের ভেতরে থাকা একজন তাদেরকে অভিশাপ দিয়েছে তাই অনেক বছর ধরে এখানে কোন থোরি ফ্যান জন্মগ্রহণ করেনি। এই কথা শুনে মোসলি নিরাশ হয়ে যায়। আর তার পরিবারের কাছে ফিরে যেতে চায়।
এদিকে ফিরে যাওয়ার আগে মোসলি কে সেখানকার রানির কাছে নিয়ে যাওয়া হয়। মোসলি রানীকে বলে আমার পরিবারকে রক্ষা করার জন্য আপনাদের সাহায্যের প্রয়োজন। রানী তাকে বলে আমরা অবশ্যই তোমাকে সাহায্য করবো। হঠাৎ করেই তাদের কাছে খবর আসে যে শিকারি সেখানে চলে এসেছে। তাই সবাই শিকারী কে সেখান থেকে চলে যেতে বলে। তখন শিকারী একজনের দিকে তীর ছুড়ে মারে। এরপর তাকে যখন ভিতরে নিয়ে যাওয়া হয়। তখন সে মোসলি কে বলে তুমি সেই ফায়ার ফ্লাই এর উপর বিশ্বাস রাখো।
তাদের মধ্যেই তোমার মুক্তি রয়েছে এই কথা বলেই লোকটা সেখানে মারা যায়। মোসলি তখন দেখতে পায় তার সামনে অনেকগুলো ফায়ার ফ্লাই।মোসলি তখন সবাইকে বলে আপনারা সবাই লুকিয়ে পড়ুন আমি শিকারীকে নিয়ে ওই জঙ্গলের ভেতরে যাব আর তাকে সেখানে রেখে চলে আসব। তাহলে সে আর ওখান থেকে কখনোই বের হতে পারবে না।
রানী তখন তাকে বলে ওই জঙ্গলের ভেতরে একটা পবিত্র গাছ আছে সেই গাছের ফল যদি তুমি খেতে পারো তাহলে এখানে থাকার সবার অভিশাপ মুক্ত হয়ে যাবে আর সবকিছুই আগের মত হয়ে যাবে। এরপর মোসলির কথামতো সব থোরি ফ্যান লুকিয়ে পড়ে। অন্যদিকে মোসলি সেই শিকারিকে নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। সেখানে যাওয়ার পর তাদের মধ্যে একটা ভয়ংকর ফাইট শুরু হয়ে যায়। এক পর্যায়ে মোসলি শিকারীকে হারিয়ে দেয়। মোসলি সেই জঙ্গলের ভেতর কিছু ফায়ার ফ্লাই দেখতে পায় সেই সাথে সে জঙ্গলের ভেতরের ওই পবিত্র গাছটা ও দেখতে পায় যেই গাছের ফল খেলে থোরি ফ্যানরা মুক্তি পাবে।
এরপর মোসলি ফায়ার ফ্লাই এর দিকে ছুটতে থাকে। কিন্তু হঠাৎ করে শিকারি মোসলির দিকে তীর ছুড়ে মারে মোসলি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শিকারি একেবারে তাকে মেরে ফেলার আগে সেখানে ফায়ার ফ্লাই গুলো চলে আসে ফায়ার ফ্লাই গুলো এক ধরনের ভয়ংকর রূপ নিয়ে তার সামনে আসে।তারা মোসলি কে নিয়ে সেই পবিত্র গাছের কাছে যায়। শিকারি সারা জীবনের জন্য এই জঙ্গলের মধ্যে আটকা পড়ে যায়।
এদিকে থোরি ফ্যানরা মনে করেছে মোসলি মনে হয় সারা জীবনের জন্য হয়তো জঙ্গলে আটকা পড়েছে আর কোনদিন হয়তো বা সে ফিরে আসতে পারবে না কিন্তু তারা হঠাৎ করেই দেখতে পায় অনেকগুলো ফায়ার ফ্লাই তাকে সেখানে নিয়ে এসেছে। সেই ফায়ার ফ্লাই গুলো মোসলির ক্ষতস্থান গুলো ভালো করে। এরপর তারা একটা গাছের রূপ নেয় এরপর সেই গাছটা মোসলি কে একটা ফল দেয়।
সে ওই ফলটা খাওয়ার সাথে সাথে থোরি ফ্যানরা অভিশাপ থেকে মুক্তি পায়। অন্যদিকে আমরা মোসলির পরিবারকে দেখতে পাই মোসলির একটা মেয়ে হয়েছে। এদিকে মোসলির মালিক সায়মন চুক্তি অনুযায়ী জন এর কাছে মোসলির ছেলেকে বিক্রি করে দেয় মোসলির স্ত্রী নিরুপায় হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে।
কিন্তু একটু পরেই দেখা যায় মোসলি তার দুই পায়ের সাহায্যে সেখানে চলে আসে সে সায়মন কে বলে আমার ছেলেকে ছেড়ে দাও। সায়মন তাকে দেখে রেগে গিয়ে তাকে চাবুক মারতে গেলে। সে তার হাতের সাহায্যে তার মালিককে থামিয়ে দেয়। সে রেগে গিয়ে তার মালিক কে হাত দিয়ে উপরে তুলে ধরে। কিন্তু তার কোন ক্ষতি না করে তাকে ছেড়ে দেয়।
এরপর মোসলি তার পরিবারের কাছে ফিরে আসে। সে তার মেয়েকে করে তুলে অনেক আদর করে তারপর সে তার পরিবারকে সেই পবিত্র ফল খেতে দেয় এই ফলগুলো খাওয়ার সাথে সাথে তার পরিবার দুই পায়ে চলতে শুরু করে আর মানুষের মত তাদের দুইটা হাত তৈরি হয়ে যায় মানে মোসলির পরিবার তাদের জাতির মত থোরি ফ্যান হয়ে গিয়েছে। এরপর সে তার পরিবারকে নিয়ে তাদের জগতের উদ্দেশ্যে রওনা দেয় আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.